How to Download Voter Card Online. ভোটার কার্ড অনলাইনে মাধ্যমে কিভাবে ডাউনলোড করবেন?

Voter Card Download Online. ভোটার কার্ড অনলাইনে মাধ্যমে কিভাবে ডাউনলোড করবেন?
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Voter card

ভোটার কার্ড কি?

ভোটার কার্ড (বা ভোটার আইডি কার্ড) একটি সরকারি পরিচয়পত্র যা ভোটার হিসেবে একজন নাগরিকের পরিচয় নিশ্চিত করে। এটি সাধারণত নির্বাচন কমিশন দ্বারা ইস্যু করা হয় এবং এটি নির্বাচনে ভোট দেওয়ার জন্য প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়। ভোটার কার্ডে ভোটারের নাম, বয়স, ঠিকানা, ছবি এবং ভোটার আইডি নম্বর থাকে। ভোটার কার্ড থাকলে নির্বাচনে ভোট দেওয়ার অধিকার পাওয়ার পাশাপাশি এটি একটি সরকারি পরিচয়পত্র হিসেবেও ব্যবহৃত হতে পারে।

আরও পড়ুন:বাংলার বাড়ি প্রকল্পের লিস্ট ডাউনলোড করুন। বাংলা আবাস যোজনা টাকা কবে দেবে? Awas Yojana Gramin List download 2024-25

ভোটার কার্ড অনলাইনের মাধ্যমে কিভাবে ডাউনলোড করবেন?

DOWNLOAD STEP:- 1

Voter Card Download Online. ভোটার কার্ড অনলাইনে মাধ্যমে কিভাবে ডাউনলোড করবেন?
Voter Card Download Online

Voter card

ভোটার কার্ড আপনার মোবাইল ফোনের মাধ্যমে ডাউনলোড করতে সর্বপ্রথম আপনাকে চলে আসতে হবে, Google Play Store -এ, এবং এখানে সার্চ করতে হবে এনভিএসপি (NVSP) তারপরেই আপনি নিচে থাকা যে আপনি দেখতে পাচ্ছেন এর উপরে ক্লিক করে সরাসরি এটিকে ডাউনলোড করে নেবেন। যেমনটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন আমরা সরাসরি এ থেকে ডাউনলোড করে নেব।

DOWNLOAD STEP:- 2

Voter Card Download Online. ভোটার কার্ড অনলাইনে মাধ্যমে কিভাবে ডাউনলোড করবেন?
Voter Card Download Online

App -টি ডাউনলোড হয়ে যাবার পর সরাসরি Open Option এ ক্লিক করবেন। তারপর আপনার সামনে খুলে যাবে, নির্বাচন কমিশনের Official App.

Voter card

আরও পড়ুন:-বিশ্বকর্মা যোজনায় কেন্দ্র সরকার ₹15,000 টাকা দিচ্ছে। ৩লক্ষ টাকা ঋণ দেবে কেন্দ্র সরকার। Pm Vishwakarma Yojana Apply Online.

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

DOWNLOAD STEP:- 3

Voter Card Download Online. ভোটার কার্ড অনলাইনে মাধ্যমে কিভাবে ডাউনলোড করবেন?
Voter Card Download Online

তারপর সরাসরি আপনি আপনার অ্যাকাউন্টটি লগইন করে নেবেন, যদি না থাকে নতুন করে New User অপশন থেকে অ্যাকাউন্ট ওপেন করবেন। এক মিনিটের মাধ্যমে আপনি আপনার নতুন ভোটারের অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। মনে রাখবেন এগুলো করতে কোনোরূপ টাকা-র প্রয়োজন নেই।

DOWNLOAD STEP:- 4

Voter Card Download Online. ভোটার কার্ড অনলাইনে মাধ্যমে কিভাবে ডাউনলোড করবেন?
Voter Card Download Online.

আরও পড়ুন: Bangla Shashya Bima Status Cheak online. বাংলা শস্য বীমা ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন কিনা চেক করুন।

এরপরে আপনি যে আইডি এবং পাসওয়ার্ডটি তৈরি করলেন সেটা দিয়ে আপনি সরাসরি login এ ক্লিক করুন। মনে রাখবেন মোবাইল নং টি হলো আপনার Id এবং যেটা পাসওয়ার্ড সেট করেছিলেন সেটাই আপনাকে এখানে দিতে হবে।

DOWNLOAD STEP:- 6

Voter Card Download Online. ভোটার কার্ড অনলাইনে মাধ্যমে কিভাবে ডাউনলোড করবেন?
Voter Card Download Online

সরাসরি আপনার সামনে চলে আসবে Dashboard. এখান থেকে আপনার যেকোনো কাজ করতে পারবেন। তারমধ্যে আমরা যে কাজের জন্য এসেছি তা হচ্ছে ডাউনলোড ইপিক। (e-EPIC)। তাই এই কাজটি করবার জন্য যেখানে মার্ক করা রয়েছে সে অপশনটিতে ক্লিক করবেন। তারপর এগিয়ে যাবেন।

DOWNLOAD STEP:- 6

Voter Card Download Online. ভোটার কার্ড অনলাইনে মাধ্যমে কিভাবে ডাউনলোড করবেন?
Voter Card Download Online

