Government Tax Pay: Detailed 2024 December Month New Rule

Government Tax: ডিসেম্বর মাসের ২৩তারিখ থেকে নতুন নিয়ম চালু। এবার থেকে “বাড়িঘর ও নিজ সম্পত্তির” ট্যাক্স দিতে হবে অনলাইনে নিয়ম শুরু রাজ্যের।

Property Tax New Rules In West Bengal:

রাজ্য সরকারের কি এবং কেন এই নতুন উদ্যোগ?

বর্তমানে পুরো পৃথিবীটা ডিজিটাল মাধ্যমে চলছে সেজন্যই এবার সরকারি ও বেসরকারি যে কোন কাজে অনলাইন মাধ্যম শুরু হচ্ছে। এরই মধ্যে এক নতুন আপডেট পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাড়িঘর ও সম্পত্তির ট্যাক্স নিয়ে বিরাট আপডেট দিল রাজ্য সরকার।

যত সময় যাচ্ছে সব কিছুই অনলাইনের মাধ্যমেই কাজ হচ্ছে বলেই রাজ্য এবার তার সাথে তাল মিলিয়ে বাড়িঘর ও সম্পত্তির ট্যাক্স নিয়ে কড়াকড়ি বার্তা।এবার থেকে বাড়ি ও সম্পত্তির ট্যাক্স (Tax) দিতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে।

আরও পড়ুন:বাংলার বাড়ি প্রকল্পের লিস্ট ডাউনলোড করুন। বাংলা আবাস যোজনা টাকা কবে দেবে? Awas Yojana Gramin List download 2024-25

Government Tax

রাজ্য সরকারের নতুন নিয়ম কবে শুরু হচ্ছে ?

পশ্চিমবঙ্গ রাজ্যের যে সমস্ত পঞ্চায়েতগুলিকে এই নতুন তথ্য পৌঁছে দেয়া হয়েছে বলেই খবর। সূত্রের খবর:- অনলাইনে ঠিকমতো কর জমা পড়ছে কিনা তা কিন্তু এবার বিবেচনা করতে পারবে আয়কর কর্তৃপক্ষ এতে আরো দ্রুত তার সাথে কাজ করা যাবে এবং কতজন কর বা ট্যাক্স (Tax) দিলেন তাও অনলাইনের মাধ্যমে ধরা পড়বে।

রাজ্য সরকারের নির্দেশ মতে জানা গেছে এক মাস চলবে এই প্রক্রিয়া তারপরে সঠিকভাবে এই পদ্ধতিতে সাফল্য পাওয়া গেলে পুরো রাজ্যে চালু হবে এই ব্যবস্থা ট্যাক্স (Tax) প্রদান ব্যবস্থা। এতে বিভিন্ন আধিকারিক দাবি করছেন কাজ দ্রুততার সঙ্গে এগোবে। তবে রাজ্য সরকারি পদ্ধতিকে পদের খতিয়ে দেখে সম্পন্ন রাজ্যে চালু করার ব্যবস্থা নিবে।

আরও পড়ুন:-বিশ্বকর্মা যোজনায় কেন্দ্র সরকার ₹15,000 টাকা দিচ্ছে। ৩লক্ষ টাকা ঋণ দেবে কেন্দ্র সরকার। Pm Vishwakarma Yojana Apply Online.

West Bengal Panchayat Property Tax Online
West Bengal Panchayat Property Tax Online

পশ্চিমবঙ্গ সরকারের নতুন নিয়ম শুরুর আগে নির্দেশিকা:

নবান্ন সূত্রে খবর:- এই ট্যাক্স (Tax) নিয়ে নতুন প্রক্রিয়া শুরুর আগে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এর বাসিন্দাদের বাড়িঘর ও সম্পত্তির সংশ্লিষ্ট তথ্য পোর্টালে আপলোড করেছে। রাজ্যের ভিত্তিতে প্রায় দেড় কোটির বেশি বাড়ির তথ্য ইতিমধ্যে পোর্টালে আপলোড করা সম্ভব হয়েছে বলেই জানানো হয়েছে।

নবান্নের তরফ থেকে প্রতিটি পঞ্চায়েতকে জানানো হয়েছে গ্রামে গ্রামে প্রচার করতে হবে এই বিষয়টি। যাতে প্রতিটি জনসাধারণ এই বিষয়ে অবগত হতে পারে, এবং সঠিক ও সুস্থভাবে কাজটি সম্পন্ন করতে পারে। তবে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে হয়ত বা একদিনে প্রচার করা হবে না, রাজ্যের নির্দেশ মতে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতকে এই বিষয়ে তথ্য দিয়ে দিয়েছেন।

আরও পড়ুন: Bangla Shashya Bima Status Cheak online. বাংলা শস্য বীমা ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন কিনা চেক করুন।

বাড়িঘর ও সম্পত্তির ট্যাক্স অনলাইনে নিয়ে কি উপকার হবে?

