বাংলার বাড়ি প্রকল্প, বিশেষ কথা:-
পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এর বর্তমানে গুরুত্বপূর্ণ প্রকল্প বাংলার বাড়ি প্রকল্প, কেন এ কথা বলছি বর্তমানে রাজনৈতিক মহলে এই নিয়ে তরজা শুরু হয়েছে। এবং এই প্রকল্পের উপভোক্তা কে নিয়ে বিভিন্ন রকম দুর্নীতির অভিযোগ উঠছে বিভিন্ন জেলায় জেলায়। এরই মধ্যে এগুলোকে এড়িয়ে রাজ্য সরকার ঠিকমতো কাজ করার চেষ্টা করছেন যাতে যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টেই টাকা যায়। এ নিয়ে অক্টোবর থেকে রাজ্য সরকারের নির্দেশেই আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে সমীক্ষা শুরু হয়ে যায় প্রত্যেকের জেলায় জেলায়।
হঠাৎ পশ্চিমবঙ্গ রাজ্যে পাঁচ জেলায় ছয় বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন থাকার কারণে নির্বাচনী আচরণবিধি করে দেয় সেই ৫(পাঁচ)জেলায়। সেজন্য সে সমস্ত জেলাগুলিতে সমীক্ষা বর্তমানে বন্ধ ছিল পরবর্তীতে তা পুনরায় সমীক্ষা করা হয়েছে। এই যোগ্য লিস্টে যে সমস্ত নাম থাকবে তারাই কি বাড়ি পাবেন বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে? ফাইনালিস্ট কবে প্রকাশিত হতে চলেছে আপনাদের সামনে? বাংলার বাড়ি প্রকল্পের টাকা কবে পাবেন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে? বিস্তারিতভাবে জানাতে চলেছে আমাদের প্রতিবেদনের মাধ্যমে।
Bangla Awas Yojana List 2024:- বাংলা আবাস যোজনা ২০২৪ সালে নতুন তালিকা
পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে রাজ্যের যে সমস্ত গরিব বা আর্থিক ভাবে পিছিয়ে থাকা শ্রেণীর মানুষদের আর্থিক সাহায্য করে থাকে পশ্চিমবঙ্গ সরকার বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে। এতদিন কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের মাধ্যমে রাজ্যবাসীকে ৬০% শতাংশ টাকা এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ৪০% শতাংশ টাকা দিয়ে পশ্চিমবঙ্গের যে সমস্ত পরিবার যোগ্য বাড়ি পাওয়া তাদেরকে বাড়ি তৈরির টাকা দিতেন।
কিন্তু কেন্দ্রীয় সরকার বিগত কয়েক আর্থিক বছর থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে কোনোরকম টাকা দেয় না প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এর মাধ্যমে। তাই রাজ্য সরকার ঘোষণা করেছিলেন চলতি বছর তথা ২০২৪ সালে যে কেন্দ্রীয় সরকার টাকা দিলে ভালোই এবং যদি না দেয় ডিসেম্বর মাসে রাজ্য সরকার দেবে। থেকে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না বলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নতুনভাবে সমীক্ষা করে পশ্চিমবঙ্গের যোগ্য উপভোক্তাদের টাকা দেওয়ার ব্যবস্থা করলেন।
বাংলার বাড়ি বা বাংলা আবাস যোজনায় লিস্ট ডাউনলোড:-
বাংলা আবাস যোজনা প্রকল্পের ২০২৪ সালের রাজ্য সরকারের নির্দেশে সমীক্ষা হয়ে যাওয়ার পর রাজ্যের প্রতিটি জেলাতে ব্লক ভিত্তিক অস্থায়ী লিস্ট প্রকাশিত করেছিল। এবার আপনার সেখানে নাম রয়েছে কিনা কীভাবে চেক করবেন তার ডিটেলস আলোচনা আমাদের আজকের এই প্রতিবেদনে। এই তালিকায় আপনার নাম রয়েছে কিনা তা জানতে পারবেন আপনি সরাসরি আপনার জেলার ওয়েবসাইটে।
এখানে বিভিন্ন রকম পদ্ধতিতে লিস্ট দেখতে পাবেন যেমন পিডিএফ আকারেও লিস্ট থাকে,Google Excel file এও লিস্ট থাকে। তাই আপনাকে অবশ্যই বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে লিস্ট করার জন্য আমাদের প্রতিবেদনের নিচে প্রত্যেকটি জেলার লিঙ্ক দেয়া রয়েছে।
Table of Contents
বাংলার বাড়ি প্রকল্পের কোন লিস্ট কি কাজের?
