Toilet Scheme: রাজ্য সরকার শৌচাগার বানাতে সবাইকে ১২০০০ টাকা দিচ্ছে মমতা, আবেদন করুন আজকেই।

Toilet scheme: রাজ্য সরকার শৌচাগার বানাতে সবাইকে ১২০০০ টাকা দিচ্ছে মমতা, আবেদন করুন আজকেই।
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Toilet Scheme Apply Onine:

West Bengal Toilet Scheme: বাংলার বাড়ি (গ্রামীণ): বাড়তি ১২ হাজার টাকা দেওয়া হবে শৌচাগার তৈরি করতে? সত্যিই কি এই টাকা পাবেন উপভোক্তারা?

বাংলার বাড়ি প্রকল্পে প্রান্তিক মানুষের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে একটি বড় পদক্ষেপ।

Toilet Scheme

Bangla Awas Yojana:- পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নির্দেশ অনুসারে বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে ১লক্ষ ২০হাজারের প্রথম কিস্তির টাকা ৬০,০০০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসা শুরু হয়ে গিয়েছে উপভোক্তাদের এবং এই টাকা পৌঁছে যাবে প্রত্যেকের ব্যাংকে।

আরও পড়ুন:বাংলার বাড়ি প্রকল্পের লিস্ট ডাউনলোড করুন। বাংলা আবাস যোজনা টাকা কবে দেবে? Awas Yojana Gramin List download 2024-25

কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে শুধু বাড়ি দিয়েই থমকে থাকেনি।বাড়ির সঙ্গে শৌচাগার তৈরি করার জন্যও অতিরিক্ত ১২ হাজার টাকা দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে (West Bengal Toilet Scheme Apply Online)।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

শৌচাগার নির্মাণে রাজ্যের ভূমিকা:-

পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন বিভাগের মন্ত্রী:- শ্রী প্রদীপ কুমার মজুমদার, জানিয়েছেন বাংলাকে ইতি-মধ্যেই “উন্মুক্ত শৌচমুক্ত রাজ্য” হিসেবে ঘোষণা করা হয়েছে।

সেই লক্ষের কথা ভেবে বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের জন্য শৌচাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর এর পক্ষ থেকে।

মিশন নির্মল বাংলা প্রকল্পের সঙ্গে সংযুক্তি ঘটিয়ে এই কাজটি বাস্তবায়িত হবে। শৌচাগার নির্মাণের জন্য সাধারণত ৬০০০ হাজার টাকা করে দুটি কিস্তিতে দেওয়া হয়। একই নিয়ম এখানেও চলবে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন:-বিশ্বকর্মা যোজনায় কেন্দ্র সরকার ₹15,000 টাকা দিচ্ছে। ৩লক্ষ টাকা ঋণ দেবে কেন্দ্র সরকার। Pm Vishwakarma Yojana Apply Online.

এই পকল্পে টাকা কিভাবে ঢুকবে?

পশ্চিমবঙ্গ সরকার নিজের অর্থ তহবিল থেকে বাংলা আবাস যোজনা প্রকল্পের ৬০ হাজার টাকা প্রথম কিস্তি ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে দিয়ে দিয়েছেন। প্রথম কিস্তি টাকা পেয়ে যাওয়ার পর কাজ শুরু হলে শৌচাগার নির্মাণের জন্য অতিরিক্ত ১২০০০ টাকা দেওয়া হবে। উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই টাকা ঢুকবে। তবে মনে রাখবেন এই টাকা সরাসরি দুই কিস্তির মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল (SOP) ও অন্যান্য সুবিধা:-

রাজ্য সরকারের জারি করা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল (এসওপি)-এর অধীনে বিভিন্ন প্রকল্পের সঙ্গে সংযুক্তির মাধ্যমে বাড়ি নির্মাণকারীদের জন্য মৌলিক সুবিধাগুলি নিশ্চিত করার কথা বলা হয়েছে।

বিদ্যুৎ, পানীয় জল, এবং শৌচাগারের মতো সুবিধা এই প্রকল্পের উপভোক্তারা পাবেন। এছাড়া, এই পরিবারগুলিকে আনন্দধারা প্রকল্পের আওতায় আনার কথাও জানিয়েছে রাজ্য সরকার।

Toilet scheme:
Toilet scheme:

আরও পড়ুন: Bangla Shashya Bima Status Cheak online. বাংলা শস্য বীমা ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন কিনা চেক করুন।

পুরনো শৌচাগারের পুনর্গঠন পদ্ধতি:-

অনেক পরিবারেই দেখা যায় পুরোনো শৌচাগার গুলির অবস্থা অনেকটাই খারাপ থাকে। এই পরিস্থিতিতে যারা আগে মিশন নির্মল বাংলার অধীনে শৌচাগার পেয়েছেন, তাঁদের ক্ষেত্রেও বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া রাজ্য সরকারের মূল উদ্দেশ্য গরীব পরিবারদের আশ্রয় মিলে।

বাংলার বাড়ি প্রকল্পের পাশাপাশি শৌচাগার নির্মাণের জন্য যে অর্থ বরাদ্দ করা হবে, সেটা রাজ্য সরকারের কাছে প্রশংসনীয় ব্যাপার।সরকারের এই সিদ্ধান্ত প্রকল্পের সাফল্যকে একধাপ এগিয়ে নিয়ে যাবে।

শৌচালয় নিয়ে জেলাগুলির ভূমিকা ও বৈঠকের প্রস্তুতি:-

আরও পড়ুন:Lakshmir Bhandar December Month Payment Final date. লক্ষীর ভান্ডার প্রকল্পে টাকা কবে দেবে ডিসেম্বর মাসে?লক্ষীর ভান্ডার দ্বিগুন করলো?

সংবাদ মাধ্যম সূত্রের খবর :-

রাজ্যের উদ্যোগ বাস্তবায়ন করাতে এবার উচ্চ পর্যায়ের বৈঠক হতে পারে। প্রতিটি জেলা শাসকের বিভিন্ন আধিকারিকদের এই দায়িত্ব পালন করার জন্য একটি বৈঠক হবে। তবে শৌচাগার পাওয়ার জন্য উপভোক্তাদের আলাদাভাবে আবেদন করতে হবে বলেই জানা যাচ্ছে।

Sorasori MukhyomantriCLICK HERE
TOILET APPLY LINKCLICK HERE
Toilet scheme: রাজ্য সরকার শৌচাগার বানাতে সবাইকে ১২০০০ টাকা দিচ্ছে মমতা, আবেদন করুন আজকেই।
Toilet scheme:

Toilet Scheme: রাজ্য সরকার শৌচাগার বানাতে সবাইকে ১২০০০ টাকা দিচ্ছে মমতা

Toilet Scheme Apply Onine:
West Bengal Toilet Scheme: বাংলার বাড়ি (গ্রামীণ): বাড়তি ১২ হাজার টাকা দেওয়া হবে শৌচাগার তৈরি করতে? সত্যিই কি এই টাকা পাবেন উপভোক্তারা?
বাংলার বাড়ি প্রকল্পে প্রান্তিক মানুষের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে একটি বড় পদক্ষেপ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

SAIDUR RAHMAN

আমি মোহাম্মদ সাইদুর রহমান। আমি বিগত ২বছর থেকে প্রতিবেদন লিখি। এর সাথে আমি পড়াশোনা করি।

Leave a Comment