Bangla Shashya Bima 2024:
বাংলা শস্য বীমা প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি কৃষকদের জনকল্যাণ মূলক প্রকল্প, কারণ এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকরা আবেদন করবেন সেই সমস্ত কৃষকদের সম্পূর্ণ সুবিধা বিনামূল্যে, আবেদন থেকে শুরু করে ফর্ম জমা কিংবা ফর্ম নেওয়া সমস্ততাই ফ্রি। শুধু এই নয় ইন্স্যুরেন্স প্রিমিয়াম ও রাজ্য সরকার দিয়ে থাকে।
বাংলা শস্য বীমা প্রকল্পে খরিফ ২০২৪ মৌসুমে আবেদনকারী কৃষকদের নাম অনলাইন পোর্টালের মাধ্যমে দেখানো যাচ্ছে। এবং আপনাদের প্রত্যেকেরই একটাই প্রশ্ন বাংলা শস্য বীমা প্রকল্পে ফসলের ক্ষতিপূরণ কোন জেলায় দেবে এবং কবে দেবে? তার প্রতি উত্তর আমাদের আজকের প্রতিবেদনে পাবেন তাই শেষ পর্যন্ত পড়ুন এবং অন্যদের শেয়ার করুন।
Table of Contents
বাংলা শস্য বীমা খরিফ ২০২৪:
বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে আবেদন করার সময়সীমা রাজ্য সরকার দুইবার বাড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে আবেদনের সময়সীমা বাড়ানোর একমাত্র উদ্দেশ্য বা লক্ষ লক্ষ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, যেহেতু আমাদের এই বন্যা টা শেষ পর্যায়ে হলো আবেদনের সে ক্ষেত্রে যে সমস্ত কৃষকরা বঞ্চিত হচ্ছেন এই প্রকল্পে।
তাদের নাম নথিভুক্ত করবার জন্য দুইবার সময়সীমা বাড়ায় রাজ্য সরকার। এবং এর মধ্যে আপনারা অধিকাংশ কৃষকরা আবেদন করেছেন এই প্রকল্পের মাধ্যমে, তারপরে আপনাদের নাম গুলো অনলাইন পোর্টালে এন্ট্রি ও হতে শুরু করে দিয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয় এই প্রকল্পে আবেদনের শেষ সময় রাখা হয়েছিল 30 শে নভেম্বর ২০২৪। এর মধ্যে যে সমস্ত কৃষকরা আবেদন করেছেন এই মৌসুমের জন্য তাদের নাম অনলাইন পোর্টালে উঠেছে।
বাংলা শস্য বীমা প্রকল্পে টাকা কবে দেবে, খরিফ মরশুমে?
পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নবান্ন সভাঘরে নভেম্বর মাসের ২১ তারিখে জানিয়ে দেন, সরাসরি মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠক করবার পর, সেখানে উল্লেখ্য হয় বাংলা শস্য বীমা প্রকল্পের কথা এবং সেখান থেকেই রাজ্য সরকারের নির্দেশমতে জানানো হয় রাজ্যের কৃষি দপ্তরকে যে বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে যা ফসলের ক্ষতিপূরণ তাকে শব্দের অ্যাকাউন্টে হস্তান্তর করা হবে ডিসেম্বর মাসেই। তবে এখন পর্যন্ত বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা পশ্চিমবঙ্গের কোন উপভোক্তার পাচ্ছেন না এই মৌসুমে। এবং এর মধ্যে আপনাদের মাঝে প্রশ্ন তৈরি হয়েছে অনেকেরই, যে কবে বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা পাবেন।
প্রথমত এই টাকা দেয়া হয় একটা ইন্স্যুরেন্স কোম্পানি দ্বারা, এবং সেই ক্ষতিপূরণের জন্যে বর্তমানে রয়েছে বাজাজ আলিয়াঞ্জ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (BAGIC) বর্তমানে রাজ্য সরকার নির্দেশ অনুসারে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আপনাদের ফসলের ক্ষতিপূরণ দিয়ে থাকে।
আরও পড়ুন:– Bangla Shashya Bima Status Cheak online. বাংলা শস্য বীমা ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন কিনা চেক করুন।
রাজ্য সরকার জানিয়েছে ডিসেম্বর মাসেই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবে তবে আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে রাজ্যের যেহেতু সমীক্ষা চলছিল। তার জন্য রাজ্য সরকারের নির্দেশমতো এই টাকা কিছুটা হলেও লেট হচ্ছে কৃষকদের জন্য। আশা করা যাচ্ছে আপনাদের এই টাকা ২০২৫ সালের জানুয়ারি মাসের দিকে দেবে।
কোন কোন জেলাগুলিকে ফসলের ক্ষতিপূরণ দেওয়া হবে?
পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলা শস্য বীমা প্রকল্পের যে ফসলের ক্ষতিপূরণ বিতরণের কথা ঘোষণা করেছেন ডিসেম্বর মাসেই সেই টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে বলে জানিয়েছেন সরাসরি নবান্ন সভাঘর থেকেই।
তবে কোন কোন জেলাকে এই টাকা দেয়া হবে সেই ব্যাপারে কোনোরকম স্পষ্ট নোটিফিকেশন জারি করেনি রাজ্যের কৃষি দপ্তর আশা করা যাচ্ছে যে সমস্ত এলাকায় প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের টাকা দেবে রাজ্য সরকার।
হয়ত পরবর্তীতে এই সংক্রান্ত আপডেটস রাজ্যের কৃষি দপ্তরের তরফ থেকে প্রকাশ করা হবে। তবে আপাতত কোন নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি দিয়ে জারি করেননি রাজ্যের কৃষি দপ্তর যে কোন কোন জেলায় টাকা পাচ্ছেন।
আরও পড়ুন:–Lakshmir Bhandar December Month Payment Final date. লক্ষীর ভান্ডার প্রকল্পে টাকা কবে দেবে ডিসেম্বর মাসে?লক্ষীর ভান্ডার দ্বিগুন করলো?
Bangla Shashya Bima (Bajaj Allianz General Insurance Company) Status Cheak Online:-
কৃষকদের বাংলা শস্য বীমা প্রকল্পের ওয়েবসাইটে গিয়ে তাদের ফসলের ক্ষতিপূরণের স্ট্যাটাস চেক করতে পারবেন কিন্তু বর্তমানে বাংলা শস্য বীমা প্রকল্পের ওয়েবসাইটে ফসলের ক্ষতিপূরণের স্ট্যাটাস মোবাইল থেকে চেক হচ্ছে না।
যদি আপনারা মোবাইল থেকে চেক করতে চান তবে এই:- লিংকে ক্লিক করুন
বাংলা শস্যবীমা প্রকল্পে কিভাবে জানবেন আপনি আপনার ক্ষতিপূরণের টাকা কত পাবেন?
STEP’S:-১ . প্রথম ধাপ:- বাংলা শস্য বীমা স্টেটাস চেক করতে এখানে ক্লিক করুন:- CLICK HERE 👈
২. দ্বিতীয় ধাপ:- Farmer Id (এখানে আপনারা ভাববেন কোন ID দেব কিন্তু এখানে ভোটার নম্বর দিতে হব।) অপশনটি সিলেক্ট করুন
৩. তৃতীয় ধাপ: বাংলা শস্য বীমা স্টেটাস চেক করতে আপনার ভোটার নম্বর ফার্মার আইডির ( FARMER ID) ঘরে বসিয়ে সার্চ করলেই স্ট্যাটাস দেখতে পাবেন|তারপরেই যাবতীয় তত্থ আপনার সামনে চলে আসবে।
বাংলা শস্য বীমা প্রকল্পে কি কি স্টেটাস দেখা যাবে এবং কোনটার কি কি মানে ?
১. Bangla Shashya Bima Claim Status Details:- এই ঘরে যদি কোনো টাকা দেখা যায় ,তবে সেই টাকা খুব শীঘ্রই আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে বা টাকা জমা হয়ে গেছে।
২. Bangla Shashya Bima Claim Status Details:- Claims Under Process: এই ঘরে যদি এই স্টেটাস দেখায় তবে বুঝে নেবেন, ক্ষতিপূরণের টাকা এখন প্রক্রিয়াধীন, কয়েকদিনের মধ্যেই টাকা জমা পড়বে ,শুধু অপেক্ষা করবেন টাকা পেয়ে যাবেন।
৩.Bangla Shashya Bima Claim Status Details:- Claim Not Reported Yet:- বাংলা শস্য বীমা প্রকল্পে যদি এই স্টেটাস দেখতে পান তবে বুঝবে ,রাজ্য সরকার আপনার ফসল বীমার উপরে ক্ষতিপূরণ ঘোষণা করেনি,তবে রাজ্য সরকার ঘোষণা করলেই আপনার পরিবর্তন হতে পারে।
Bangla Shashya Bima Status Cheak Online. বাংলা শস্য বীমা প্রকল্পে ফসলের ক্ষতিপূরণ দেবে
বাংলা শস্য বীমা প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি কৃষকদের জনকল্যাণ মূলক প্রকল্প, কারণ এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকরা আবেদন করবেন সেই সমস্ত কৃষকদের সম্পূর্ণ সুবিধা বিনামূল্যে, আবেদন থেকে শুরু করে ফর্ম জমা কিংবা ফর্ম নেওয়া সমস্ততাই ফ্রি। শুধু এই নয় ইন্স্যুরেন্স প্রিমিয়াম ও রাজ্য সরকার দিয়ে থাকে।
বাংলা শস্য বীমা প্রকল্পে খরিফ ২০২৪ মৌসুমে আবেদনকারী কৃষকদের নাম অনলাইন পোর্টালের মাধ্যমে দেখানো যাচ্ছে। এবং আপনাদের প্রত্যেকেরই একটাই প্রশ্ন বাংলা শস্য বীমা প্রকল্পে ফসলের ক্ষতিপূরণ কোন জেলায় দেবে এবং কবে দেবে? তার প্রতি উত্তর আমাদের আজকের প্রতিবেদনে পাবেন তাই শেষ পর্যন্ত পড়ুন এবং অন্যদের শেয়ার করুন।
BSB OFFICIAL WEBSITE | CLICK HERE |
BAJAJ ALLIANZ STATUS CHEAK | CLICK HERE |
SAIDUR RAHMAN
আমি মোহাম্মদ সাইদুর রহমান। আমি বিগত ২বছর থেকে প্রতিবেদন লিখি। এর সাথে আমি পড়াশোনা করি।