- বাংলার বাড়ি প্রকল্পের বর্তমানে তিন রকমের লিস্ট প্রকাশিত করেছে রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তর।
- ১)যোগ্য
- ২)অযোগ্য
- ৩)নিষ্ক্রিয়
- আলোচনা:-
- ১)প্রথমটা হচ্ছে যোগ্য লিস্ট যে সমস্ত উপভোক্তার নাম ইতিমধ্যেই লিস্টে চলে এসেছে যোগ্য। এর মানে আপনাদের বুঝে নিতে হবে বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে আপনি একজন টাকা পাওয়ার জন্য সঠিক উপভোক্তা।
- ২) এরপরেই রয়েছে অযোগ্য লিস্ট এর মানে হচ্ছে আপনার বাড়িতে সমীক্ষা চালিয়েছে রাজ্যের প্রশাসন তারপরে দেখা গেছে আপনি প্রকল্পের যোগ্য নন বিভিন্ন কারণে। তাই যদি কোন ব্যক্তি এই লিস্টে নাম রয়েছে কিন্তু তিনি যোগ্য তাহলে সেটা ৩ তারিখের মধ্যে অভিযোগ নিয়েছেন বা দিয়েছেন ব্লকে। যাদের মনে হয়েছে আপনারা যোগ্য অথচ অযোগ্যতা নাম রয়েছে শুধু তারাই এই কাজটি করেছেন।
- ৩) এর পরে হচ্ছে নিষ্ক্রিয়:- নিষ্ক্রিয় লিস্টে সেই সমস্ত ব্যক্তিদের নাম রয়েছে তাদের বিভিন্ন কারণে নিষ্ক্রিয় লিস্টে নাম গেছে প্রথম কথা হচ্ছে যদি কোন ব্যক্তি নিজস্ব জায়গাতে আবেদন করে থাকেন পরবর্তীকালে দেখা যাচ্ছে আপনি সেই জায়গাতে আর থাকেননি। এই বলে রাজ্যের প্রশাসন আপনাকে নিষ্ক্রিয় ঘোষণা করতে পারে তাছাড়া যদি কারণ উপভোক্তার নাম ছিল পরবর্তীতে তিনি মারা যান এবং তার যে ওয়ারিশ রয়েছেন তাদের মধ্যে কে বাড়ি পাবে সেটাও বিবেচনা করতে পারছেন না বলেই এদেরকে নিষ্ক্রিয় লিস্টে রাখা হয়েছে।
বাংলার বাড়ি প্রকল্পের লিস্ট এবার থেকে ডাউনলোড শুরু:-
নিচে আপনারা প্রত্যেকে জেলাভিত্তিক ও ব্লক ভিত্তিক লিস্ট দেখতে পাবেন তবে এর মধ্যে অনেক ব্লক এমনও রয়েছে যেখানে পঞ্চায়েত ভিত্তিক লিস্ট দেয়া রয়েছে। তাই আপনি অবশ্যই মাথায় রাখবেন এই প্রকল্পের মাধ্যমে কোনোরূপভাবে আপনাদের সিঙ্গেল ভাবে লিস্ট দেয়া সম্ভব নয়। আপনারা সম্পন্ন প্রতিবেদন পড়ুন এবং আপনার যা জেলা সেই ওয়েবসাইটের উপরে গিয়ে আপনাদের সরাসরি লিস্ট রয়েছে এখান থেকে আপনি আপনার লিস্ট ডাউনলোড করুন।
আলিপুরদুয়ার জেলা বাংলা আবাস যোজনা লিস্ট (Alipurduar District Bangla Awas Yojana list):-
- আলিপুরদুয়ার জেলায় বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট এখনো পর্যন্ত প্রকাশ করেনি ওয়েবসাইটে।
- আলিপুরদুয়ার জেলার লিস্ট দেখার জন্য এই জেলার অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
- আলিপুরদুয়ার জেলা ওয়েবসাইটে এরপর নোটিফিকেশন অপশনে ক্লিক করতে হবে। তারপর অ্যানাউন্সমেন্ট অপশন এ ক্লিক করতে হবে।
- আলিপুরদুয়ার জেলায় যখন লিস্ট প্রকাশ করবে এখানে দেখা যাবে, ব্লক ভিত্তিক লিস্ট এই অপশনগুলি থেকেই ডাউনলোড করে দেখতে হবে।
আলিপুরদুয়ার জেলার Announcement Website Link:- এখানে ক্লিক করুন👈
বাঁকুড়া জেলা বাংলা আবাস যোজনা লিস্ট (Bankura District Bangla Awas Yojana list):-
- বাঁকুড়া জেলায় বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট এখনো পর্যন্ত প্রকাশ করেনি ওয়েবসাইটে।
- বাঁকুড়া জেলার লিস্ট দেখার জন্য এই জেলার অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
