Ration Card Correction Online: রেশন কার্ডের যেকোনো ভুল, মাত্র 1মিনিটে ঠিক করুন. Wbpds Big Update. - WB SCHEME NEWS

Ration Card Correction Online: রেশন কার্ডের যেকোনো ভুল, মাত্র 1মিনিটে ঠিক করুন. Wbpds Big Update.

Ration Card Correction online:- রেশন কার্ডের:- নাম, বয়স, লিঙ্গ, অভিভাবকের নাম, ঠিকানা পরিবর্তন করুন এক মিনিটেই। আপনার নিজের স্মার্টফোন দিয়ে। যুগের সাথে তাল মিলিয়ে নতুন নতুন উদ্যোগ নিচ্ছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। রেশন কার্ডে এতদিন ঠিক করার প্রক্রিয়া ছিল অনলাইনের ও অফলাইনের মাধ্যমেই, তবে কয়েকটা পর্যায়ে গিয়ে ঠিক হত, এতে কিছুটা সময় যেত গ্রাহকদের সাথে স্ট্যাটাস চিক করতে হতো।

বর্তমানে রাজ্য সরকারের এই রেশন কার্ডগুলি ঠিক করতে, কোনো জায়গায় ও কোনো গ্রাহকদের সময় নষ্ট করতে হবেনা । আধার কার্ডের মাধ্যমে যাবতীয় জিনিস ঠিক হয়ে যাবে ১মিনিটেই। এতে গ্রাহকদের সুবিধা হবে তাদের রেশন কার্ড ঠিক করাতে মাত্র ১মিনিটেই করাতে পারবেন। সময় সাশ্রয় ও ফ্রিতেই করতে পারবেন।

আরও পড়ুন:Wb BDO Office Job:- রাজ্যে এইট পাশে চাকরির সুযোগ! সম্পূর্ণ বিনামূল্যে করুন আবেদন

Ration Card Correction online:-

অনেকে ভাবেন রেশন কার্ডের প্রয়োজন হয় না! কিন্তু বিশেষ জায়গায় রেশন কার্ডের প্রয়োজন পড়লে সেখানে যদি আপনার নাম ভুল থাকে সেক্ষেত্রে একটা বিপদের সম্মুখীন হবেন। তাই আপনাদের সুবিধার্থে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের খাদ্য দপ্তরের তরফ থেকে ওয়েবসাইটে ইতিমধ্যে আপডেট করে দেওয়া হয়েছে অনলাইনের মাধ্যমে সম্পন্ন ফ্রিতে এক মিনিটে রেশন কার্ডের নাম বা কিংবা যাবতীয় তথ্য ঠিক করতে পারবেন।

রেশন কার্ড সংশোধন করতে কত টাকা লাগবে?

রেশন কার্ড ঠিক করতে বা সংশোধন করতে কোনো টাকা-র প্রয়োজন নেই। তবে আপনারা যেই অনলাইন দোকান থেকে করে থাকেন কাজগুলো সেখানে হয়ত তাদের সুবিধার্থে কিছু টাকা নিয়ে থাকে।

আরও পড়ুন:Wb Land department Recruitment: পশ্চিমবঙ্গে মাধ্যমিক পাশে গ্রুপ-সি পদে নিয়োগ, আবেদন করুন চাকরির জন্য।

যদি আপনি চান আপনার স্মার্টফোন দিয়ে করবেন সেক্ষেত্রে রাজ্য সরকারকে কোনোরকম টাকা আপনাকে দিতে হবে না।

Ration Card Correction
Ration Card Correction

কোথায় যেতে হবে রেশন কার্ড সংশোধন করতে:-

এর আগে আপনি হয়ত জানেন রেশন কার্ড ঠিক করতে অনেকেই লাইনে দাঁড়িয়ে অফলাইনের মাধ্যমে করেছেন। দুয়ারে সরকার কর্মসূচিতে, ফর্ম জমা দিচ্ছেন অনেকবারই কিন্তু এই রেশন কার্ড ঠিক হচ্ছে না। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মূলত রেশন কার্ড সংশোধনের জন্য অনলাইন ব্যবস্থা নিয়ে এসেছিল, তারপরেও অনেকে অনেক সমস্যা সম্মুখীন হচ্ছেন পরবর্তীতে আধার কার্ডের মাধ্যমে রেশন কার্ড ঠিক করার ব্যবস্থাপনা নিয়ে আসলো পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তর।

আরও পড়ুন:West Bengal Group: D Recruitment 2024: চাকরির সুযোগ, এইট পাশে গ্রুপ-ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করুন

