SBI FD Interest: Sbi ব্যাংকে 180 দিনের FD-তে ৩লক্ষ টাকা জমা দিলে কত টাকা পাবেন? SBI New FD - WB SCHEME NEWS

SBI FD Interest: Sbi ব্যাংকে 180 দিনের FD-তে ৩লক্ষ টাকা জমা দিলে কত টাকা পাবেন? SBI New FD

SBI FD Interest:- ব্যাংকে নিরাপদ বিনিয়োগ মানে ফিক্সড ডিপোজিট, সর্বোচ্চ সেরা স্থানে ধরা হয়। প্রত্যেক বিনিয়োগকারীদের মাথায় আসে প্রথমে ফিক্স ডিপোজিট।

২০২৪ সাল শেষ হতে তথা ২০২৫ সালের শুরুর দিকেই বা বর্তমান সময়ে আর্থিক সঞ্চয়ের পথে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হল মুদ্রাস্ফীতির। কোন কিছুরই খরচ কোনদিনও কমে না, দিন দিন কেবল তা বাড়তে থাকে, ফলে আর্থিক সঞ্চয়ের জন্য বিনিয়োগ প্রয়োজন। তবে বর্তমান সময়ে মার্কেটে বিভিন্ন রকম বিনিয়োগকারী সংস্থা থাকা সত্ত্বেও সেগুলো নিরাপদ নয়!

আরও পড়ুন:Milan Mela: পশ্চিমবঙ্গ রাজ্যে শুরু হচ্ছে চাকরির মেলা, সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ। Job Fair In West Bengal
SBI FD Interest
SBI FD Interest

SBI FD Interest

অনেক অর্থ কষ্ট করে উপার্জন করবার পরে লোকসানের ভয় থাকে। সেই নিরাপদের দিক দিকে দেখলে ফিক্সড ডিপোজিট সর্বসেরা। সর্বপ্রথম মাথায় আসে। FD বাজারের সঙ্গে যুক্ত নয়। ভালো তো বাজারের ওঠানামার কোনো প্রভাব পড়ে না, ফলে বিনিয়োগ সম্পন্ন নিরাপদ। বিনিয়োগকারীদের রিটার্ন নিশ্চিত।

SBI FD Interest:- State bank of india

ভারতবর্ষের বৃহত্তম সরকারি ব্যাংক হচ্ছে এস বি আই (S.B.I), এসবিআই ব্যাংকে ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিট করা যায়। ইন্টারেস্ট রেট ভালোই দেওয়া হয়। কিছু কিছু ফিক্সড ডিপোজিট বিনিয়োগে আয়কর আইনের ধারা ৮০-সি এর অধীনে কর সুবিধাও পাওয়া যায়

বর্তমানে যদি কোন গ্রাহক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় ফিক্সড ডিপোজিট স্কিমের ১৮০ দিনের জন্য ৩ লাখ টাকা বিনিয়োগ করেন, তাহলে মেয়াদ শেষে বা ম্যাচিউরিটির সময় কত টাকা রিটার্ন পাবেন? এটা সম্পূর্ণ নির্ভর করছে কত সুদ দেবে তার উপরে।

আরও পড়ুন:West Bengal Group: D Recruitment 2024: চাকরির সুযোগ, এইট পাশে গ্রুপ-ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করুন

State bank of india Interest Rate:-

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (S.B.I) তে ৭ দিন থেকে ৪৫ দিনের মেয়াদে 3.5%

৪৬ দিন থেকে নিয়ে ১৭৯ দিন পর্যন্ত Interest Rate:- 5.50%

১৮০ দিন থেকে ২১০ দিন পর্যন্ত 6.00%

২১১ দিন থেকে নিয়ে এক বছর পর্যন্ত 6.25%

এক বছর থেকে দুই বছরের কম মেয়াদে 6.80%

বছর থেকে তিন বছরের কম মেয়াদে 7.00%

বছর থেকে বছরের কম মেয়াদে 6.75%

এবং সর্বশেষ অর্থাৎ পাঁচ বছর থেকে ১০ বছর মেয়াদ এর মধ্যে একজন গ্রাহক ফিক্সড ডিপোজিটে 6.50% হরে সুদ পেয়ে যাবেন।

SBI FD Interest
SBI FD Interest

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ১৮০ দিনের ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে সাধারণ নাগরিকদের দেওয়া হবে, 6.25% এবং সিনিয়র সিটিজেনদের ফিক্সড ডিপোজিটে সুদের হার:- 6.75% দেওয়া হচ্ছে।

আরও পড়ুন:Wb Land department Recruitment: পশ্চিমবঙ্গে মাধ্যমিক পাশে গ্রুপ-সি পদে নিয়োগ, আবেদন করুন চাকরির জন্য।

১৮০ দিনের পরে ম্যাচিউরিটির সময় হলে কত টাকা পাবেন?

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায়, ১৮০ দিনের ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে ৩ লাখ টাকা ডিপোজিট করার পর সাধারণ নাগরিকরা ম্যাচিউরিটির সময় সর্বমোট ৩লক্ষ ৯হাজার ৩১৭ টাকা পেতে পারেন।

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায়, ১৮০ দিনের ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে ৩ লাখ টাকা ফিক্সড ডিপোজিট করার পর সিনিয়র সিটিজেন ম্যাচিউরিটির সময় সর্বমোট ৩লক্ষ ১০হাজার ৬৮ টাকা পেতে পারেন।

S.B.ICLICK HERE
WHATSAPP GROUPCLICK HERE

STATE BANK OF INDIA, FD Interest:-

SBI FD Interest:- ব্যাংকে নিরাপদ বিনিয়োগ মানে ফিক্সড ডিপোজিট, সর্বোচ্চ সেরা স্থানে ধরা হয়। প্রত্যেক বিনিয়োগকারীদের মাথায় আসে প্রথমে ফিক্স ডিপোজিট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top