প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা(Pm Vishwakarma Yojana)
প্রধানমন্ত্রীর সম্পূর্ণ নতুন প্রকল্প হলো বিশ্বকর্মা প্রকল্প। এই প্রকল্পে আবেদন করলেই পাওয়া যাবে ৩ লক্ষ টাকা পর্যন্ত কম সুদের ঋণ। এই ৩ লক্ষ টাকা ২টি কিস্তিতে ঋণ হিসেবে নিতে পারবেন আবেদনকারী।
প্রথমে ১ লক্ষ টাকা এবং পরে বাকি দুই লক্ষ টাকা ঋণ নেওয়া যাবে। আমাদের প্রতিবেদনে জানতে পারবেন কীভাবে আবেদন করবেন এই প্রকল্পে? কি কি উপকার হবে? ঋণ কীভাবে দেবে কেন্দ্রীয় সরকার? প্রতিবেদনটি সবাই শেয়ার করবেন। Pm Vishwakarma Yojana.
পিএম বিশ্বকর্মা যোজনায় কারা কারা আবেদনের যোগ্য?
- ১)এই প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পটি শুধুমাত্র বিশ্বকর্মা সম্প্রদায়ের সমস্ত লোকদেরকে আর্থিকভাবে সাহায্য প্রদান করার জন্যে কেন্দ্রীয় সরকার শুরু করা হয়েছে। আপনারা আবেদন করলে অবশ্যই আবেদন করতে পারবেন।
- ২) প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পে আবেদন করতে আবেদনকারীদের ভারতীয় স্থানীয় নাগরিক হতে হবে তারপরে এই প্রকল্পে আবেদন করতে পারবেন একজন উপভোক্তা।
- ৩) কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় আবেদনকারী বা তার পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করলে এই প্রকল্পের সুবিধ নিতে পারবেন না। সম্পন্ন অযোগ্য বলে বিবেচিত করা হবে তাকে।
- ৪) প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় আবেদনকারী সর্বনিম্ন বয়স হতে হবে ১৮+ তারপরে এই প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় একজন উপভোক্তা যোগ্যভাবে আবেদন করতে পারবেন।
- ৫) প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় আবেদন করবার সময় ১৪০ টি বিশ্বকর্মা সম্প্রদায়ের যে কোন একটি অন্তর্ভুক্ত থাকতে হবে। এটা সম্পূর্ণ নিজের উপর ভিত্তি করেই সঠিক বেছে নিতে হবে।
- ৬) প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনে একজন আবেদনকারী কে কারিগরি বিদ্যায় দক্ষ থাকতে হবে তারপরে এই প্রকল্পে আবেদন করতে পারবেন।
প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় কীভাবে অর্থ প্রদান করা হবে একজন যোগ্য উপভোক্তাকে?
১)প্রধানমন্ত্রীর বিশ্বকর্মা এই প্রকল্পের মাধ্যমে বিশ্বকর্মা সম্প্রদায়ের ব্যক্তিদের ৩ লক্ষ টাকা পর্যন্ত খুব কম সুদে ঋণ দেওয়া হবে। এটি তাদের ব্যবসা বাড়াতে সাহায্য করবে।কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প শুরু করার অন্যতম লক্ষ প্রতিটি ক্ষুদ্র, মাঝারি ও নিম্ন ব্যবসায়ীদের ভালো করে গড়ে তোলা।
২) প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা সম্প্রদায় ভুক্ত লোকেদের দক্ষতা উন্নতির জন্য ট্রেনিং বা বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণ সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে করানো হবে। এই প্রশিক্ষণ দেওয়ার সময় এককালীন ১৫ হাজার টাকা স্টাইপেন্ড(Stipend) বা উপবৃত্তি পাওয়া যাবে।সেই টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে।
৩) পিএম বিশ্বকর্মা প্রকল্পে প্রথমে ঋণ হিসেবে ১ লক্ষ টাকা দেবেন কেন্দ্র সরকার এবং দ্বিতীয়বারের ঋণ হিসেবে ২ লক্ষ টাকা দেওয়া হবে। কেন্দ্রীয় সরকার জানিয়েছেন পিএম বিশ্বকর্মা প্রকল্পের মাধ্যমে কেউ ঋণ নিলে সুদের পরিমাণ হবে খুবই কম।
প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় কোন শিল্পীরা এই সুবিধা পাবেন?
প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পের স্কিমের অধীনে বা প্রকল্পের মধ্যে ১৮টি ব্যবসায় নিযুক্ত কারিগরদের সুবিধা প্রদান করা হবে, বলেই জানিয়েছেন কেন্দ্রীয় সরকার।
নিম্নে আলোচনা করা হলো:-
- ১) ছুতোর (যারা কাঠের কাজ করেন)।
- ২) অস্ত্রধারী।
- ৩) নৌকা প্রস্তুত কারক।
- ৪) কুমোর (যারা মাটির জিনিসপত্র তৈরি করেন)
- ৫) হাতুড়ি এবং টুল কিট প্রস্তুত করেন যারা।
- ৬) স্বর্ণকার (যারা সোনার কাজ করেন)।
- ৭) কামার (যারা লোহার কাজ করেন)।
- ৮) ঝুড়ি/মাদুর/ঝাড়ু প্রস্তুতকারী।
- ৯) পাথর খোদাইকারি।
- ১০)দর্জি (যিনি জামা কাপড় সেলাই করেন)।
- ১১) মুচি (চর্মকার বা জুতো সেলাই করেন যিনি)।
- ১২) রাজমিস্ত্রি।
- ১৩) ভাস্কর (যারা মূর্তি তৈরি করেন)
- ১৪) পুতুল ও খেলনা প্রস্তুতকারক। (ঐতিহ্যগত)
- ১৫) নাপিত (যিনি চুল দাঁড়ি কাটেন)।
- ১৬) মাছ ধরার নেট যিনি তৈরি করেন।
- ১৭) ধোবি (জিনিস জামা কাপড় ধোয়ার কাজ করেন)।
- ১৮) পাথর ভাঙ্গা।
পিএম বিশ্বকর্মা যোজনায় আবেদন করতে কি কি নথিপত্র লাগবে উপভোক্তাকে?
পিএম বিশ্বকর্মা যোজনায় আবেদন করতে কি কি নথিপত্র লাগবে উপভোক্তাকে?
১) আধার কার্ড।
২) প্যান কার্ড।
৩) পাসপোর্ট সাইজ ছবি।
৪) বসবাসের প্রমাণপত্র।
৫) জাতের শংসাপত্র।
৬) যোগাযোগের মোবাইল নম্বর ও ইমেইল(না থাকলেও হবে)
৭) ব্যাংক একাউন্টের প্রথম পাতা (পরিষ্কার হওয়া দরকার)
উপরে নিম্নলিখিত নথিপত্রগুলি থাকলেই আপনি আবেদন করতে পারবেন পিএম বিশ্বকর্মা যোজনায়।
WB SCHEME NEWS
WB SCHEME NEWS-এর প্রতিবেদন লিখি। আমি বিগত ৫বছর থেকে সমাজ মাধ্যমে কর্মরত। আমি এখন বর্তমানে এই Website -এ Article লিখা ও অন্যান্য কাজের সাথে যুক্ত।