কৃষক বন্ধু নতুন প্রকল্পে রবি কিস্তির টাকা ২০০০ ও ৫০০০ ব্যাংকে ঢুকলো। Krishak Bandhu new scheme benefit Received In Bank - WB SCHEME NEWS

কৃষক বন্ধু নতুন প্রকল্পে রবি কিস্তির টাকা ২০০০ ও ৫০০০ ব্যাংকে ঢুকলো। Krishak Bandhu new scheme benefit Received In Bank

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদনকারী নতুন ও পুরোনো কৃষকরা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ২০২৪-২৫ আর্থিক বছরের তথা চলতি বছরের রবি কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেলেন। যদি আপনিও এই প্রকল্পে আবেদন করে থাকেন সেক্ষেত্রে ২০২৪-২৫ আর্থিক বছরের রবি কিস্তির টাকা আপনিও পাবেন।;-সর্বোচ্চ ৫০০০ ও সর্বনিম্ন ২০০০ টাকা এই রবি কিস্তিতে ঢুকেছে।

প্রথমত এই প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এবং আপনারা জানেন যে কোন প্রকল্প শুরু হলে একটি রাজ্যের প্রত্যেকটা জেলায় দেওয়া হয়। ঠিক তেমনই কৃষক বন্ধু নতুন প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এক্ষেত্রে এই প্রকল্পে কোন জেলাভিত্তিক টাকা দেওয়া হয় না পশ্চিমবঙ্গ রাজ্যে যতগুলো জেলা রয়েছে সমস্ত জেলাকে এই প্রকল্পের টাকা দিচ্ছেন রাজ্য সরকার।

তাই আপনি যে কোন জেলা থেকে থাকেন না কেন যদি আপনি যোগ্য কৃষক হয়ে থাকেন তবে আপনাকে এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য করবে রাজ্য সরকার। জান পশ্চিমবঙ্গ রাজ্যে ২৩ জেলায় এই প্রকল্পের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিয়েছে রাজ্য সরকার এর মাধ্যমে আপনার নাম নথিভুক্ত থাকলে আপনিও টাকা পাবেন।

যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, কৃষক বন্ধু নতুন প্রকল্পে চলতি বছরের রবি কিস্তির টাকা ইতিমধ্যেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসা শুরু করে দিল।

যদি আপনি এই প্রকল্পের টাকা না পেয়ে থাকেন কবে পাবেন এটাও আপনার মনে অবশ্যই প্রশ্ন জাগতে পারে। তাই তারও উত্তর পেতে আমাদের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন এবং অন্যদের শেয়ার করুন।

প্রথম কথা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এ প্রকল্পের মাধ্যমে যে টাকা দিয়ে থাকে সেটি DBT (DIRECT BENEFIT TRANSFER) মাধ্যমে না দেবার কারণে প্রত্যেকবারেই এ প্রকল্পের টাকা ধীরগতিতে ব্যাংক অ্যাকাউন্টে আছে কৃষকদের।

তাই এবারও তার বিকল্প নাই, কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদনকারীর সংখ্যা ১ কোটি ৮ লক্ষ ৯৫ হাজার (1 crore 8 lakh 95 thousand.) আবেদনকারী সংখ্যা যেহেতু বেশি তাই এ প্রকল্পের থাকা আস্তে আস্তে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে আশা করা যাচ্ছে ডিসেম্বরে এর আগে যেই কৃষকরা রয়েছেন, যাদের টাকা ঢুকেনি তাদের খুব শিগগিরই টাকা ঢুকে যাবে এই প্রকল্পের মাধ্যমে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top