- বাঁকুড়া জেলা ওয়েবসাইটে এরপর নোটিফিকেশন অপশনে ক্লিক করতে হবে। তারপর অ্যানাউন্সমেন্ট অপশন এ ক্লিক করতে হবে।
- বাঁকুড়া জেলায় যখন লিস্ট প্রকাশ করবে এখানে দেখা যাবে, ব্লক ভিত্তিক লিস্ট এই অপশনগুলি থেকেই ডাউনলোড করে দেখতে হবে।
বাঁকুড়া জেলার Announcement Website Link:- এখানে ক্লিক করুন👈
বীরভূম জেলা বাংলা আবাস যোজনা লিস্ট (Birbhum District Bangla Awas Yojana list):-
- বীরভূম জেলার বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট ইতিমধ্যেই প্রকাশ করেছে ওয়েবসাইটে।
- বীরভূম জেলার লিস্ট দেখার জন্য এই জেলার অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
- বীরভূম জেলা ওয়েবসাইটে এরপর নোটিফিকেশন অপশনে ক্লিক করতে হবে। তারপর অ্যানাউন্সমেন্ট অপশন এ ক্লিক করতে হবে।
- বীরভূম জেলায় যখন লিস্ট প্রকাশ করবে এখানে দেখা যাবে, ব্লক ভিত্তিক লিস্ট এই অপশনগুলি থেকেই ডাউনলোড করে দেখতে হবে।
বীরভূম জেলার LIST DIRECT LINK:- এখানে ক্লিক করুন👈
কোচবিহার জেলা বাংলা আবাস যোজনা লিস্ট (Coochbehar District Bangla Awas Yojana list):-
- কোচবিহার জেলায় বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট এখনো পর্যন্ত প্রকাশ করেনি ওয়েবসাইটে।
- কোচবিহার জেলার লিস্ট দেখার জন্য এই জেলার অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
- কোচবিহার জেলা ওয়েবসাইটে এরপর নোটিফিকেশন অপশনে ক্লিক করতে হবে। তারপর অ্যানাউন্সমেন্ট অপশন এ ক্লিক করতে হবে।
- কোচবিহার জেলায় যখন লিস্ট প্রকাশ করবে এখানে দেখা যাবে, ব্লক ভিত্তিক লিস্ট এই অপশনগুলি থেকেই ডাউনলোড করে দেখতে হবে।
কোচবিহার জেলার LIST DIRECT LINK:- এখানে ক্লিক করুন👈
দক্ষিণ দিনাজপুর জেলা বাংলা আবাস যোজনা লিস্ট (Dakshin Dinajpur District Bangla Awas Yojana list):-
- দক্ষিণ দিনাজপুর জেলার বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট ইতিমধ্যেই প্রকাশ করেছে ওয়েবসাইটে।
- দক্ষিণ দিনাজপুর জেলার লিস্ট দেখার জন্য এই জেলার অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
- দক্ষিণ দিনাজপুর জেলা ওয়েবসাইটে এরপর নোটিফিকেশন অপশনে ক্লিক করতে হবে। তারপর অ্যানাউন্সমেন্ট অপশন এ ক্লিক করতে হবে।
- দক্ষিণ দিনাজপুর জেলায় যখন লিস্ট প্রকাশ করবে এখানে দেখা যাবে, ব্লক ভিত্তিক লিস্ট এই অপশনগুলি থেকেই ডাউনলোড করে দেখতে হবে।
- বিশেষ ঘোষণা:- শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর জেলার লিস্ট আপনারা ডাউনলোড করতে গেলে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক লিস্ট ডাউনলোড করতে হবে।
দক্ষিণ দিনাজপুর LIST DIRECT LINK:- এখানে ক্লিক করুন👈
দার্জিলিং জেলা বাংলা আবাস যোজনা লিস্ট (Darjeeling District Bangla Awas Yojana list):-
- দার্জিলিং জেলার বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট ইতিমধ্যেই প্রকাশ করেছে ওয়েবসাইটে।
- দার্জিলিং জেলার লিস্ট দেখার জন্য এই জেলার অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
- দার্জিলিং জেলা ওয়েবসাইটে এরপর নোটিফিকেশন অপশনে ক্লিক করতে হবে। তারপর অ্যানাউন্সমেন্ট অপশন এ ক্লিক করতে হবে।
