West Bengal Group: D Recruitment 2024: চাকরির সুযোগ, এইট পাশে গ্রুপ-ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করুন

Wb BDO Office Job
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

West Bengal Group: D Recruitment 2024:

পশ্চিমবঙ্গ রাজ্যের একাধিক জেলা ভিত্তিক চাকরির সুযোগ বেরোচ্ছে এরই মধ্যে চলে আসলো এক দুর্দান্ত, চাকরির সুযোগ।

Group:- D Recruitment

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি হোস্টেলে গ্রুপ-ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, আবেদন করুন আজই।

কোন জায়গায় নিয়োগ করছে রাজ্য সরকার ও কোন পদে?

রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য দারুণ এক সুবর্ণ সুযোগ। জলপাইগুড়ি জেলার মেটেলি উচ্চ-মাধ্যমিক স্কুলে একটি নতুন আশ্রম হোস্টেল নির্মাণ করা হয়েছে। এবং সেখান থেকেই এই বিজ্ঞপ্তি প্রকাশিত পেয়েছে গ্রুপ ডি পদে। চলুন দেখেনি কীভাবে আপনারা এই চাকরির আবেদন করবেন এবং বিস্তারিত কি কি বলা হয়েছে।

আরও পড়ুন:বিশ্বকর্মা যোজনায় কেন্দ্র সরকার ₹15,000 টাকা দিচ্ছে। ৩লক্ষ টাকা ঋণ দেবে কেন্দ্র সরকার। Pm Vishwakarma Yojana Apply Online.

এই হোস্টেলে তিনটি গ্রুপটি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জলপাইগুড়ি জেলা শাসকের অফিসিয়াল ওয়েবসাইটে। চাকরিপ্রার্থীকে লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে এই চাকরির জন্য নির্বাচিত করা হবে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
West Bengal Group: D Recruitment 2024: চাকরির সুযোগ, এইটা পাশে গ্রুপ-ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করুন
WEST BENGAL GROUP-D RECRUITMENT

নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য বিস্তারিতভাবে একের পর এক উল্লেখ করা হলো নিম্নে তাই আপনারা সঠিকভাবে ভালো করে পড়ুন এবং অন্যদের শেয়ার করুন :-

Table of Contents

Wb Recruitment 2024:

চাকরি প্রার্থীর আবেদনের বয়সসীমা?

বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন চাকরিতে একটা বয়স সীমা নির্ধারণ করা হয়েছে এর মধ্যে, গ্রুপ-ডি পদে চাকরির বয়স সীমা রাখা হয়েছে : ১লা জানুয়ারি ২০২৫ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স হোতে হবে:-

ওয়ার্ডেন: নূন্যতম বয়স:- ৩০বছর, আর সর্বোচ্চ:- ৫০বছর।

নাইট গার্ড : বয়সসীমা হলো:- নূন্যতম বয়স ১৮বছর।

সুইপার: বয়সসীমা হলো:- নূন্যতম বয়স ১৮বছর।

আরও পড়ুন:Pm internship scheme. Apply PM Internship Scheme 2024 online. বেকার ছেলে-মেয়েদের প্রশিক্ষন দিয়ে প্রতিমাসে ৫০০০ টাকা।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

এই চাকরির জন্য আবেদনের শিক্ষাগত যোগ্যতা?

প্রতিটি চাকরিতে শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন ভাবে থাকে তার মধ্যে এই গ্রুপ-ডি পদে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা নিম্নরূপ :-

ওয়ার্ডেন: বলা হয়েছে, আবেদনকারীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি পাস করে থাকতে হবে।

নাইট গার্ড এবং সুইপার: এই সমস্ত চাকরিপ্রার্থীদের বলা হয়েছে অষ্টম শ্রেণি উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে।

চলুন এবার গ্রুপ ডি পদে বেতন কাঠামো কি রেখেছে?

প্রতিটির বড়দের জন্য বিভিন্ন রকম ভিন্ন ভিন্ন বেতন রাখা হয় :- বর্তমানে গ্রুপ-ডি পদে এই চাকরির জন্য বেতন কি নির্ধারণ করা হয়েছে তা আপনাদের আলোচনা করা হলো :-

  • ১)ওয়ার্ডেন: বেতন, ₹5,000/- প্রতি মাসে।
  • ২) নাইট গার্ড: বেতন, ₹3,000/- প্রতি মাসে।
  • ৩) সুইপার: বেতন, ₹1,500/- প্রতি মাসে।

আরও পড়ুন:Bangla Awas Yojana List 2024:- বাংলার বাড়ি প্রকল্পের নতুন লিস্ট কিভাবে ডাউনলোড করবেন? Bangla Awas Yojana List Download 2024

বর্তমানে গ্রুপ-ডি চাকরিতে কি আবেদন কীভাবে করবেন?