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাড়ি ও সম্পদের ট্যাক্স অনলাইনে নিলে বিভিন্ন সুবিধা দেখা যাচ্ছে :-

১) প্রথমত কত জন এই ট্যাক্স (Tax) প্রদান করছেন তাও বিবেচনা করা যাবে এ অনলাইন পোর্টালের মাধ্যমে।

২)এছাড়াও সম্পন্ন পদ্ধতি যখন অনলাইনে হবে তখন কোন রকম ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে।

৩)রাজ্য সরকার পর্যালোচনা করতে পারবেন কতজন উপভোক্তা এদের ট্যাক্স (Tax) প্রদান করছেন কতজন করছেন না।

আরও পড়ুন:Lakshmir Bhandar December Month Payment Final date. লক্ষীর ভান্ডার প্রকল্পে টাকা কবে দেবে ডিসেম্বর মাসে?লক্ষীর ভান্ডার দ্বিগুন করলো?

৪)সমস্ত কিছু স্পষ্টভাবে অনলাইনের মাধ্যমে এর থেকেও সব থেকে বড় ব্যবস্থাপনা এটাই দ্রুততার সাথে কাজ করতে পারবেন জনসাধারণ এই পোর্টালের মাধ্যমে,

৫)আপনি যদি ট্যাক্স (Tax) প্রদান করতে চান সে ক্ষেত্রে অনেক হয়রানির শিকার হতে হয়, এই দিক থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অনলাইন পোর্টাল করাতে অনেকটাই সুবিধাজনক হবে জনসাধারণের জন্য।

বিশেষ বার্তা:-

আশা করা যাচ্ছে আগামী দিনে পুরো পশ্চিমবঙ্গের বিভিন্ন কাজ অনলাইনে মাধ্যমে করা যাবে। আস্তে আস্তে রাজ্য সরকার অনলাইন এর দিকে হচ্ছে এই কারণেই যাতে দুর্নীতিগ্রস্ত যে কাজ তা থেকে রেহাই পাই এবং যোগ্য উপভোগ তারাই যাতে বিভিন্ন সুবিধা পাই এই জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করছে আস্তে আস্তে।আগামীদিনে রাজ্যের সফলতার দিকেই তাকিয়ে জনসাধারণ যাতে পশ্চিমবঙ্গ রাজ্যের উন্নতি আরও হয়। এবং নিজেরাই ভালো করে সুবিধা পাই।

আরও পড়ুন:Pm internship scheme. Apply PM Internship Scheme 2024 online. বেকার ছেলে-মেয়েদের প্রশিক্ষন দিয়ে প্রতিমাসে ৫০০০ টাকা।

OFFICIAL WEBSITECLICK HERE

Government Tax : ডিসেম্বর মাসের ২৩তারিখ থেকে নতুন নিয়ম চালু। এবার থেকে “বাড়িঘর ও নিজ সম্পত্তির” ট্যাক্স দিতে হবে অনলাইনে নিয়ম শুরু রাজ্যের।

Property Tax New Rules In West Bengal:
রাজ্য সরকারের কি এবং কেন এই নতুন উদ্যোগ?
বর্তমানে পুরো পৃথিবীটা ডিজিটাল মাধ্যমে চলছে সেজন্যই এবার সরকারি ও বেসরকারি যে কোন কাজে অনলাইন মাধ্যম শুরু হচ্ছে। এরই মধ্যে এক নতুন আপডেট পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাড়িঘর ও সম্পত্তির ট্যাক্স নিয়ে বিরাট আপডেট দিল রাজ্য সরকার।
যত সময় যাচ্ছে সব কিছুই অনলাইনের মাধ্যমেই কাজ হচ্ছে বলেই রাজ্য এবার তার সাথে তাল মিলিয়ে বাড়িঘর ও সম্পত্তির ট্যাক্স নিয়ে কড়াকড়ি বার্তা।এবার থেকে বাড়ি ও সম্পত্তির ট্যাক্স দিতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top