- দার্জিলিং জেলায় যখন লিস্ট প্রকাশ করবে এখানে দেখা যাবে, ব্লক ভিত্তিক লিস্ট এই অপশনগুলি থেকেই ডাউনলোড করে দেখতে হবে।
দার্জিলিং জেলার LIST DIRECT LINK:- এখানে ক্লিক করুন👈
হুগলী জেলা বাংলা আবাস যোজনা লিস্ট (Hooghly District Bangla Awas Yojana list):-
- হুগলী জেলার বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট ইতিমধ্যেই প্রকাশ করেছে ওয়েবসাইটে।
- হুগলী জেলার লিস্ট দেখার জন্য এই জেলার অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
- হুগলী জেলা ওয়েবসাইটে এরপর নোটিফিকেশন অপশনে ক্লিক করতে হবে। তারপর অ্যানাউন্সমেন্ট অপশন এ ক্লিক করতে হবে।
- হুগলী জেলায় যখন লিস্ট প্রকাশ করবে এখানে দেখা যাবে, ব্লক ভিত্তিক লিস্ট এই অপশনগুলি থেকেই ডাউনলোড করে দেখতে হবে।
- বিশেষ ঘোষণা:- শুধুমাত্র হুগলী জেলার লিস্ট আপনারা ডাউনলোড করতে গেলে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক লিস্ট ডাউনলোড করতে হবে।
হুগলী জেলার LIST DIRECT LINK:- এখানে ক্লিক করুন👈
হাওড়া জেলা বাংলা আবাস যোজনা লিস্ট (Howrah District Bangla Awas Yojana list):-
- হাওড়া জেলার বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট ইতিমধ্যেই প্রকাশ করেছে ওয়েবসাইটে।
- হাওড়া জেলার লিস্ট দেখার জন্য এই জেলার অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
- হাওড়া জেলা ওয়েবসাইটে এরপর নোটিফিকেশন অপশনে ক্লিক করতে হবে। তারপর অ্যানাউন্সমেন্ট অপশন এ ক্লিক করতে হবে।
- হাওড়া জেলায় যখন লিস্ট প্রকাশ করবে এখানে দেখা যাবে, ব্লক ভিত্তিক লিস্ট এই অপশনগুলি থেকেই ডাউনলোড করে দেখতে হবে।
হাওড়া জেলার LIST DIRECT LINK:- এখানে ক্লিক করুন👈
জলপাইগুড়ি জেলা বাংলা আবাস যোজনা লিস্ট (Jalpaiguri District Bangla Awas Yojana list):-
- জলপাইগুড়ি জেলার বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট ইতিমধ্যেই প্রকাশ করেছে ওয়েবসাইটে।
- জলপাইগুড়ি জেলার লিস্ট দেখার জন্য এই জেলার অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
- জলপাইগুড়ি জেলা ওয়েবসাইটে এরপর নোটিফিকেশন অপশনে ক্লিক করতে হবে। তারপর অ্যানাউন্সমেন্ট অপশন এ ক্লিক করতে হবে।
- জলপাইগুড়ি জেলায় যখন লিস্ট প্রকাশ করবে এখানে দেখা যাবে, ব্লক ভিত্তিক লিস্ট এই অপশনগুলি থেকেই ডাউনলোড করে দেখতে হবে।
জলপাইগুড়ি জেলার LIST DIRECT LINK:- এখানে ক্লিক করুন👈
আরও পড়ুন:– Bangla Shashya Bima Status Cheak online. বাংলা শস্য বীমা ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন কিনা চেক করুন।
ঝাড়গ্রাম জেলা বাংলা আবাস যোজনা লিস্ট (Jhargram District Bangla Awas Yojana list):-
- ঝাড়গ্রাম জেলার বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট ইতিমধ্যেই প্রকাশ করেছে ওয়েবসাইটে।
- ঝাড়গ্রাম জেলার লিস্ট দেখার জন্য এই জেলার অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
- ঝাড়গ্রাম জেলা ওয়েবসাইটে এরপর নোটিফিকেশন অপশনে ক্লিক করতে হবে। তারপর অ্যানাউন্সমেন্ট অপশন এ ক্লিক করতে হবে।
- ঝাড়গ্রাম জেলায় যখন লিস্ট প্রকাশ করবে এখানে দেখা যাবে, ব্লক ভিত্তিক লিস্ট এই অপশনগুলি থেকেই ডাউনলোড করে দেখতে হবে।
