Ration Card Mobile Number Link: রেশন সামগ্রী পেতে মোবাইল নম্বর লিংক করতেই হবে, Big Update খাদ্য দপ্তরের। - WB SCHEME NEWS

Ration Card Mobile Number Link: রেশন সামগ্রী পেতে মোবাইল নম্বর লিংক করতেই হবে, Big Update খাদ্য দপ্তরের।

Ration Card Mobile Number Link:- মোবাইল নম্বর লিঙ্ক ছাড়া গ্রাহকদের রেশন সামগ্রী দেবেনা রাজ্য, খাদ্য দপ্তরের বিজ্ঞপ্তিতে বিতর্ক!

এই মর্মে খাদ্য দপ্তরের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে উল্লেখ রয়েছে এখনো পর্যন্ত যে সমস্ত রেশন গ্রাহকদের মোবাইল নম্বরের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করা সম্পূর্ণ হয়নি, তাদের মোবাইল নম্বর তাড়াতাড়ি লিংক করার জন্য নির্দেশ দিয়েছেন প্রত্যেকে ডিলারদের।

সম্প্রতি:- রেশম সামগ্রীতে কারচুপি বা অনিয়মের অভিযোগ আজ নতুন নয়। অনেকদিন থেকে হয়ে যাচ্ছে এই দুর্নীতি কিংবা অনিয়মের অভিযোগ। তবে রেশন কার্ড নিয়ে এবার নয়া সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ দপ্তর। বলা হচ্ছে, মোবাইল নম্বর লিঙ্ক ছাড়া গ্রাহকদের রেশন দেওয়া হবে না। এবার গ্রাহকদের রেশন পেতে, মোবাইল নম্বরের সাথে রেশন কার্ড লিংক করা বাধ্যতামূলক। তবে এই সিদ্ধান্ত কে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

আরও পড়ুন:বাংলার বাড়ি প্রকল্পের লিস্ট ডাউনলোড করুন। বাংলা আবাস যোজনা টাকা কবে দেবে? Awas Yojana Gramin List download 2024-25

পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে উল্লেখ রয়েছে। এখনো পর্যন্ত যে সমস্ত রেশন গ্রাহকরা মোবাইল নম্বর রেশন কার্ডের সাথে লিংক করেনি তাদের খুব দ্রুত এই কাজটির সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রত্যেক ডিলারদের।

Ration Card Mobile Number Link
Ration Card Mobile Number Link

পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ দপ্তরের তথ্য অনুযায়ী, ৩কোটি ৯০লক্ষ পরিবারদের রেশন কার্ড আছে। এর মধ্যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে এমন উপভোক্তার সংখ্যা ১কোটি ৩২লক্ষ পরিবার। বাকি থাকছে প্রায়, ১কোটি ৫৮লক্ষ পরিবারের মোবাইল নম্বর বর্তমানে লিংক নেই রেশন কার্ডের সাথে।

রাজ্যের খাদ্য দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে যে সেই সমস্ত পরিবার যাদের এখনো পর্যন্ত মোবাইল নম্বর লিঙ্ক নেই অন্ততপক্ষে তাদের পরিবারের কোনো এক সদস্যের মোবাইল নম্বর লিঙ্ক করতে বলা হচ্ছে। এই নির্দেশিকা ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক।

যদিও রাজ্যের খাদ্য দপ্তরের আধিকারিকদের বক্তব্য হচ্ছে, রেশন বেহাত হয়ে না যায় তার জন্যই এই সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ দপ্তরের পক্ষ থেকে নেয়া হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় একজনের রেশন অন্য-জনকে দেওয়া হয়। এই অনিয়ম রুখতেই এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন:-বিশ্বকর্মা যোজনায় কেন্দ্র সরকার ₹15,000 টাকা দিচ্ছে। ৩লক্ষ টাকা ঋণ দেবে কেন্দ্র সরকার। Pm Vishwakarma Yojana Apply Online.

