Pm kisan Yojana: ৬ হাজারের বদলে ১২০০০ টাকা দেবে কেন্দ্র? প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় বাড়ছে ভাতা?
Budget 2025-26: কেন্দ্রীয় সরকার এতদিন পর্যন্ত প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের আওতায় প্রত্যেক বছরের যোগ্য কৃষকদের ৬০০০ টাকা ভাতা দিয়ে আসছিলেন। এবার দাবি উঠছে ছয় হাজারের বদলে ১২০০০ টাকা করার। এবং সরাসরি এই দাবি তুলছেন কৃষক সংগঠনগুলি। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ২০২৫ আর্থিক বছরে কৃষকদের জন্য সুখবর আনতে চলেছে? কি বলা হচ্ছে বিস্তারিত জানুন প্রতিবেদনে।
Pm kisan samman nidhi benefit details:
Union Budget 2025-26: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা শীতারামন পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে 2025-26 আর্থিক বছরে সম্ভবত আগামী ফেব্রুয়ারি মাসের ১তারিখে। ইতিমধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দুটি বৈঠক সেরে ফেলেছেন Union Budget নিয়ে। বিগত ৭ই ডিসেম্বর শনিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কৃষক ইউনিয়ন, কৃষি অর্থনীতিবিদদের সঙ্গে দেখা করেন, এমনকি বিভিন্ন কৃষক সংগঠনে।
এই পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের (Pm kisan samman Nidhi) প্রসঙ্গে বৈঠক করেন তিনি। আর এর মাধ্যমে আগামী বাজেটে কৃষকদের পক্ষ থেকে কিছু প্রত্যাশা দাবির কথা জানানো হয়েছে কৃষক সংগঠনের দিক থেকে। কৃষক এমন একটা সম্পদ যেখানে কৃষক যদি কোন রকম চাষাবাদ না করে তাহলে দেশের অর্থনীতিতে অনেকটাই প্রভাব পড়বে। এবং এই নিয়ে ইতিমধ্যেই কৃষক সংগঠনগুলি পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের (Pm kisan samman Nidhi) টাকা বাড়ানোর উদ্দেশ্যে দাবি জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে।
Table of Contents
Pm kisan scheme benefit double!
Pm kisan samman Nidhi: কৃষকদের চাহিদা, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সাথে টানা দুই ঘন্টা বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নিবিড় আলোচনা করেন কৃষকদের স্বার্থে। কৃষকদের চাহিদা পূরণের নিয়ে দীর্ঘ বিস্তারিতভাবে আলোচনা করেন কৃষক সংগঠনের সাথে। কৃষকদের আর্থিকভাবে সাহায্য করা যায় বেশি পরিমানে, কৃষি কি আরো কিভাবে লাভজনক করা যায় এবং কৃষকদের আর্থিকভাবে সহায়তা দেওয়া যায় তা নিশ্চিত করবার জন্য এই বৈঠক।
কৃষিজ সমাজের চেয়ারম্যান অজয় বীর জাখোর বিনিয়োগকারীদের ওপরে জোর দেওয়ার চেষ্টা করেছেন এই বৈঠকে। এতে কৃষকদের চাহিদার উপরে জোর দেওয়ার কথা এজন্যই বলা হচ্ছে যাতে কৃষকদের যে সমস্ত আর্থিক সাহায্যে প্রকল্পগুলো রয়েছে তা কিভাবে আরো কৃষকদেরকে লাভজনক করে তুলবে তার উদ্দেশ্যে বিভিন্ন বৈঠক সেরে ফেলেছেন ইতিমধ্যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
Pm kisan Samman Nidhi: পিএম কিষান সম্মান নিধি প্রকল্পে বর্তমানে আর্থিক সাহায্য কত?
Pm kisan Samman Nidhi Benefit: কেন্দ্রীয় সরকার পিএম কিষান সম্মান নিধি প্রকল্প (Pm kisan samman Nidhi) শুরু করেছেন ২০১৯সালে সেই থেকেই এই প্রকল্পে আর্থিক সাহায্য কৃষকদের দিয়ে আসছেন ₹6,000. এরপরে কোন পরিবর্তন করা হয়নি এই প্রকল্পের আর্থিক সাহায্যের থাকা। বর্তমানে পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের অফিসিয়াল ওয়েব সাইটে গেলে আপনি নিচের দিকে দেখতে পাবেন Pm kisan Scheme সম্বন্ধে সমস্ত কিছুই লিখা রয়েছে। সেখানেই লেখা রয়েছে এই প্রকল্পের মাধ্যমে প্রতি বছরে ৬০০০ টাকা আর্থিক সাহায্য করা হয় কৃষক পরিবারকে।
Pm Kisan Samman Nidhi- এর মুখ্য দাবি গুলি কি কি?
