Pm kisan samman nidhi: 19th Installment Benefit
Pm kisan sammn nidhi প্রকল্প কি?
কেন্দ্রীয় সরকার কৃষকদের জন্য জনকল্যাণমূলক প্রকল্প শুরু করেছে এই পিএম কিষান প্রকল্প। রাজ্য কিংবা কেন্দ্রীয় একাধিক প্রকল্পের মাধ্যমে সুবিধা পাচ্ছেন কৃষকরা। কেন্দ্র সরকার চায় কৃষকদেরকে আরো স্বাবলম্বী করতে একাধিক প্রকল্পের মাধ্যমে সাহায্য করতে তবে পিএম কিষান প্রকল্পের মাধ্যমে কৃষকরা সর্বত্রই টাকা পেয়ে থাকেন।
কেন্দ্রীয় সরকার দ্বারা শুরু করা এই 2019 সালের প্রকল্প নামই হচ্ছে পিএম কিষান প্রকল্প। যেই প্রকল্পের মাধ্যমে কৃষকরা যারা যোগ্য আবেদন করবেন, তাদের প্রতি বছরে ৬০০০ টাকা সমান তিনটি কিস্তির মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে হস্তান্তর করা হয়,
Table of Contents
এবং কৃষকদের এতে এতটাই সুবিধা হয় যে তাদের চাষাবাদে এই টাকা খরচ করতে পারেন। যা দেখে কেন্দ্রীয় সরকার খুবই খুশি হয়েছে কৃষকদের এই প্রকল্পের মাধ্যমে নাম নথিভুক্ত করতে পেরে।
Pm kisan samman nidhi:- 19th Installment
Pm kisan samman nidhi
পিএম কিষান প্রকল্পে কত টাকা দেওয়া হয়?
কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী পিএম কিষান প্রকল্পের মাধ্যমে ৬০০০ টাকায় দেওয়া হয় বছরে। তবে শুধুমাত্র কৃষক মাথাপিছু এই টাকা পাইনা, একটা কৃষি পরিবারকে ৬০০০ টাকা বাৎসরিক আর্থিক সাহায্য করা হয় যেটা তিনটি কিস্তির মাধ্যমে সমান্তরাল কিস্তি তাদের ব্যাংক অ্যাকাউন্টে ২০০০/- করে টাকা ৩বারে ঢুকে যাই।
আরও পড়ুন:– Toilet Scheme: রাজ্য সরকার শৌচাগার বানাতে সবাইকে ১২০০০ টাকা দিচ্ছে মমতা, আবেদন করুন আজকেই।
পিএম কিষান প্রকল্পে ১৯নং কিস্তির টাকা কবে দেবে?
কেন্দ্রীয় সরকার টাকা দেওয়ার আগে ফাইনাল ডেট জানিয়ে দেয় কৃষকদের যেটা কৃষি দপ্তরের তরফ থেকে আপডেট করা হয় পিএম কিষান থেকে শুরু করে অন্যান্য ওয়েবসাইটে। তবে আপনাদের ১৯নং কিস্তির টাকা কবে ব্যাংকে পাবেন বিস্তারিত ভাবে জানাবো।
কেন্দ্রীয় সরকার টাকা দেওয়ার কিছু নিয়ম রেখেছে এই প্রকল্পে। যেটা আপনার লক্ষ্য করতে পারবেন পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে। (Pm kisan samman nidhi)
Pm kisan 19th installment Date!
ওয়েব সাইটে এসে নিচের দিকে আপনি দেখতে পাবেন পিরিয়ড ওয়াইস পেমেন্ট(Period Wise Payments) এখানে মূলত দেখা যায় পিএম কিষান প্রকল্পের মাধ্যমে কবে টাকা ঢুকে থাকে।
আমরা ১৯ নম্বর কিস্তির টাকা কবে পাবো সেটা আপনারা দেখতে পাচ্ছেন। 19th installment (December -March) মূলত কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী আমরা ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে পিএম কিষান প্রকল্পের ১৯নং কিস্তির টাকা পাবো।
1ST:- DECEMBER TO MARCH
2ND:-APRIL TO JULY
3RD:-AUGUST TO SEPTEMBER
সম্ভাব্য খবর :- পিএম কিষান প্রকল্পের ১৯নং কিস্তির টাকা কবে পাবেন?
এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকার ১৯ নম্বর কিস্তির টাকা দিতে চলেছে 2025 সালেই। কিন্তু ২০২৫ সালে কোন দিন টাকা দেবে এটা স্পষ্ট শুধু-মাত্র কেন্দ্রীয় সরকারের কৃষি দপ্তরের তরফ থেকেই জানানো যাবে। এর আগের যে সমস্ত কিস্তির টাকা দেয়া হয়েছিল সেই সময় যদি আমরা ধরি,
আরও পড়ুন:–Bangla Shashya Bima Status Cheak: বাংলা শস্য বীমা প্রকল্প স্ট্যাটাস কিভাবে চেক করবেন?
সেক্ষেত্রে এই প্রকল্পের মাধ্যমে যে টাকা তা আপনারা কিন্তু জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসে ২০২৫ সালে পেতে চলেছেন। তবে এটাও স্পষ্ট নয় কারণ আপনারা কিন্তু এর আগে যে এই কিস্তি টাকাটা পেয়েছেন তা কিন্তু ফেব্রুয়ারি মাসে পেয়েছেন। বলে আশা করা যাচ্ছে ২০২৫ সালে আপনারা এই টাকা পেতে চলেছেন। তবে কেন্দ্রীয় সরকার দ্বারা আগে স্পষ্ট করে দেয় আপনাদের স্ট্যাটাস আপডেট করে তারপর একটা অফিসিয়াল ব্যানার এর মাধ্যমে।
PM KISAN SAMMAN NIDHI | CLICK HERE |
KNOW YOUR STATUS | CLICK HERE |
MY WHATSAPP GROUP | CLICK HERE |
SAIDUR RAHMAN
আমি মোহাম্মদ সাইদুর রহমান। আমি বিগত ২বছর থেকে প্রতিবেদন লিখি। এর সাথে আমি পড়াশোনা করি।