এছাড়া বর্তমানে আপনি আপনার নিকটবর্তী বিএসকে (BSK) কেন্দ্রে গিয়েও করতে পারবেন এই কাজটি। এছাড়াও আপনি নিকটবর্তী রেশন অফিসে গেলেও এই কাজ করে দেবে। তবে অফলাইনের মাধ্যমে হয়ে গেলে আপনি কেন যাবেন? বর্তমানে সম্পূর্ণ ফ্রিতে রেশন কার্ড সংশোধনের সুবিধা নিয়ে এসেছে পশ্চিমবঙ্গের খাদ্য সরবরাহ দপ্তর। তাই ভালো করে মনোযোগ দিয়ে পড়ুন এবং আপনি আপনার রেশন কার্ড ঠিক করুন।

Ration Card Correction online: বিশেষ ঘোষণা:-

রেশন কার্ডের যেকোনো তথ্য সবসময় ঠিক করতে পারবেন তবে এটা আধার কার্ডের সাথে সরাসরি ঠিক হয়ে যাবে। এই রেশন কার্ড ঠিক করার পর কোনোরূপভাবে নতুন রেশন কার্ড আপনি পাবেন না আপনার পোস্ট অফিসের মাধ্যমে। অনেকেই ভাবছেন নতুন রেশন কার্ড যতবারই সংশোধন করবেন ততবার নতুন নতুন কার্ড আপনাকে দিয়ে যাবে তবে এটা সম্পূর্ণ ভুল, কোনো কার্ড দেবেনা, ফলে আপনাকে অনলাইনের মাধ্যমে শুধু মাত্র ডাউনলোড করতে দেবে।

আপনার রেশন কার্ডের যদি কোন কিছু ঠিক করাতে চান বা সংশোধন করাতে চান সেক্ষেত্রে রেশন কার্ড আপনি অনলাইনের মাধ্যমে ঠিক করাতে পারবেন। কীভাবে করবেন রেশন সংশোধন নিম্নে আলোচনা করা হলো:-

১) সর্বপ্রথম আপনাকে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। Wbpds এখানে ক্লিক করুন👈

২) হোম পেজে দেখতে পাবেন সেলফ সার্ভিস (Self Service) এখানে ক্লিক করুন👈

৩) এবার আপনি সংশোধন (Rectify/Update) বাটনে ক্লিক করুন। এখানে ক্লিক করুন👈

আরও পড়ুন:Milan Mela: পশ্চিমবঙ্গ রাজ্যে শুরু হচ্ছে চাকরির মেলা, সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ। Job Fair In West Bengal
Ration Card Correction
Ration Card Correction

৪) যে রেশন কার্ডটি সংশোধন করাতে চান সেই রেশন কার্ডের নম্বর বসিয়ে সার্চ বাটনে ক্লিক করুন।

৫) আপনার রেশন কার্ডের, যেগুলো সংশোধন করাতে চান সেখানে টিক করুন। যেমন:- ঠিকানা পরিবর্তন করতে চান ঠিকানার বক্সে ক্লিক করুন।

Ration Card Correction:- ৬) যেই তথ্য ঠিক সেই তথ্য এখানে দেওয়ার পর পরবর্তী পেজে গিয়ে আপনি সাবমিট এ ক্লিক করুন

রেশন কার্ডের সংশোধন হতে কতক্ষণ সময় লাগবে?

যুগের সাথে তাল মিলিয়ে সবকিছু ডিজিটাল হচ্ছে তার মধ্যে এই রেশন কার্ডও, এবার রেশন কার্ড ডিজিটাল মাধ্যম। কেননা, রেশন কার্ড ঠিক করতে আপনাকে আর কোনোরকম লাইনে দাঁড়াতে হবে না বা রেশন ডিলার এর কাছে যেতে হবে না। সরাসরি অনলাইনের মাধ্যমে এক মিনিট এই করতে পারবেন আপনার রেশন কার্ড সংশোধন। আবার, এখান থেকে কোথাও জমা দিতে হবে না এখন ঠিক করলে তৎক্ষণাৎ ঠিক হয়ে যাবে।

Ration Card Correction
Ration Card Correction
OFFICIAL WEBSITECLCIK HERE
BSK WEBSITECLCIK HERE
WHATSAPP GRIUPCLCIK HERE

Ration Card Correction Online: রেশন কার্ডের যেকোনো ভুল ঠিক করুন

Ration Card Correction online:- রেশন কার্ডের:- নাম, বয়স, লিঙ্গ, অভিভাবকের নাম, ঠিকানা পরিবর্তন করুন এক মিনিটেই। আপনার নিজের স্মার্টফোন দিয়ে। যুগের সাথে তাল মিলিয়ে নতুন নতুন উদ্যোগ নিচ্ছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top