Wb Land department Recruitment:
চাকরি প্রার্থীদের জন্য সব-থেকে দুর্দান্ত খবর,জেলা ভূমি দপ্তরের গ্রুপ-সি পদে আমিন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, আবেদন করতে কি কি লাগবে এবং আবেদন প্রক্রিয়া, সমস্তটাই জানতে পারবেন এই প্রতিবেদনে তাই শেষ পর্যন্ত পড়ুন এবং অন্যদের শেয়ার করুন।
জেলা ভূমি দপ্তরে এই নিয়োগ প্রক্রিয়া কোন লিখিত পরীক্ষা ছাড়াই হবে শুধু-মাত্র ইন্টারভিউ এর মাধ্যমেই চাকরি প্রার্থীদের নির্বাচন করবেন জেলার ভূমি দপ্তর। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে জেলার ভূমি দপ্তরের তরফে বিজ্ঞপ্তিতে।
Table of Contents
West Bengal Land Department Job:
কোন পদে নিয়োগ ও বেতন কত?
জেলার ভূমি দপ্তরের তরফ থেকে বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে যে এই পদের নাম দেয়া হয়েছে:- আমিন (Amin) গ্রুপ-সি পদ।
বেতন কত:-
বেতন ধার্য করা হয়েছে:- প্রত্যেক মাসে ₹10,000/- টাকা করে।
গ্রুপ-সি পদে নিয়োগের পদ্ধতি?
ভূমি দপ্তরে তরফ থেকে জানানো হয়েছে এতে কোনোরকম লিখিত পরীক্ষার প্রয়োজন নেই। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে চাকরিপ্রার্থীদের নির্বাচন করা হবে।
আবেদনের যোগ্যতা এবং বয়সসীমা?
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:- বিজ্ঞপ্তি অনুসারে চাকরিপ্রার্থীদের সর্বনিম্ন মাধ্যমিক পাস থাকলেই হবে।যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করলেই আপনি আবেদন।
বয়স সীমা:-
জেলার ভূমি দপ্তর এর বিজ্ঞপ্তি অনুসারে, চাকরিপ্রার্থীর বয়স ৬৪ বছরের মধ্যে হতে হবে।
সরাসরি ইন্টারভিউ এর স্থান এবং তারিখ?
ইন্টারভিউ এর স্থান:- চাকরিপ্রার্থীদের নিম্নলিখিত স্থান তথা, মালদা এ-ডি-এম অফিসে সঠিক তারিখ ও সময় নির্ধারণ করে সে সময়ের মধ্যে আসতে হবে।
ইন্টারভিউ এর সময়:- জেলার ভূমি দপ্তর এর বিজ্ঞপ্তি অনুসারে, ২৩ শে ডিসেম্বর সকাল ১১টায় ইন্টারভিউ এর সময়সীমা।
আবেদন প্রক্রিয়া :-
এত দ্বারা প্রত্যেককে জানানো যাচ্ছে যে চাকরি প্রার্থীদের ইন্টারভিউ এর দিন নির্দিষ্ট সময়ের আগে উপস্থিত হয়ে সমস্ত প্রয়োজনীয় নথি জমা দিতে হবে সংশ্লিস্ট অফিসে।
১)আবেদনের ফর্ম ডাউনলোড:–
আবেদনকারীরা চাইলে সরাসরি মালদা জেলা শাসকের অফিসিয়াল ওয়েবসাইট তথা Malda লিখে Google এ সার্চ করলেই আগেই দেখতে পাবেন অফিসিয়াল ওয়েবসাইট সেখানে ক্লিক করে সরাসরি নোটিফিকেশন পর্যায়ে গিয়ে আপনি পাবেন ফর্ম।
২)আবেদনপত্র জমা দেওয়ার সময়:
ইন্টারভিউয়ের দিন ইন্টারভিউ শুরু হওয়ার আগেই সঠিক আবেদনপত্র ও প্রয়োজনীয় নথিপত্র নিয়ে সরাসরি অফিসে জমা দিবেন। জেলার ভূমি দপ্তর এর বিজ্ঞপ্তি অনুসারে, ২৩ শে ডিসেম্বর সকাল ১১টায় ইন্টারভিউ এর সময়সীমা।
৩) প্রয়োজনীয় নথি:
১) স্বীকৃত কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাশের সার্টিফিকেট।
২) আবেদনকারীর বয়সের প্রমাণপত্র লাগবে। (উদাহরণ:-জন্ম সার্টিফিকেট, আঁধার কার্ড)
৩) আবেদনকারীর আধার কার্ড বা ভোটার কার্ড লাগবে।
৪)লাস্ট কোনো রিলিজ অর্ডার (যদি থাকে তবেই লাগবে )
৫)একটা রঙিন পাসপোর্ট মাপের ছবি।( পরিষ্কার)
৬) পি-পি ও কপি (যদি প্রযোজ্য হয় )
বিশেষ সতর্কতা :-
যদি কোন আবেদনকারী যে কোন ভুল তথ্য প্রদান করে বা প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে কোন রকম ভাবে ব্যর্থ হয় সেক্ষেত্রে তার আবেদন পত্রের সাথে তাকেও বাতিল করা হবে।
তাই প্রত্যেক চাকরি প্রার্থীদের দৃষ্টি আকর্ষণ করে জানানো যাচ্ছে যে যারা আবেদন করতে চাইছেন, সঠিকভাবে আবেদন করুন এবং নথি পত্র গুলো সঠিকভাবে প্রদান করুন।
এতদিন যারা সরকারি চাকরির জন্য অপেক্ষায় ছিলেন তাদের জন্য একটা বিরাট বড় সুযোগ জুড়ে আসলো এবার জেলা স্তরে নিয়োগ প্রক্রিয়া। লিখিত পরীক্ষা না দিয়েই সরাসরি চাকরির জন্য আবেদন করা যাবে। তাই প্রত্যেকটা নোটিশ ভালো করে দেখে এবং অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রত্যেকটা জিনিস থেকে ফরম ডাউনলোড করে আবেদন করবেন। না দেখে কেউ আবেদন করবেন না কারণ এর মধ্যে আরও হয়ত বিশদে কোন কিছু জানবার থাকলে সেই নোটিশ দেখে আপনারা জানতে পারবেন।
OFFICIAL WEBSITE | CLICK HERE |
FORM DOWNLOAD | CLICK HERE |
OFFICIAL WHATSAPP GROUP | CLICK HERE |
পশ্চিমবঙ্গে মাধ্যমিক পাশে গ্রুপ-সি পদে নিয়োগ, আবেদন করুন চাকরির জন্য।
Wb Land department Recruitment:
চাকরি প্রার্থীদের জন্য সব-থেকে দুর্দান্ত খবর,জেলা ভূমি দপ্তরের গ্রুপ-সি পদে আমিন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, আবেদন করতে কি কি লাগবে এবং আবেদন প্রক্রিয়া, সমস্তটাই জানতে পারবেন এই প্রতিবেদনে তাই শেষ পর্যন্ত পড়ুন এবং অন্যদের শেয়ার করুন।
জেলা ভূমি দপ্তরে এই নিয়োগ প্রক্রিয়া কোন লিখিত পরীক্ষা ছাড়াই হবে শুধু-মাত্র ইন্টারভিউ এর মাধ্যমেই চাকরি প্রার্থীদের নির্বাচন করবেন জেলার ভূমি দপ্তর। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে জেলার ভূমি দপ্তরের তরফে বিজ্ঞপ্তিতে।
SAIDUR RAHMAN
আমি মোহাম্মদ সাইদুর রহমান। আমি বিগত ২বছর থেকে প্রতিবেদন লিখি। এর সাথে আমি পড়াশোনা করি।