ঝাড়গ্রাম জেলার LIST DIRECT LINK:- এখানে ক্লিক করুন👈
কালিংপং জেলা বাংলা আবাস যোজনা লিস্ট (Kalimpong District Bangla Awas Yojana list):-
- কালিংপং জেলায় বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট এখনো পর্যন্ত প্রকাশ করেনি ওয়েবসাইটে।
- কালিংপং জেলার লিস্ট দেখার জন্য এই জেলার অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
- কালিংপং জেলা ওয়েবসাইটে এরপর নোটিফিকেশন অপশনে ক্লিক করতে হবে। তারপর অ্যানাউন্সমেন্ট অপশন এ ক্লিক করতে হবে।
- কালিংপং জেলায় যখন লিস্ট প্রকাশ করবে এখানে দেখা যাবে, ব্লক ভিত্তিক লিস্ট এই অপশনগুলি থেকেই ডাউনলোড করে দেখতে হবে।
কালিংপং জেলার LIST DIRECT LINK:- এখানে ক্লিক করুন👈
মালদা জেলা বাংলা আবাস যোজনা লিস্ট (Malda District Bangla Awas Yojana list):-
- মালদা জেলার বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট ইতিমধ্যেই প্রকাশ করেছে ওয়েবসাইটে।
- মালদা জেলার লিস্ট দেখার জন্য এই জেলার অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
- মালদা জেলা ওয়েবসাইটে এরপর নোটিফিকেশন অপশনে ক্লিক করতে হবে। তারপর অ্যানাউন্সমেন্ট অপশন এ ক্লিক করতে হবে।
- মালদা জেলায় যখন লিস্ট প্রকাশ করবে এখানে দেখা যাবে, ব্লক ভিত্তিক লিস্ট এই অপশনগুলি থেকেই ডাউনলোড করে দেখতে হবে।
মালদা জেলার LIST DIRECT LINK:- এখানে ক্লিক করুন👈
মুর্শিদাবাদ জেলা বাংলা আবাস যোজনা লিস্ট (Murshidabad District Bangla Awas Yojana list):-
- মুর্শিদাবাদ জেলার বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট ইতিমধ্যেই প্রকাশ করেছে ওয়েবসাইটে।
- মুর্শিদাবাদ জেলার লিস্ট দেখার জন্য এই জেলার অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
- মুর্শিদাবাদ জেলা ওয়েবসাইটে এরপর নোটিফিকেশন অপশনে ক্লিক করতে হবে। তারপর অ্যানাউন্সমেন্ট অপশন এ ক্লিক করতে হবে।
- মুর্শিদাবাদ জেলায় যখন লিস্ট প্রকাশ করবে এখানে দেখা যাবে, ব্লক ভিত্তিক লিস্ট এই অপশনগুলি থেকেই ডাউনলোড করে দেখতে হবে।
মুর্শিদাবাদ জেলার LIST DIRECT LINK:- এখানে ক্লিক করুন👈
উত্তর ২৪ পরগনা জেলা বাংলা আবাস যোজনা লিস্ট (North 24 Parganas District Bangla Awas Yojana list):-
- উত্তর ২৪ পরগনা জেলার বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট ইতিমধ্যেই প্রকাশ করেছে ওয়েবসাইটে।
- উত্তর ২৪ পরগনা জেলার লিস্ট দেখার জন্য এই জেলার অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
- উত্তর ২৪ পরগনা জেলা ওয়েবসাইটে এরপর নোটিফিকেশন অপশনে ক্লিক করতে হবে। তারপর অ্যানাউন্সমেন্ট অপশন এ ক্লিক করতে হবে।
- উত্তর ২৪ পরগনা জেলায় যখন লিস্ট প্রকাশ করবে এখানে দেখা যাবে, ব্লক ভিত্তিক লিস্ট এই অপশনগুলি থেকেই ডাউনলোড করে দেখতে হবে।
উত্তর ২৪ পরগনা জেলা LIST DIRECT LINK:- এখানে ক্লিক করুন👈
পশ্চিম বর্ধমান জেলা বাংলা আবাস যোজনা লিস্ট (Paschim Bardhaman District Bangla Awas Yojana list):-
আরও পড়ুন:–Lakshmir Bhandar December Month Payment Final date. লক্ষীর ভান্ডার প্রকল্পে টাকা কবে দেবে ডিসেম্বর মাসে?লক্ষীর ভান্ডার দ্বিগুন করলো?
