Bangla Awas Yojana List 2024 Download. Banglar Bari Taka Deb

Bangla Awas Yojana 2024: SMS UDIN Verification. বাংলা আবাস যোজনা ফাইনাল লিস্ট ডাউনলোড করুন

বাংলা আবাস যোজনা কি? (What is the Bengal Housing Scheme?)

পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমিক যে সমস্ত পরিবার যোগ্য সেই সমস্ত পরিবারকে রাজ্য সরকার বাড়ি তৈরি করবার জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা আর্থিক সাহায্য করে থাকেন। যাতে প্রত্যেক যোগ্য বসবাসকারী প্রত্যেকটি পরিবার রাজ্য সরকারের আর্থিক সাহায্য দিয়ে একটা বাড়ি তৈরি করতে পারে।

Bangla Awas Yojana List Download 2024-25

এতদিন কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামিনের মাধ্যমে কেন্দ্র সরকার ৬০% ও রাজ্য সরকার ৪০% দিয়ে Pmayg এর মাধ্যমে বাড়ি তৈরি করার টাকা দিতেন। কিন্তু পরে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকার প্রায় ২-৩ আর্থিক বছর থেকে কোন বাড়ি তৈরি করবার জন্য টাকা বরাদ্দ করছে না এই রাজ্যে।

আরও পড়ুন:–Pm Kisan Samman nidhi Benefit Double. Pm kisan apply Online. কৃষকদের ৬০০০ টাকা থেকে ১২০০০ টাকার নির্দেশ

বলেই রাজ্য সরকার এবার ঘোষণা দিয়েছিলেন চলতি বছর লোকসভা নির্বাচনে, যে ১১ লক্ষ ৩২ হাজারেরও বেশি বাড়ি তৈরি করে দেবে রাজ্য সরকার নিজের তহবিল থেকে। তবে পরে রাজ্য সরকারের এই সংখ্যাটা দাঁড়িয়েছে ১২ লক্ষ্যে গিয়ে। এই টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করাবেন রাজ্য সরকার শুধু যোগ্য ব্যক্তিরা এই প্রকল্পের মাধ্যমে সাহায্য পাবেন।

Bangla Awas Yojana 2024: UDIN Verification

যোগ্য লিস্টে নাম রয়েছে এমন প্রত্যেক উপভোক্তাদের রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে সরাসরি সংযুক্ত মোবাইল নাম্বারে মেসেজ পাঠানো হচ্ছে। সেই মেসেজে থাকছে বিভিন্ন তথ্য, যেমন:- নিজের নাম, বাবার নাম, বাংলার বাড়ি প্রকল্পের ID Number, একটা verification Link. অর্থাৎ রাজ্য সরকারের তরফে জানানো হচ্ছে আপনি একজন যোগ্য উপভোক্তা এবং আপনাকে ভেরিফিকেশন করাতেই হবে এই প্রকল্পের মাধ্যমে প্রথম কিস্তির টাকা পেতে।

Bangla Awas Yojana 2024-25 Questions

যদি কোন উপভোক্তার কাছে মেসেজ না আসে তারা কি করবেন? মেসেজ আসলে ভেরিফিকেশন কী করতেই হবে? যদি সেই নম্বর দিয়ে থাকেন এবং সিম টা হারিয়ে গেছে তবে কি হবে? আপনি জানেন না ভেরিফিকেশন করতে কীভাবে? তোমার তো কিছু জানাতে চলেছি আমাদের এই প্রতিবেদনে। মনোযোগ দিয়ে পড়ুন ও অন্যদের শেয়ার করুন।

আরও পড়ুন:–WBPSC Recruitment Notification 2024:- রাজ্যে দুটি গুরুত্বপূর্ণ চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি জারি হল. Public Service free Commission notice 2024

Banglar Bari: Banglar Bari final List Download!