পরিষ্কার উল্লেখ রয়েছে আবেদন করতে হবে মাটিয়ালি ব্লক উন্নয়ন অফিসের নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে :-

১) মাটি আলী ডেভলপমেন্ট ব্লক (BDO) অফিসার কে উদ্দেশ্য করে একটি আবেদন পত্র লিখতে হবে চাকরিপ্রার্থীকে।

২) চাকরিপ্রার্থীর আবেদন পত্রটি একটি মুখ বন্দক হামে ত্যাগ করে প্রয়োজনীয় নথি সহ জমা দিতে হবে, নিম্নলিখিত স্থানে।

৩) চাকরির জন্য আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ রাখা হয়েছে :- ২৪শে ডিসেম্বর, ২০২৪।

৪) আবেদনপত্র জমা দেওয়ার সঠিক স্থান :- মাটি আলী ব্লক উন্নয়ন অফিসের সামনে বিশেষ বক্স রাখা হয়েছে। সেই বক্সে আবেদন পত্রটি জমা দেওয়া যাবে।

West Bengal Group: D Recruitment 2024: চাকরির সুযোগ, এইটা পাশে গ্রুপ-ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করুন
WEST BENGAL GROUP-D RECRUITMENT

আরও পড়ুন:–Milan Mela: পশ্চিমবঙ্গ রাজ্যে শুরু হচ্ছে চাকরির মেলা, সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ। Job Fair In West Bengal

এই চাকরির জন্য আবেদনের প্রয়োজনীয় নথিপত্র :-

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন চাকরির জন্য যেভাবে আবেদন পত্র জমানো হয় ঠিক তেমনিভাবে এই প্রকল্পের মাধ্যমে কিছু নথিপত্র প্রয়োজন আপনার আবেদনের সঙ্গে, তার মধ্যে আপনার নিম্নলিখিত প্রত্যেকটি নথিপত্র ভালোভাবে যাচাই করে সেই নথিপত্রগুলি জমা দেবেন।

  • ১) চাকরিপ্রার্থীর ঠিকানার প্রমাণপত্র লাগবে।২) চাকরিপ্রার্থীর পরিচয় পত্র যেমন :- আধার কার্ড বা ভোটার কার্ড।
  • ৩) চাকরিপ্রার্থী শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র (Mark sheet, Certificate, Admit Etc)
  • ৪) আবেদনকারীর সঠিক ও পরিষ্কার পাসপোর্ট মাপের এক কপি ছবি।
  • ৫) সক্রিয় একটি মোবাইল নাম্বার।
  • ৬) এর আগে আপনি যদি কোথাও চাকরি কিংবা কোন কাজকর্ম করে থাকেন তার অভিজ্ঞতার সার্টিফিকেট থাকলে তা জমা দেবেন (যদি থাকে)।

এই চাকরির জন্য নিয়োগের পদ্ধতি কি?

পশ্চিমবঙ্গ রাজ্য বলে না, বিভিন্ন চাকরির নিয়োগের পদ্ধতি বিভিন্ন রকম। তার মধ্যে এই গ্রুপ ডি চাকরিতে নিয়োগের প্রক্রিয়া রাখা হয়েছে কোন রকম নিম্নলিখিত পরীক্ষা ছাড়াই চাকরি আবেদন করতে পারবেন,

এবং শুধু আবেদন নয় চাকরিপ্রার্থী ঘোষণা করা হবে নিম্নলিখিত পরীক্ষা ছাড়াই। সম্পূর্ণ সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরিপ্রার্থীদের যোগ্যতা যাচাই করে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে এতে যোগ্য চাকরিপ্রার্থীকে। অতএব, বুঝতে পারলাম সম্পন্ন ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীকে যাচাই করা হবে।

আরও পড়ুন:–Government Tax: ডিসেম্বর মাসের ২৩তারিখ থেকে নতুন নিয়ম চালু। এবার থেকে “বাড়িঘর ও নিজ সম্পত্তির” ট্যাক্স দিতে হবে অনলাইনে নিয়ম শুরু রাজ্যের।

এই চাকরির জন্যে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা:

১) মেটেলি হাই স্কুলে( উচ্চ মাধ্যমিক )এই স্কুলে নিয়োগ করা হবে।

২) এটি একটি চুক্তিভিত্তিক নিয়োগ।

৩) চাকরি প্রার্থীদের মধ্যে এক ব্যক্তি শুধু একটি পদের জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ উপরে আমরা আলোচনা করলাম তিনটি পদের জন্য তবে তার মধ্যে যেকোনো একটি পদের জন্য একজন প্রার্থী আবেদন করতে পারবেন।

৪) বিস্তারিত তথ্যের জন্য আপনারা ভিজিট করুন অফিসিয়াল ওয়েবসাইট এবং নিম্নলিখিত বিজ্ঞপ্তি আপনারা পড়ুন:-

আরও পড়ুন:–One Nation, One Election: কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদিত হলো ”এক দেশ এক নির্বাচন”

West Bengal Group: D Recruitment 2024: চাকরির সুযোগ, এইটা পাশে গ্রুপ-ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করুন

West Bengal Group: D Recruitment 2024:
পশ্চিমবঙ্গ রাজ্যের একাধিক জেলা ভিত্তিক চাকরির সুযোগ বেরোচ্ছে এরই মধ্যে চলে আসলো এক দুর্দান্ত, চাকরির সুযোগ।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি হোস্টেলে গ্রুপ-ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, আবেদন করুন আজই।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

SAIDUR RAHMAN

আমি মোহাম্মদ সাইদুর রহমান। আমি বিগত ২বছর থেকে প্রতিবেদন লিখি। এর সাথে আমি পড়াশোনা করি।

Leave a Comment