Bangla Shashya Bima Status Cheak online. বাংলা শস্য বীমা ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন কিনা চেক করুন। - WB SCHEME NEWS

Bangla Shashya Bima Status Cheak online. বাংলা শস্য বীমা ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন কিনা চেক করুন।

Bangla Shashya Bima Status Cheak:- পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের জন্য একাধিক প্রকল্প শুরু করেছেন তার মধ্যে বাংলা শস্য বীমা প্রকল্প অন্যতম পশ্চিমবঙ্গ রাজ্যের একটি প্রকল্প। কৃষকরা খাদ্য উৎপাদনের মাধ্যমে আমাদের দেশে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

বিশেষ কথা:-তবে কৃষি কাজ সবসময় সহজ নয় কারণ প্রাকৃতিক দুর্যোগ এসে গেলে সেই ফসল নষ্ট হয়ে যায় তার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাংলা শস্য বীমা প্রকল্পে কৃষকদের পাশে দাঁড়ানোর জন্যই এই প্রকল্প শুরু করা :- বন্যা করা কিংবা ঝড়-বৃষ্টি এইসব প্রাকৃতিক দুর্যোগ প্রায়ই ফসলের মারাত্মক ক্ষতি করে। এর ফলে কৃষকদের আর্থিক সাহায্যের সমস্যার মুখে পড়তে হয় সেই সমস্যার মুখে যাতে কৃষকরা না করেন তার জন্যই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলা শস্য বীমা প্রকল্প শুরু করেছেন।

প্রকল্পের বৈশিষ্ট্য কি কি?

  • বাংলা শস্য বীমা প্রকল্প হলো বন্যা, খরা, বা ঝড়বৃষ্টির কারণে ফসলের ক্ষতি হলে এই প্রকল্পের মাধ্যমে কৃষক ক্ষতিপূরণ পান।

যেহেতু, আপনারা জানেন বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে প্রতিবছর দুই মরশুমে কৃষকদের আবেদন করতে হয় তার মধ্যে ২০২৪ সালের খরিফ মৌসুমের জন্য আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে এবং বর্তমানে যে টাকা দিচ্ছে তা ২০২৪ সালের খরিফ মরসুমের

যে-সব কৃষকরা বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে আবেদন করেছিলেন এবং যাদের ফসলের ক্ষতি হয়েছে বিভিন্ন কারণে তাঁদের ফসলের ক্ষতিপূরণ দেওয়া এই প্রকল্পের মূল বৈশিষ্ট্য

পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলা শস্য বীমা প্রকল্পের যে ফসলের ক্ষতিপূরণ বিতরণের কথা ঘোষণা করেছেন ডিসেম্বর মাসেই সেই টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে বলে জানিয়েছেন সরাসরি নবান্ন সভাঘর থেকেই।

তবে কোন কোন জেলাকে এই টাকা দেয়া হবে সেই ব্যাপারে কোনোরকম স্পষ্ট নোটিফিকেশন জারি করেনি রাজ্যের কৃষি দপ্তর আশা করা যাচ্ছে যে সমস্ত এলাকায় প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের টাকা দেবে রাজ্য সরকার।

হয়ত পরবর্তীতে এই সংক্রান্ত আপডেটস রাজ্যের কৃষি দপ্তরের তরফ থেকে প্রকাশ করা হবে। তবে আপাতত কোন নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি দিয়ে জারি করেননি রাজ্যের কৃষি দপ্তর যে কোন কোন জেলায় টাকা পাচ্ছেন।

যদি আপনারা মোবাইল থেকে চেক করতে চান তবে এই:- লিংকে ক্লিক করুন

রাজ্যের কৃষকরা:- বাংলা শস্য বীমা প্রকল্পের ওয়েবসাইটে গিয়ে তাদের ক্ষতিপূরণের স্টেটাস চেক করতে পারবেন। নিচে বিস্তারিত পদ্ধতি দেওয়া হলো:-

STEP’S:-

১. প্রথম ধাপ:- বাংলা শস্য বীমা স্টেটাস চেক করতে এখানে ক্লিক করুন:- CLICK HERE 👈

২. দ্বিতীয় ধাপ:- Farmer Id (এখানে আপনারা ভাববেন কোন ID দেব কিন্তু এখানে ভোটার নম্বর দিতে হব।) অপশনটি সিলেক্ট করুন

৩. তৃতীয় ধাপ: বাংলা শস্য বীমা স্টেটাস চেক করতে আপনার ভোটার নম্বর ফার্মার আইডির ( FARMER ID) ঘরে বসিয়ে সার্চ করলেই স্ট্যাটাস দেখতে পাবেন|তারপরেই যাবতীয় তত্থ আপনার সামনে চলে আসবে।

১. Bangla Shashya Bima Claim Status Details:- এই ঘরে যদি কোনো টাকা দেখা যায় ,তবে সেই টাকা খুব শীঘ্রই আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে বা টাকা জমা হয়ে গেছে।

২. Bangla Shashya Bima Claim Status Details:- Claims Under Process: এই ঘরে যদি এই স্টেটাস দেখায় তবে বুঝে নেবেন, ক্ষতিপূরণের টাকা এখন প্রক্রিয়াধীন, কয়েকদিনের মধ্যেই টাকা জমা পড়বে ,শুধু অপেক্ষা করবেন টাকা পেয়ে যাবেন।

৩.Bangla Shashya Bima Claim Status Details:- Claim Not Reported Yet:- বাংলা শস্য বীমা প্রকল্পে যদি এই স্টেটাস দেখতে পান তবে বুঝবে ,রাজ্য সরকার আপনার ফসল বীমার উপরে ক্ষতিপূরণ ঘোষণা করেনি,তবে রাজ্য সরকার ঘোষণা করলেই আপনার পরিবর্তন হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top