Bangla Awas Yojana 2024: যে সমস্ত উপভোক্তাদের বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে বা বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে Sms এসেছে। তাদের প্রত্যেককেই ভেরিফিকেশন করাতে হবে, কেননা এই ভেরিফিকেশন শুধু স্বচ্ছতা নিয়ে আসতে এবং যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা যাচ্ছে কিনা তা যাচাই করতে। এছাড়াও এর সাথে সাথে অনলাইনের মাধ্যমে আপনাদের মুচলেকা ফরটিও জমা দিতে হবে। যা আপনি ওই লিংকে ক্লিক থেকেই সম্পূর্ণ করতে পারবেন। তাই প্রত্যেক উপভোক্তাদের জানানো যাচ্ছে, যথাযথ সময়ে আপনারা এই কাজটি করে ফেলুন।

Bangla Awas Yojana Final List
Bangla Awas Yojana Payment

UDIN Verification SMS না আসলে কি করবেন?

যদি কোন উপভোক্তা বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে এই মেসেজটি না পেয়ে থাকেন সেক্ষেত্রে তার জন্য যা করণীয় তা নিচে আলোচনা করা হলো :-

Bangla Awas Yojana taka kobe debe: বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে যোগ্য উপভোক্তা হয়েও যদি আপনার মেসেজ না আসে তাহলে রাজ্য সরকারের নির্দেশ অনুসারে আপনার গ্রাম পঞ্চায়েত অফিসে একটি করে ক্যাম্প খোলা হবে যে ক্যাম্পে গিয়ে আপনাকে আধার কার্ড দিয়ে ভেরিফিকেশন করা হবে। তবে যদি কোন ব্যক্তি এই কাজটি অনলাইনের মাধ্যমে অলরেডি করে নিয়েছেন তথা লিংকে ক্লিক করে কাজটি করেছেন তবে আর দ্বিতীয়ত করার কোন দরকার নেই। তবে শুধু এই ক্যাম্পে তারাই যাবেন যাদের এখনো পর্যন্ত মেসেজ আসে নি বা লিংক থাকা সত্ত্বেও ভেরিফিকেশন সম্পন্ন করতে পারেননি।

আরও পড়ুন:–Bangla Awas Yojana List 2024:- বাংলার বাড়ি প্রকল্পের লিস্ট ডাউনলোড করুন। বাংলা আবাস যোজনা টাকা কবে দেবে? 2024

কিভাবে করবেন UDIN Verification?

বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে যে সমস্ত উপভো বক্তাদের কাছে এই মেসেজ এসেছে তারা সেই লিংকে ক্লিক করে চলে যাবেন Google Browser- এ বা যে কোন একটি Browser- এ। এরপরে আপনার যাবতীয় তথ্য দেখাবে এই লিংকটিতে ক্লিক করলে। যেমন:আবেদনকারীর নাম, বাবার নাম, ঠিকানা, মোবাইল নং, আঁধার তথ্য, ব্যাংক তথ্য, সমস্ত কিছু দেখতে পাবেন আপনি লিংকটিতে ক্লিক করলে তারপরে যাবতীয় জিনিস মিলিয়ে নিয়ে। ওটিপি আপনার মোবাইলে আসবে দিয়ে সেটা দিলেই সাবমিট করতে হবে। এরপর সাবমিট করলেই আপনার সামনে চলে আসবে UDIN নম্বর। আর এখানেই দেখতে পাবেন আপনার সম্পন্ন হয়ে গেল ফার্ম তার জন্য লেখা থাকবে Status :Accepted.

Bangla Awas Yojana Scheme
Bangla Awas Yojana Scheme

আপনার পঞ্চায়েত এলাকায় কবে ক্যাম্প বসবে?

প্রথমত বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে টাকা যেহেতু আগামী ১৫ থেকে ৩০ শে ডিসেম্বরের মধ্যে দেবে বলেই ক্যাম্প গুলো ১৫ তারিখের আগে আগেই করা হবে বলেই জানানো যাচ্ছে। তবে কোন এলাকায় কত তারিখে ক্যাম্প হবে তা নির্ধারণ করবে সেই এলাকার BDO. তবে আপনার এলাকার পঞ্চায়েত প্রধানের সাথে কিংবা যে সমস্ত পঞ্চায়েত মেম্বারগণ রয়েছেন তাদের সাথে অবশ্যই কথা বলবেন এই বিষয়ে। তবে রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে যতটা জানানো হয়েছে প্রত্যেকের পঞ্চায়েত ক্যাম্প খোলার সময় ১৫তারিখের আগে। কারণ, টাকা যেহেতু ১৫ থেকে ৩০ তারিখে দেবে। তাই এর আগেই ভেরিফিকেশন হয়ে যাবে সব উপভোক্তার।

UDIN verification Date And Timeline

আরও পড়ুন:–Bangla Awas Yojana List 2024:- বাংলার বাড়ি প্রকল্পের নতুন লিস্ট কিভাবে ডাউনলোড করবেন? Bangla Awas Yojana List Download 2024

বাংলা আবাস যোজনা প্রকল্পের ইউডিআইএন (UDIN) ভেরিফিকেশন কত দিন চলবে?

