Bangla Awas Yojana List 2024:- বাংলার বাড়ি প্রকল্পের লিস্ট ডাউনলোড করুন। বাংলা আবাস যোজনা টাকা কবে দেবে? 2024

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Bangla Awas Yojana New List :কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে কয়েক আর্থিক বছর থেকে টাকা না দেওয়ার কারণে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নিজেই সিদ্ধান্ত নিয়েছেন এবার পশ্চিমবঙ্গের ১২ লক্ষ পরিবারদের নিজেই টাকা দেবেন তথা পশ্চিমবঙ্গ রাজ্যের কোশাগার থেকেই টাকা দেবেন।

এই প্রকল্পের মাধ্যমে পুরো রাজ্য জুড়ে প্রায় ১২ লক্ষ উপভোক্তা উপকৃত হতে চলেছেন এবং তার যে প্রথম কিস্তির টাকা ₹60,000 সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে রিলিজ করতে চলেছেন রাজ্য সরকার আগামী ১৫ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর।

Bangla Awas Yojana New List Update

পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে ১১ লক্ষ ৩২ হাজার বাড়ির সার্ভে কভার কথা ছিল পরবর্তীতে তা দেখা যায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নির্দেশে 12 লক্ষ করা হয়। ঠিক রাজ্যের ঘোষণা মতে বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে সমীক্ষা শুরু হয়ে যায়|

আরও পড়ুন:Bangla Awas Yojana List 2024: বাংলার বাড়ি প্রকল্পের নতুন লিস্ট কিভাবে ডাউনলোড করবেন? Bangla Awas Yojana List Download 2024

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

রাজ্যের প্রতিটি জেলায়। তারপরে ৫ জেলায় ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন থাকার জন্যই সেগুলোতে নির্বাচনী আচরণবিধি লাঘু হয়ে যায়। তারপরে আগামীতে নির্বাচন আচরণবিধি শেষ হওয়ার পরে সেই সমস্ত জেলায় সমীক্ষা শুরু হয়ে লিস্ট প্রকাশিত করেছে জেলা শাসক।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পে যে সমস্ত যোগ্য উপভোক্তাদের নাম রয়েছে তাদের মোবাইল ফোনে এসএমএস (SMS) পাঠাচ্ছে রাজ্য সরকার। অযোগ্য ব্যক্তিদের কোন মতে এই প্রকল্পের মাধ্যমে এসএমএস (SMS) আসবে না তার কারণ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চায় বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে স্বচ্ছতা এবং সেই স্বচ্ছতা আনতে এই নতুন ও কড়া পদক্ষেপ এর আগে কোন প্রকল্পে পদক্ষেপ নেওয়া হয়নি।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই এসএমএস (SMS) মাধ্যমটি শুরু করেছেন এই জন্যই যাদের যে সমস্ত উপভোক্তা নাম রয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে যাতে টাকা যায় কিছুদিন আগে আপনারা দেখলেন তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে তথা ট্যাব কেলেঙ্কারিতে অনেক জায়গা থাকা অন্যান্য জায়গায় জালিয়াতিদের হাতে চলে যাওয়া এই রাজ্য সরকারের অনেক ক্ষোভ।

সে জালিয়াতি মেলাতে বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে যাদের যোগ্য প্রবক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেয় সেই ব্যবস্থা রাজ্য সরকার করলেন। যদি আপনার ফোনে এসএমএস SMS আসে তবে আপনি সেই এসএমএসে SMS দেখতে পাবেন একটি লিংক রয়েছে সেখানে ক্লিক করে সরাসরি একটি ওয়েবসাইটে নিয়ে যাবে সেখানে আপনার আধার এবং যাবতীয় তথ্য ভালো করে দেখে নেবেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সহ সমস্ত নথি।

Bangla Awas Yojana New List Update
Bangla Awas Yojana New List Update

যদি আপনি না জানেন অন্যকে দিয়ে করাবেন বা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পঞ্চায়েত ডিপার্টমেন্টের তরফ থেকে জানানো হয়েছে যে পঞ্চায়েতে শিবির খোলা হবে। তবে আপনি যদি নিজে পারেন তো এসএমএস SMS এর লিংকে ক্লিক করে সরাসরি ডিটেলস চেক করার পরে। মুচলেকা দিতে হবে তথা আপনাকে এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য করছে বাড়ি তৈরি করবার জন্য তা সেখানে উল্লিখিত রয়েছে এবং সেখানে আপনাকে Verification করতে হবে। Term’s & conditions না মানলে পাওয়া যাবেনা সুবিধা।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