Pm Kisan samman nidhi: পিএম কিষান সম্মান নিধি ও অন্যান্য বিষয় কি কি মুখ্য দাবি রয়েছে ১)কৃষক সংগঠনগুলির, কৃষক সংগঠনগুলির সব থেকে বেশি দাবি উঠেছে তা হলো পিএম কিষান সম্মান নিধি (Pm kisan samman Nidhi) নিয়ে। এই প্রসঙ্গে জানানো হয় যে প্রতি বছরে আর্থিক সাহায্য করা হয় কৃষকদের ৬০০০ টাকা ভাতা হিসেবে বা আর্থিক সাহায্যর রূপে তবে এই টাকা বাড়ানোর দাবি তুলেছেন কৃষক সংগঠনগুলি। এতদিন পর্যন্ত কেন্দ্রীয় সরকার ৬০০০ টাকা আর্থিক সাহায্যে দিয়ে আসছিলেন কৃষকদের এবার কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করলেন কৃষক সংগঠন গুলি ১২০০০ টাকা তথা দ্বিগুণ করার নির্দেশ।
২) প্রধানমন্ত্রী ক্রপ ইন্সিওরেন্স স্টিমের অধীনে ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের অন্তর্ভুক্ত করতে হবে। কোন প্রিমিয়াম বা টাকা ছাড়াই যাতে ক্ষুদ্র কৃষকরা এই স্কিমের বীমা পেতে পারেন তার ব্যবস্থা করতে হবে। যেমন:- পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যেমন বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় সম্পন্ন বিনা খরচে বা কোন প্রিমিয়াম না দিয়ে ফসলের ক্ষতিপূরণ দিচ্ছে বা ফসল বীমা করাচ্ছেন সেই উদ্যোগ নেয়া হচ্ছে এবার প্রধানমন্ত্রী ক্রপ ইনসিওরেন্স স্কিম এর মাধ্যমে। এটাও একটা মূল দাবির মধ্যে পড়ছে কৃষকদের।
৩) এছাড়াও অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সাথে বৈঠকে কৃষক সংগঠনের আরও দাবি, কৃষকদের জন্য ঋণের উপর সুদের হার কমাতে হবে এমনকি দাবি জানানো হয়েছে যাতে এই সুদের হার এক শতাংশে নামিয়ে আনা হয়। যাতে ক্ষুদ্র মাঝারি ও উচ্চ শ্রেণীর কৃষকরা এই ঋণ নিয়ে সুবিধা পায়।
৪) অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ২ ঘণ্টা বৈঠকে ৪নম্বরে জানানো হয়েছে কৃষিজ পণ্য উৎপাদনের বাড়ানোর জন্য আগামী ৮ বছর পর্যন্ত প্রতি বছরে ১০০০ কোটি টাকার বিনিয়োগ স্ট্রাটেজি নিতে হবে কেন্দ্রীয় সরকারকে। এর ফলে পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের (Pm kisan samman Nidhi) অধীনে কৃষকদের আর্থিক সাহায্যর দ্বিগুণ হয়ে হতে পারে ১২০০০ হাজার টাকা।
তবে পূর্ণাঙ্গ বাজেট না আসা পর্যন্ত কোনোটাই স্পষ্ট নয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে কৃষক সংগঠনগুলি এই স্পষ্ট দাবি জানিয়েছেন।
PM KISAN WEBSITE | CLICK HERE |
Pm kisan Yojana: ৬ হাজারের বদলে ১২০০০ টাকা দেবে কেন্দ্র? প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় বাড়ছে ভাতা?
Budget 2024-26: কেন্দ্রীয় সরকার এতদিন পর্যন্ত প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের আওতায় প্রত্যেক বছরের যোগ্য কৃষকদের ৬০০০ টাকা ভাতা দিয়ে আসছিলেন। এবার দাবি উঠছে ছয় হাজারের বদলে ১২০০০ টাকা করার। এবং সরাসরি এই দাবি তুলছেন কৃষক সংগঠনগুলি। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ২০২৫ আর্থিক বছরে কৃষকদের জন্য সুখবর আনতে চলেছে? কি বলা হচ্ছে বিস্তারিত জানুন প্রতিবেদনে।
SAIDUR RAHMAN
আমি মোহাম্মদ সাইদুর রহমান। আমি বিগত ২বছর থেকে প্রতিবেদন লিখি। এর সাথে আমি পড়াশোনা করি।