পশ্চিমবঙ্গ রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে নোটিশ দিয়ে জানানো হয়েছে বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ১৫ থেকে ৩০ শে ডিসেম্বর এর মধ্যে আসবে। ঠিক সেই একই নোটিশে রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে জানানো হয়, যে বাংলার বাড়ি প্রকল্পের ইউডিআইএন(UDIN) ভেরিফিকেশনের কাজ, আগামী ১২ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর এর মধ্যেই করতে হবে। এবং তার আগে আগেই প্রত্যেক উপভোক্তাদের মোবাইল ফোনে এসএমএস (SMS) পাঠানো হচ্ছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর থেকে।

বাংলার বাড়ি UDIN Verification Sms না আসলে কি করবেন?

Bangla Awas Yojana: অনেক উপভোক্তার বাংলার বাড়ি বা বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে এসএমএস (SMS) আসবে না, এর বিভিন্ন কারণ রয়েছে যেমন আপনি যে নম্বরটা দিয়েছেন সেটা সক্রিয় নয়, এছাড়াও রাজ্যের পঞ্চায়েত দপ্তর থেকে আপনার হয়ত এন্ট্রি করা হয়নি মোবাইল নং, এছাড়াও বিভিন্ন কারণ থাকতে পারে তার জন্য রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে এই সংক্রান্ত আপডেটসে জানানো হয়।

যদি কোন মোবাইল ফোনে এসএমএস না আছে তার জন্য রাজ্য সরকার ব্যবস্থা নিচ্ছে, প্রত্যেক গ্রাম পঞ্চায়েত এলাকায় ক্যাম্পাসে তাদের ভেরিফিকেশন সম্পন্ন করা হবে আগামী ১৪ তারিখের মধ্যেই। তবে অবশ্যই প্রত্যেককে আবারো জানানো যাচ্ছে আপনারা আপনাদের মোবাইলে এসএমএস বক্স থেকে কোন মেসেজ ডিলিট করবেন না। কারণ অনেকে এমনও রয়েছেন প্রত্যেক এসএমএস (SMS) ডিলিট করে দেন এক্ষেত্রে আপনার লিংক আসা সত্ত্বেও আপনি ভেরিফিকেশন টা করাতে পারলেন না।

আরও পড়ুন:–PAN Card 2.0 New Pan Card Rule start on All Over india . নতুন প্যান কার্ড করতে হবে?

Bangla Awas Yojana update: বাংলা আবাস যোজনা টাকা কবে দেবে উপভোক্তাদের?

  • পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যেহেতু নিজস্ব তাবিল থেকে এই প্রকল্পের টাকা বরাদ্দ করছেন প্রায় ১২ লক্ষ পরিবারদের জন্য। তাই রাজ্য সরকার এই সময়সীমা কে তিনবার পরিবর্তন করেছেন প্রথমত,
  • ১) পশ্চিমবঙ্গ সরকার বাড়ির সমক্ষার সময় জানানো হয়েছে, টাকা পাবেন ২০ তারিখ।
  • ২) তারপরে আবারো পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে নোটিশ দিয়ে জানানো হয়, টাকা পাবেন ২৩ তারিখ,
  • ৩) তারপর ফাইনাল, সরাসরি মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ২১শে নভেম্বর নবান্ন সভাঘরে বৈঠক করে জানিয়ে দেয় এই প্রকল্পের মাধ্যমে টাকা আগামী ১৫ই ডিসেম্বর থেকে ৩০শে ডিসেম্বরের মধ্যে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে।
    Final Date:- তবে আমরা বুঝতে পারলাম বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাজ্য সরকার দিতে চলেছেন 15 – 30 December 2024.
WebsiteClick Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top