তো এখানে আপনারা লক্ষ্য করুন আপনার কাছে কিন্তু তিনটি অপশন রয়েছে। যেখানে আপনি এক নম্বরে ভোটার নাম্বার আপনার দিয়ে দেখতে পাবেন দ্বিতীয় তে ভোটার নম্বর না থাকলে নতুন যে করেছেন তার রেফারেন্স নাম্বার এবং ভিডিওতে বলা হয়েছে আপনার তথ্য দিয়ে ভোটার নম্বর সার্চ করা। তাই আপনাদের কাছে যদি অলরেডি ভোটার নাম্বার থেকে থাকে তাহলে আপনি সরাসরি এক নম্বর অপশনে ক্লিক করবেন যেখানে টিক মার্ক রয়েছে। যদি আপনার কাছে কোন কিছু না থাকে সব নিচেরটাতে ক্লিক করে আপনি আপনার ডিটেলস দিয়ে সার্চ করতে পারেন।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

আরও পড়ুন:Lakshmir Bhandar December Month Payment Final date. লক্ষীর ভান্ডার প্রকল্পে টাকা কবে দেবে ডিসেম্বর মাসে?লক্ষীর ভান্ডার দ্বিগুন করলো?

Voter card

DOWNLOAD STEP:- 7

Voter Card Download Online. ভোটার কার্ড অনলাইনে মাধ্যমে কিভাবে ডাউনলোড করবেন?
Voter Card Download Online

ভোটার নম্বর জায়গাটাতে ক্লিক করার পর আপনি আপনার ভোটার নম্বরটি দিয়ে দেবেন। তবে সঠিক ভোটার নাম্বার দেওয়ার পর আপনি আপনার রাজ্য টা সিলেক্ট করে সার্চ অপশনে ক্লিক করবেন। ভোটার নম্বর আপনারা সম্পূর্ণটাই দেবেন শুধু-মাত্র নাম্বার দিলে হবে না তার সামনে যে তিনটা word রয়েছে, সেগুলি আপনাকে দিতে হবে অর্থাৎ পুরো ভোটার নাম্বারটা আপনি এখানে লিখবেন।

DOWNLOAD STEP:- 8

Voter Card Download Online. ভোটার কার্ড অনলাইনে মাধ্যমে কিভাবে ডাউনলোড করবেন?
Voter Card Download Online

আমরা যখনই আমাদের ভোটার নাম্বারটা দিলাম তারপরে সার্চ অপশনে বা Fetch Details ক্লিক করতে আমাদের সামনে চলে আসলো পুরো তথ্য। এরপরে আপনি দেখতে পাচ্ছেন নিচে থাকা প্রসিড (Proceed)অপশনে ক্লিক করবেন। তারপরে এগিয়ে যাবেন।

DOWNLOAD STEP:- 9

Voter Card Download Online. ভোটার কার্ড অনলাইনে মাধ্যমে কিভাবে ডাউনলোড করবেন?
Voter Card Download Online

তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্টার মোবাইল নম্বরে আপনার ওটিপি চলে আসবে ডাউনলোড করবার জন্য। তবে যদি তিনবার ওটিপি বলবেন সেক্ষেত্রে 24 ঘণ্টা আপনার লক করে দেয়া হবে আর ভোটার নম্বর। তাই সঠিক ওটিপি দিয়ে সাবমিট বার ভেরিফাই অপশন এ ক্লিক করুন।

DOWNLOAD STEP:- 10

Voter Card Download Online. ভোটার কার্ড অনলাইনে মাধ্যমে কিভাবে ডাউনলোড করবেন?
Voter Card Download Online

তারপরে সরাসরি আপনার কাছে আপনার যা ভোটার কার্ড তা কিন্তু ওপেন হয়ে যাবে এবং এখানে পুরোপুরি ভাবে আপনার এই কার্ডটি প্রিন্ট আউট করে দিতে পারেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি এটা প্রত্যেক জায়গায় মান্যতা দেয়া হবে কারণ ভারতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে এই কার্ড ইস্যু করা হয়।

তাই যে কোন জায়গায় যদি বাধাবিপত্তি হয় অবশ্যই কিন্তু আপনারা ভোটার টি ডাউনলোড করে সরাসরি আপনি দেখাতে পারবেন যেকোনো জায়গায়। তার চিন্তা কীসের মাত্র এক থেকে দুই মিনিটের মধ্যে আপনি আপনার ভোটার কার্ড ডাউনলোড করুন নিজের মোবাইলে।

NVSP OFFICIAL WEBSITECLICK HERE
MY WHATSAPP GROUPCLICK HERE

Voter Card Download Online. ভোটার কার্ড অনলাইনে মাধ্যমে কিভাবে ডাউনলোড করবেন?

EPIC DOWNLOAD ONLINE
ভোটার কার্ড কি?
ভোটার কার্ড (বা ভোটার আইডি কার্ড) একটি সরকারি পরিচয়পত্র যা ভোটার হিসেবে একজন নাগরিকের পরিচয় নিশ্চিত করে। এটি সাধারণত নির্বাচন কমিশন দ্বারা ইস্যু করা হয় এবং এটি নির্বাচনে ভোট দেওয়ার জন্য প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়। ভোটার কার্ডে ভোটারের নাম, বয়স, ঠিকানা, ছবি এবং ভোটার আইডি নম্বর থাকে। ভোটার কার্ড থাকলে নির্বাচনে ভোট দেওয়ার অধিকার পাওয়ার পাশাপাশি এটি একটি সরকারি পরিচয়পত্র হিসেবেও ব্যবহৃত হতে পারে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

WB SCHEME NEWS

WB SCHEME NEWS-এর প্রতিবেদন লিখি। আমি বিগত ৫বছর থেকে সমাজ মাধ্যমে কর্মরত। আমি এখন বর্তমানে এই Website -এ Article লিখা ও অন্যান্য কাজের সাথে যুক্ত।

Leave a Comment