আরও পড়ুন:বাংলার বাড়ি প্রকল্পের লিস্ট ডাউনলোড করুন। বাংলা আবাস যোজনা টাকা কবে দেবে? Bangla Awas Yojana New List

পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যেহেতু নিজস্ব তহবিল থেকে 12 লক্ষ পরিবারদের বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে টাকা দিতে চলেছেন। মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্পের প্রসঙ্গ টেনে নবান্ন সভাঘরে সরাসরি বৈঠক করেন আধিকারিকদের নিয়ে এবং সেখানে জানান বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেরি করলে হবে না ।

বি:দ্র:- Bangla Awas Yojana List 2024

বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাওয়ার আগে অবশ্যই মাথায় রাখবেন যেই নম্বর দিয়ে আপনি বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে সমীক্ষা করিয়েছেন সেই নম্বরে রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে আপনাকে একটি মেসেজ পাঠানো হবে। সেখানে আপনাকে লিংকে ক্লিক করে সরাসরি যে মুচলেকা ফর্মটা ফিলাপ করতে হবে। এটা না করলে আপনাদের বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে টাকা অনুরূপ রাজ্য সরকার দেবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে কারণ এখানে সমস্ত কিছু ডিটেলস আপনার রয়েছে যেমন:- ব্যাংক অ্যাকাউন্ট, আধার কার্ড ডিটেইলস, মুচলেকার সম্পন্ন তথ্য ইত্যাদি। তাই আপনাকে এই ফর্মটি অবশ্যই পূরণ করে সরাসরি অনলাইনের মাধ্যমে আপনাকে রাজ্য সরকারকে মুচলেকা দিতে হবে।

প্রথমত আপনার বাড়ি যদি সমীক্ষা হয়ে থাকে এই প্রকল্পের মাধ্যমে তাহলে আপনি নিশ্চিন্তে বাড়ি পাবেন কারণ আপনার সমীক্ষা যদি সঠিকভাবে সফলভাবে হয়ে যায়, সে ক্ষেত্রে আপনার নাম নিশ্চয়ই এই প্রকল্পের লিস্টেও আসবে। এই জন্য প্রত্যেকে পরিবারকে জানানো যাচ্ছে যে আপনারা আপনাদের সঠিক লিস্ট অর্থাৎ ফাইনাল লিস্ট বাংলার বাড়ি প্রকল্পের দেখে নেবেন

সেখানে যদি আপনার নাম থাকে এবং সেখানে যদি যোগ্য লেখা থাকে তাহলে আপনি এই প্রকল্পের বাড়ি পাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন এই প্রকল্পের মাধ্যমে ব্যাংক একাউন্টে টাকা পেতে হলে আপনাকে অবশ্যই আপনার বাড়ির লিস্ট চেক করতে হবে

Bangla Awas Yojana List Cheak Online:-

আপনারা আপনাদের যে জেলা তার উপরে ক্লিক করলেই চলে যাবেন সেই জেলার অফিসিয়াল ওয়েবসাইটে। তারপর সেখান থেকেই প্রথমত আপনার সামনে চলে আসবে বিভিন্ন অপশন।

এরপরে আপনি নোটিশ অপশনে ক্লিক করবেন। নোটিশ অপশনে যদি না আসে তাহলে পরবর্তীতে আপনার সেখান থেকে অন্য জায়গায় কিংবা ওয়েবসাইটের প্রথমের ইন্টারফেস এ দেখতে পাবেন।

Bangla Awas Yojana New List Update

Bangla Awas Yojana New List : কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে কয়েক আর্থিক বছর থেকে টাকা না দেওয়ার কারণে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নিজেই সিদ্ধান্ত নিয়েছেন এবার পশ্চিমবঙ্গের ১২ লক্ষ পরিবারদের নিজেই টাকা দেবেন তথা পশ্চিমবঙ্গ রাজ্যের কোশাগার থেকেই টাকা দেবেন।

WebsiteClick Now

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

WB SCHEME NEWS

WB SCHEME NEWS-এর প্রতিবেদন লিখি। আমি বিগত ৫বছর থেকে সমাজ মাধ্যমে কর্মরত। আমি এখন বর্তমানে এই Website -এ Article লিখা ও অন্যান্য কাজের সাথে যুক্ত।

Leave a Comment