- পশ্চিম বর্ধমান জেলার বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট ইতিমধ্যেই প্রকাশ করেছে ওয়েবসাইটে।
- পশ্চিম বর্ধমান জেলার লিস্ট দেখার জন্য এই জেলার অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
- পশ্চিম বর্ধমান জেলা ওয়েবসাইটে এরপর নোটিফিকেশন অপশনে ক্লিক করতে হবে। তারপর অ্যানাউন্সমেন্ট অপশন এ ক্লিক করতে হবে।
- পশ্চিম বর্ধমান জেলায় যখন লিস্ট প্রকাশ করবে এখানে দেখা যাবে, ব্লক ভিত্তিক লিস্ট এই অপশনগুলি থেকেই ডাউনলোড করে দেখতে হবে।
পশ্চিম বর্ধমান জেলা LIST DIRECT LINK:- এখানে ক্লিক করুন👈
পশ্চিম মেদিনীপুর জেলা বাংলা আবাস যোজনা লিস্ট (Paschim medinipur District Bangla Awas Yojana list):-
- পশ্চিম মেদিনীপুর জেলার বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট ইতিমধ্যেই প্রকাশ করেছে ওয়েবসাইটে।
- পশ্চিম মেদিনীপুর জেলার লিস্ট দেখার জন্য এই জেলার অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
- পশ্চিম মেদিনীপুর জেলা ওয়েবসাইটে এরপর নোটিফিকেশন অপশনে ক্লিক করতে হবে। তারপর অ্যানাউন্সমেন্ট অপশন এ ক্লিক করতে হবে।
- পশ্চিম মেদিনীপুর জেলায় যখন লিস্ট প্রকাশ করবে এখানে দেখা যাবে, ব্লক ভিত্তিক লিস্ট এই অপশনগুলি থেকেই ডাউনলোড করে দেখতে হবে।
পশ্চিম মেদিনীপুর জেলা LIST DIRECT LINK:- এখানে ক্লিক করুন👈
পূর্ব মেদিনীপুর জেলা বাংলা আবাস যোজনা লিস্ট (Purba medinipur District Bangla Awas Yojana list):-
- পূর্ব মেদিনীপুর জেলার বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট ইতিমধ্যেই প্রকাশ করেছে ওয়েবসাইটে।
- পূর্ব মেদিনীপুর জেলার লিস্ট দেখার জন্য এই জেলার অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
- পূর্ব মেদিনীপুর জেলা ওয়েবসাইটে এরপর নোটিফিকেশন অপশনে ক্লিক করতে হবে। তারপর অ্যানাউন্সমেন্ট অপশন এ ক্লিক করতে হবে।
- পূর্ব মেদিনীপুর জেলায় যখন লিস্ট প্রকাশ করবে এখানে দেখা যাবে, ব্লক ভিত্তিক লিস্ট এই অপশনগুলি থেকেই ডাউনলোড করে দেখতে হবে।
পূর্ব মেদিনীপুর জেলা LIST DIRECT LINK:- এখানে ক্লিক করুন👈
পুরুলিয়া জেলা বাংলা আবাস যোজনা লিস্ট (Purulia District Bangla Awas Yojana list):-
- পুরুলিয়া জেলার বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট ইতিমধ্যেই প্রকাশ করেছে ওয়েবসাইটে।
- পুরুলিয়া জেলার লিস্ট দেখার জন্য এই জেলার অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
- পুরুলিয়া জেলা ওয়েবসাইটে এরপর নোটিফিকেশন অপশনে ক্লিক করতে হবে। তারপর অ্যানাউন্সমেন্ট অপশন এ ক্লিক করতে হবে।
