লক্ষীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রত্যেক মাসে মহিলাদের আর্থিক সাহায্য রূপে দেয়া হয়। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নারী ও শিশু কল্যাণ দপ্তরের পক্ষ থেকে এই প্রকল্প পরিচালিত করা হয়। যে প্রকল্পের আওতায় রাজ্যের যে সমস্ত যোগ্য মহিলারা আবেদন করবেন এই প্রকল্পে, তাদের প্রতি মাসে ভাতা হিসেবে টাকা দেওয়া হয়।
লক্ষীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে কোন মহিলাদের কত টাকা আর্থিক সাহায্যে করেন রাজ্য সরকার?
রাজ্য সরকার নির্দেশমতো যে সমস্ত ক্যাটেগরি মহিলারা এই প্রকল্প আবেদন করবেন এবং কত টাকা পাবেন তা নিয়ে আলোচনা করা হলো :-
Category:-
- General/সাধারণ=১০০০/- টাকা প্রতিমাসে।
- OBC/অন্যান্য অনগ্রসর শ্রেণী=১০০০/- টাকা প্রতিমাসে।
- SC/তফসিলি জাতি=১২০০/- টাকা প্রতিমাসে।
- ST/তফসিলি উপজাতি=১২০০/- টাকা প্রতিমাসে।
লক্ষীর ভান্ডার প্রকল্পে ডিসেম্বর মাসের টাকা কবে ঢুকবে?
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন ভাতা প্রকল্পে যাবেন প্রত্যেক মাসের শুরুর দিকে কিংবা প্রত্যেক মাসের যেকোনো একটা দিন ভাতার টাকা ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে ঠিক তেমনি :- লক্ষীর ভাণ্ডার প্রকল্পে আবেদনকারী ও যোগ্য মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টের প্রত্যেক মাস শুরুর দিকেই এই টাকা হস্তান্তর করা হয় তাদের ব্যাংক অ্যাকাউন্টে।
ডিসেম্বর মাসের টাকা কবে পাবো?
ডিসেম্বর মাসের লক্ষীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ১ থেকে ১৫ তারিখের মধ্যেই চলে আসবে। এই সময়ের মধ্যে আসার একমাত্র কারণ হচ্ছে ১৫ই ডিসেম্বর থেকে ৩০শে ডিসেম্বর পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ১২ লক্ষ পরিবারদের বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার সহায়তা প্রদান করতে চলেছে,বলে লক্ষীর ভাণ্ডার প্রকল্পের টাকা ১লা ডিসেম্বর থেকে ১৫ডিসেম্বর এর মধ্যে পাবেন ব্যাংকে।
লক্ষীর ভাণ্ডার প্রকল্পে ডিসেম্বর মাসে মোট কত সংখ্যক মহিলাদের টাকা দেবেন রাজ্য সরকার?
লক্ষীর ভান্ডার প্রকল্পে কত সংখক মহিলাদের নতুন যুক্ত করলো রাজ্য?
মুখ্যমন্ত্রী নবান্ন থেকে সাংবাদিক বৈঠকের মাধ্যমে জানিয়েছেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আরো বেশ কিছু মহিলাকে যুক্ত করা হল। ডিসেম্বর মাস থেকে নতুন করে ৫ লক্ষ ৭ হাজার মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে।
নতুন ভাবে এই প্রকল্পে ৫ লক্ষ ৭হাজার মহিলাকে যুক্ত সর্বমোট উপভোক্তার সংখ্যা দাঁড়াবে:- ২কোটি ২১লক্ষ। লক্ষীর ভাণ্ডার প্রকল্পের নতুন করে ৬২৫ কোটি টাকা অতিরিক্ত খরচ করবে রাজ্য সরকার আগামী ১লা ডিসেম্বর থেকে টাকা ঢোকার কাজ শুরু করবে।
লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা কি ডিসেম্বর মাসে দ্বিগুন ঢুকবে ব্যাংকে?
পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে কোন প্রকল্প শুরু করা বা সেই প্রকল্পের ব্যাপারে কোন আপডেট নিয়ে আসা সব খবরের মাধ্যমে ছড়িয়ে যাই ঠিক তেমনই লক্ষীর ভাণ্ডার প্রকল্পের টাকা যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নিজে দ্বিগুণ করতেন তবে সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় এর মুখে ঘোষণা শুনা যেত খবরের প্রতিবেদনে।
যাই হোক লক্ষীর ভাণ্ডার প্রকল্পের টাকা দ্বিগুণ একাধিক জায়গায় একাধিক খবর উঠে আসছে তবে বিভিন্ন বিধায়ক থেকে শুরু করে বিজেপির এক নেতা রাজ্যের কাছে জানিয়েছেন। তবে এই নিয়ে কোন প্রতিক্রিয়া দেননি
সরাসরি মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। স্বয়ং রাজ্যের তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ জানিয়েছে কেন্দ্র সরকার একবার লক্ষীর ভাণ্ডারের মতো প্রকল্প শুরু করে দেখাক তারপর আমরা বাড়াবো সেই নিয়ে কথা বলবো।
WB SCHEME NEWS
WB SCHEME NEWS-এর প্রতিবেদন লিখি। আমি বিগত ৫বছর থেকে সমাজ মাধ্যমে কর্মরত। আমি এখন বর্তমানে এই Website -এ Article লিখা ও অন্যান্য কাজের সাথে যুক্ত।