Air India Flight's: হলফনামা তলব ইয়ার ইন্ডিয়ার। অবসরপ্রাপ্ত কর্মীরা সুবিধা থেকে বঞ্চিত? Air India New 2025 - WB SCHEME NEWS

Air India Flight’s: হলফনামা তলব ইয়ার ইন্ডিয়ার। অবসরপ্রাপ্ত কর্মীরা সুবিধা থেকে বঞ্চিত? Air India New 2025

Air India Flight’s:- ইয়ার ইন্ডিয়ার কাছে হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট। ইয়ার ইন্ডিয়ায় কর্মরত অবসরপ্রাপ্ত কর্মীদের ১০ শতাংশ বাড়তি সুবিধা থেকে বঞ্চিত হওয়ার জন্যই হলফনামা তলব করেছে কলকাতা হাইকোর্ট।

Air India Flight’s:- কলকাতা হাইকোর্ট কেন হলফনামা চাইলো এয়ার ইন্ডিয়ার কাছে?

সম্প্রতি:- ইয়ার ইন্ডিয়ার অবসরপ্রাপ্ত কর্মীদের অবসরকালীন যে ১০ শতাংশ ও বাড়তি সুবিধা দেওয়ার কথা এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে (Employees Defined Contribution Pension Scheme) প্রকল্পে বঞ্চনা করার জন্যই এই মামলায় এয়ার ইন্ডিয়ার কাছে জবাব তলব করল কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন:Wb BDO Office Job:- রাজ্যে এইট পাশে চাকরির সুযোগ! সম্পূর্ণ বিনামূল্যে করুন আবেদন

বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় তাঁর নির্দেশেই বলেছেন, উল্লেখ করছেন বিচারপতি এয়ার ইন্ডিয়ার ব্যবসা ভালো না হলে এই বাড়তি সুবিধা দেওয়া হবে না বলেই শর্ত ছিল।

Air India Flight’s:- Kolkata High Court

এর পরেও দেখা যাচ্ছে ২টি আর্থিক বছরে, সময় পেরিয়ে যাওয়ার পরেও অবসরকালীন কর্মীদের বাড়তি সুবিধা দিয়েছিল এই এয়ার ইন্ডিয়া। আবার এও অভিযোগ, কোনো কোনো বছর ভালো ব্যবসা হলেও পুরো টাকা দেয়নি ইয়ার ইন্ডিয়া।

Air India Flight's
Air India Flight’s

Air India Flight’s: কলকাতা হাইকোর্ট এর ব্যাখ্যা জানতে চেয়েছেন। শুধু এই নয়, এর পাশাপাশি মামলা-কারীদের তরফে এই বাড়তি সুবিধা না দেওয়া নিয়ে “এয়ার ইন্ডিয়ার” সঙ্গে এই প্রকল্পের পরিচালনা সংস্থার মধ্যে গোপন বোঝাপড়ার যে অভিযোগ উঠেছে, এর জবাবও চেয়েছে কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন:Wb Land department Recruitment: পশ্চিমবঙ্গে মাধ্যমিক পাশে গ্রুপ-সি পদে নিয়োগ, আবেদন করুন চাকরির জন্য।

সংস্থার কাছ থেকে সম্পূর্ণ জবাবের পর পালটা জবাব দেবেন মামলাকারীরা। সম্প্রতি, ২০২৫ সালে ফেব্রুয়ারি মাসে এই মামলাটির ফের শুনানির জন্য তালিকায় উঠবে বলে জানিয়েছে আদালত।

ইয়ার ইন্ডিয়ার অবসরপ্রাপ্ত কর্মীদের বিশেষ সুবিধা:-

এয়ার ইন্ডিয়ার অবসরপ্রাপ্ত কর্মীদের গ্র্যাচুইটি, পেনশন, মেডিকেল বেনিফিট–সহ কোম্পানির লভ্যাংশের ২০ শতাংশ বাড়তি সুবিধা দেওয়া হতো।

মামলাকারী সংগঠনের তরফে হাইকোর্টে জানানো হয়:-

এয়ার ইন্ডিয়ার এই প্রকল্পের মাধ্যমে মামলাকারী সংগঠনের তরফে হাইকোর্টে জানানো হয়:- এয়ার ইন্ডিয়ার অবসরপ্রাপ্ত কর্মীদের গ্র্যাচুইটি, পেনশন, মেডিক্যাল বেনিফিট–সহ কোম্পানির লভ্যাংশের ২০ শতাংশ বাড়তি সুবিধা পেতো। এরপরে ২০০৭ সাল থেকে তার সঙ্গে আরও ১০% বাড়তি অবসরকালীন সুবিধা, অবসরপ্রাপ্ত কর্মীদের দেওয়ার চুক্তি হয়।

Air India Flight’s:- (Employees Defined Contribution Pension Scheme) T&C:-

(এমপ্লয়িজ ডিফাইনড কন্ট্রিবিউশন পেনশন স্কিম) প্রকল্পের শর্ত ছিল, এই সংস্থার বাৎসরিক আয় যথাযথ হলে তবেই এই সুবিধে মিলবে অবসর প্রাপ্ত কর্মীদের। এই মামলায় অভিযোগ করা হয়, ২০১৭ সাল থেকে সর্বপ্রথম সেই টাকা দেওয়া শুরু হয়।

Air India Flight's
Air India Flight’s
আরও পড়ুন:West Bengal Group: D Recruitment 2024: চাকরির সুযোগ, এইট পাশে গ্রুপ-ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করুন

অথচ, ২০১৮-১৯ থেকে ২০২০-২১ পর্যন্ত এই বাড়তি ১০ এক টাকাও পাননি এই অবসরপ্রাপ্ত কর্মীরা। আবার এর পরের তিন বছরে পেয়েছেন ১০ শতাংশের সামান্য কিছু অংশ। এরপরে আদালতে মামলাকারীরা মামলা করে এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে।

AIR INDIA WEBSITECLICK HERE
WHATSAPP GROUPCLICK HERE
আরও পড়ুন:Milan Mela: পশ্চিমবঙ্গ রাজ্যে শুরু হচ্ছে চাকরির মেলা, সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ। Job Fair In West Bengal

Air India Flight’s: হলফনামা তলব ইয়ার ইন্ডিয়ার।

ইয়ার ইন্ডিয়ার কাছে হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট। ইয়ার ইন্ডিয়ায় কর্মরত অবসরপ্রাপ্ত কর্মীদের ১০ শতাংশ বাড়তি সুবিধা থেকে বঞ্চিত হওয়ার জন্যই হলফনামা তলব করেছে কলকাতা হাইকোর্ট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top