ফলত একজনের রেশন অন্য-জনের কাছে গেলে গ্রাহক মোবাইলে মেসেজ পেয়ে যাবেন বলেই এই সিদ্ধান্ত। তিনি এ তথ্য জানতে পারবেন এবং অভিযোগ জানাতে পারবেন যদি অনিয়মভাবে রেশন তুলে থাকেন কেউ। এটা গ্রাহকদের অনেক সুবিধে জনক কাজ হবে বলেই আশা করছে সংশ্লিষ্ট মহলের আধিকারিকগণ।

এই নির্দেশে বলা হয়েছে, কেউ যদি রেশন তুলতে যায় তবে গ্রাহকদের কাছ থেকে মোবাইল নম্বর নিয়ে ই-পস (E-pos) মেশিনে তা নথিভুক্ত করতে হবে রেশন ডিলারদের। যদি অন্য কারো মোবাইল নম্বর অথবা অন্য কোন পরিবারের মোবাইল নম্বর নথিভুক্ত হয়ে থাকে সেটি দ্বিতীয়বার আর ব্যবহার করা যাবে না, এমনই জানানো হয়েছে রাজ্যের খাদ্য দপ্তরের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তিতে।

Wbpds Official Notice

Ration Card Mobile Number Link
Ration Card Mobile Number Link

এছাড়াও বলা হচ্ছে, রেশন ডিলার নিজেদের মোবাইল নম্বর ব্যবহার করতে পারবেন না, তার পরিবারের কোনো সদস্য ফোন নম্বর দিতে পারবেন না। এই নতুন নির্দেশিকা ঘিরে রীতিমতো সমস্যায় পড়ছেন রেশন ডিলাররা। ডিলারদের বক্তব্য, অনেকে এমনও আছেন মোবাইল ফোন নেই। তাই, সরকারি আদেশে তাদের রেশন দেওয়াই যাবে না, অভিযোগ করছেন খোদ রেশন ডিলাররা। ফলে রেশন গ্রাহকরা চড়াও হবে রেশন ডিলারদের উপরে।

আরও পড়ুন: Bangla Shashya Bima Status Cheak online. বাংলা শস্য বীমা ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন কিনা চেক করুন।

রেশন ডিলারদের সংগঠনের বক্তব্য:-

ডিলারদের সংগঠনের বক্তব্য, এই ধরনের নিয়ম অবাস্তব বলছেন রেশন ডিলার সংগঠন। ফলে সাধারণ গ্রাহকরাই সমস্যায় পড়বেন। ডিলারদেরও সমস্যা আর সম্মুখীন হতে হবে। সুপ্রিম কোর্ট সরাসরি বলছে রেশন সুবিধা থেকে কাউকে বঞ্চিত করা যাবে না। খাদ্যমন্ত্রী:- রথীন ঘোষ দাবি করছেন, এটা খুব ভালো উদ্যোগ। এখন প্রত্যেকের কাছে মোবাইল রয়েছে, ফলে ডিলাররা গ্রাহকদের ঠকাতে আর পারবেন না।

WBPDS WEBSITECLICK HERE
WBPDS Update Mobile NumberCLICK HERE

Ration Card Mobile Number Link:

Ration Card Mobile Number Link:- মোবাইল নম্বর লিঙ্ক ছাড়া গ্রাহকদের রেশন সামগ্রী দেবেনা রাজ্য, খাদ্য দপ্তরের বিজ্ঞপ্তিতে বিতর্ক!
এই মর্মে খাদ্য দপ্তরের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে উল্লেখ রয়েছে এখনো পর্যন্ত যে সমস্ত রেশন গ্রাহকদের মোবাইল নম্বরের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করা সম্পূর্ণ হয়নি, তাদের মোবাইল নম্বর তাড়াতাড়ি লিংক করার জন্য নির্দেশ দিয়েছেন প্রত্যেকে ডিলারদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top