- পুরুলিয়া জেলায় যখন লিস্ট প্রকাশ করবে এখানে দেখা যাবে, ব্লক ভিত্তিক লিস্ট এই অপশনগুলি থেকেই ডাউনলোড করে দেখতে হবে।
পুরুলিয়া জেলা LIST DIRECT LINK:- এখানে ক্লিক করুন👈
দক্ষিণ ২৪ পরগনা জেলা বাংলা আবাস যোজনা লিস্ট (South 24 parganas District Bangla Awas Yojana list):-
- দক্ষিণ ২৪ পরগনা জেলার বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট ইতিমধ্যেই প্রকাশ করেছে ওয়েবসাইটে।
- দক্ষিণ ২৪ পরগনা জেলার লিস্ট দেখার জন্য এই জেলার অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
- দক্ষিণ ২৪ পরগনা জেলা ওয়েবসাইটে এরপর নোটিফিকেশন অপশনে ক্লিক করতে হবে। তারপর অ্যানাউন্সমেন্ট অপশন এ ক্লিক করতে হবে।
- দক্ষিণ ২৪ পরগনা জেলায় যখন লিস্ট প্রকাশ করবে এখানে দেখা যাবে, ব্লক ভিত্তিক লিস্ট এই অপশনগুলি থেকেই ডাউনলোড করে দেখতে হবে।
দক্ষিণ ২৪ পরগনা জেলা LIST DIRECT LINK:- এখানে ক্লিক করুন👈
উত্তর দিনাজপুর জেলা বাংলা আবাস যোজনা লিস্ট (Purulia District Bangla Awas Yojana list):-
- উত্তর দিনাজপুর জেলার বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট ইতিমধ্যেই প্রকাশ করেছে ওয়েবসাইটে।
- উত্তর দিনাজপুর জেলার লিস্ট দেখার জন্য এই জেলার অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
- উত্তর দিনাজপুর জেলা ওয়েবসাইটে এরপর নোটিফিকেশন অপশনে ক্লিক করতে হবে। তারপর অ্যানাউন্সমেন্ট অপশন এ ক্লিক করতে হবে।
- উত্তর দিনাজপুর জেলায় যখন লিস্ট প্রকাশ করবে এখানে দেখা যাবে, ব্লক ভিত্তিক লিস্ট এই অপশনগুলি থেকেই ডাউনলোড করে দেখতে হবে।
উত্তর দিনাজপুর জেলা LIST DIRECT LINK:- এখানে ক্লিক করুন👈
Bangla Awas Yojana List 2024
বাংলার বাড়ি প্রকল্প, বিশেষ কথা:-
পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এর বর্তমানে গুরুত্বপূর্ণ প্রকল্প বাংলার বাড়ি প্রকল্প, কেন এ কথা বলছি বর্তমানে রাজনৈতিক মহলে এই নিয়ে তরজা শুরু হয়েছে। এবং এই প্রকল্পের উপভোক্তা কে নিয়ে বিভিন্ন রকম দুর্নীতির অভিযোগ উঠছে বিভিন্ন জেলায় জেলায়। এরই মধ্যে এগুলোকে এড়িয়ে রাজ্য সরকার ঠিকমতো কাজ করার চেষ্টা করছেন যাতে যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টেই টাকা যায়। এ নিয়ে অক্টোবর থেকে রাজ্য সরকারের নির্দেশেই আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে সমীক্ষা শুরু হয়ে যায় প্রত্যেকের জেলায় জেলায়।
Website | Click Now |
WB SCHEME NEWS
WB SCHEME NEWS-এর প্রতিবেদন লিখি। আমি বিগত ৫বছর থেকে সমাজ মাধ্যমে কর্মরত। আমি এখন বর্তমানে এই Website -এ Article লিখা ও অন্যান্য কাজের সাথে যুক্ত।