West Bengal Ration Item List: ডিসেম্বর মাসেই বস্তা ভর্তি রেশন সামগ্রী, কোন কার্ডে কত রেশন সামগ্রী

ডিসেম্বর মাসেই বস্তা ভর্তি রেশন সামগ্রী, কোন কার্ডে কত রেশন সামগ্রী
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

West Bengal Ration Item List: পশ্চিমবঙ্গ রাজ্যের রেশন কার্ডধারীদের জন্য বিরাট বড়ো সুখবর দিলেন রাজ্যের মুখমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রতি মাসের মতো ডিসেম্বর মাসেও রাজ্য সরকার বিভিন্ন ক্যাটাগরি রেশন কার্ডধারীদের পরিবারকে খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করে থাকেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।

আরও পড়ুন:–Pm Kisan Samman nidhi Benefit Double. Pm kisan apply Online. কৃষকদের ৬০০০ টাকা থেকে ১২০০০ টাকার নির্দেশ

West Bengal Ration Entitlement:

আপনি কত কেজি রেশন সামগ্রী পাবেন তা নির্ভর করে আপনার কার্ডের ক্যাটাগরির উপরে, তাই আপনার ক্যাটাগরি দেখে বিবেচনা করুন আপনি কত কেজি চাল, গম, আটা, চিনি, ইত্যাদি পাবেন।

পশ্চিমবঙ্গে কোন কোন রেশন কার্ডে কি কি সামগ্রী পাওয়া যাবে, তা বিস্তারিত আলোচনা করা হলো নিম্নে। অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন অন্যদের শেয়ার করে, দেখার সুযোগ করে দিন।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

West Bengal Ration full List December Month:

1)Ration Card Name:- (AAY) অন্ত্যোদয় অন্ন যোজনা রেশন কার্ড:

অন্ত্যোদয় অন্ন যোজনা রেশন কার্ডগুলোর মানে যারা, অর্থনৈতিকভাবে সুবিধাবঞ্চিত শ্রেণীর মানুষজনদের এই অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY) রেশন কার্ডের মাধ্যমে সুবিধা পেয়ে থাকেন।

অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY) রেশন কার্ডধারীদের উপভোক্তারা এই ডিসেম্বর মাসে রেশন কার্ডে সামগ্রী হিসেবে পাবেন:- ২১ কেজি চাল, ১৩.৩০০ গ্রাম আটা বা ১৪ কেজি গম (গম এখন দেই না, পরে দিতে পারে), ১ কেজি চিনি পাবেন। যারা, অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY) রেশন কার্ড এর অন্তর্ভুক্ত উপভোক্তা রয়েছেন শুধু তারাই এই সুবিধা নিতে পারবেন।

আরও পড়ুন:–WBPSC Recruitment Notification 2024:- রাজ্যে দুটি গুরুত্বপূর্ণ চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি জারি হল. Public Service free Commission notice 2024

2)Ration Card Name:- (SPHH) বিশেষ অগ্রাধিকার পরিবার এবং (PHH) অগ্রাধিকার পরিবার রেশন কার্ড:

(SPHH) বিশেষ অগ্রাধিকার পরিবার এবং (PHH) অগ্রাধিকার পরিবার রেশন Card: এই রেশন কার্ডের অধিকারী ব্যক্তিরা চলতি ডিসেম্বর মাসে রেশন পাবেন জনপ্রতি:- ৩ কেজি করে চাল, আটা:-১ কেজি ৯০০ গ্রাম করে।

3)RKSY-1 এবং RKSY-2 রেশন কার্ড:

RKSY-1 কার্ডধারীদের জন্য সরকার একটি পরিবারের জনপ্রতি:- ৫ কেজি চাল দিয়ে থাকে এবং RKSY-2 উপভোক্তাদের জন্য জনপ্রতি:- ২ কেজি চাল দিয়ে থাকে রাজ্য সরকার।
বিশেষ ঘোষণা:-
জঙ্গলমহল (বনাঞ্চল) এবং পার্বত্য অঞ্চলের মানুষেরা প্রায়ই অর্থনৈতিক কষ্টের সম্মুখীন হন, তাই পশ্চিমবঙ্গ সরকার তাদের জন্য এই অতিরিক্ত রেশনের ব্যবস্থা করেছে। এর পাশাপাশি চা বাগানের শ্রমিকদের জন্য একই রকম ব্যবস্থা রাখা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

আরও পড়ুন:–Bangla Awas Yojana List 2024:- বাংলার বাড়ি প্রকল্পের নতুন লিস্ট কিভাবে ডাউনলোড করবেন? Bangla Awas Yojana List Download 2024

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কড়া নির্দেশিকা রেশন নিয়ে:

বিভিন্ন জায়গা দেখা গেছে রেশন নিয়ে দুর্নীতি তাই দুর্নীতির অভিযোগ এ রাতে এবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কড়া পদক্ষেপ। যোগ্য প্রবক্তা যেন সেই সামগ্রিক পান তার উদ্দেশ্য এই রেশন পরিষেবা কে আরো উন্নতি করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করছেন রেশন আধিকারিকরা। আশা করা যাচ্ছে আগামীতে এটা আরো স্বচ্ছ ও ভালো হবে যাতে যোগ্য উপভোক্তা আরও ভালোভাবে পরিষেবা পেতে পারে এই প্রকল্পের মাধ্যমে।

রাজ্যের বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী ও দরিদ্র সীমার নিচে পরিবারদের বিভিন্ন কার্ডের মাধ্যমে দিয়ে থাকেন রাজ্য সরকার। অনেক ক্ষেত্রে দেখা যায় সে সামগ্রী যোগ্যতা নাতে অযোগ্যদের কাছে চলে যায়। সেজন্যই প্রতিনিয়ত ভেরিফিকেশন করাচ্ছেন রাজ্য সরকার। তাই আগামীতে যে সমস্ত উপভোক্তা এই প্রকল্পে নতুনভাবে আবেদন করতে যাচ্ছেন তারা অবশ্যই সতর্কের সাথে আবেদন করবেন যাতে যোগ্য হয়ে আপনি আবেদন করেন।

আরও পড়ুন:–PAN Card 2.0 New Pan Card Rule start on All Over india . নতুন প্যান কার্ড করতে হবে?

OFFICIAL WEBSITECLICK HERE
RATION Citizen’s HomeCLICK HERE

ডিসেম্বর মাসেই বস্তা ভর্তি রেশন সামগ্রী, কোন কার্ডে কত রেশন সামগ্রী

West Bengal Ration Item List: পশ্চিমবঙ্গ রাজ্যের রেশন কার্ডধারীদের জন্য বিরাট বড়ো সুখবর দিলেন রাজ্যের মুখমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রতি মাসের মতো ডিসেম্বর মাসেও রাজ্য সরকার বিভিন্ন ক্যাটাগরি রেশন কার্ডধারীদের পরিবারকে খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করে থাকেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

WB SCHEME NEWS

WB SCHEME NEWS-এর প্রতিবেদন লিখি। আমি বিগত ৫বছর থেকে সমাজ মাধ্যমে কর্মরত। আমি এখন বর্তমানে এই Website -এ Article লিখা ও অন্যান্য কাজের সাথে যুক্ত।

Leave a Comment