Internet Banking:- RTGS এবং NEFT-র মাধ্যমে লেনদেনের সুবিধা আরো সুরক্ষিত রাখতে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তরফ থেকে নতুন পদক্ষেপ। ২০২৫ সালের এপ্রিল মাসের মধ্যে এই প্রক্রিয়া চালু করে ফেলার নির্দেশ দিয়েছেন সব ব্যাংকগুলিকে আর বি আই এর তরফে।
Internet Banking: কি বলেছেন RBI?
সম্প্রতি RTGS এবং NEFT-র মাধ্যমে কাউকে টাকা পাঠানোর আগে ওই ব্যক্তির ব্যাংকের নথিভুক্ত নাম দেখতে পাবেন প্রেরক। শীঘ্রই এই নিয়ম চালু হয়ে যাচ্ছে দেশের সব ব্যাংকগুলোতে নির্দেশ RBI এর। বর্তমানে টাকা পাঠানোর ব্যবহারকারী সংস্থা GooglePay বা PhonePe মতোই ইউপিআই (UPI) প্ল্যাটফর্ম গুলিতে সুবিধা পাওয়া যাবে।
আরও পড়ুন:–Milan Mela: পশ্চিমবঙ্গ রাজ্যে শুরু হচ্ছে চাকরির মেলা, সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ। Job Fair In West Bengal
Table of Contents
Internet Banking: কার কাছে টাকা যাচ্ছে আগেই জানা যাবে!
যদি অচেনা কোন নম্বরে টাকা পাঠায় ইউপিআই এর মাধ্যমে সেক্ষেত্রে, কাকে টাকা পাঠানো হচ্ছে তা বিষয়ে আগেই প্রেরককে তথ্য দেখে দেবে ইউপিআই (UPI) সংস্থা। আপনার চোখের সামনেই ভেসে উঠবে গ্রাহকের ব্যাংকের নথিবদ্ধ হওয়া নাম অর্থাৎ কাকে টাকা পাঠাচ্ছেন তার ব্যাংকে কি নাম সেটা দেখতে পাবেন।
এইবার RTGS এবং NEFT করে কাউকে টাকা পাঠানোর আগেও মিলবে এই সুবিধা নির্দেশ রিজার্ভ ব্যাংকের।
আরও পড়ুন:–West Bengal Group: D Recruitment 2024: চাকরির সুযোগ, এইট পাশে গ্রুপ-ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করুন
Internet Banking:- RBI New Notification

RTGS এবং NEFT ক্ষেত্রে টাকা পাঠানোর নতুন নির্দেশিকা জারি করেছে প্রত্যেকে ব্যাংকগুলিকে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) তরফে এবং সেই ব্যাংকগুলোকে জানানো হয়েছে এই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার। ২০২৫ সালের এপ্রিল মাসের মধ্যে সব ব্যাংকে এই নতুন ব্যবস্থা চালু করতে হবে। কোন গ্রাহক RTGS বা NEFT মাধ্যমে যাকে টাকা পাঠানো হচ্ছে তার নাম যাচাই করণের প্রক্রিয়া তথা (নেম ভেরিফিকেশন সিস্টেম) থাকতে হবে।
অনলাইন ব্যাংকিং মোবাইল অ্যাপ এর ক্ষেত্রেও একই সুবিধা দেওয়া হবে। শুধু এই নয়, এর পাশাপাশি ব্যাংকের শাখা গিয়ে যদি কেউ RTGS বা NEFT করতে চান তাও সুবিধা হবে তাদের অর্থাৎ প্রত্যেকে ব্যাংকেই এই নতুন করে পদ্ধতি যোগ দেওয়ার কথা ঘোষণা করেছেন। বিশেষজ্ঞরা মনে করছেন আর্থিক লেনদেনের ব্যবস্থাকে আরো সুরক্ষিত করার জন্য এই করা নির্দেশিকা রিজার্ভ ব্যাংকের।
আরও পড়ুন:–Wb Land department Recruitment: পশ্চিমবঙ্গে মাধ্যমিক পাশে গ্রুপ-সি পদে নিয়োগ, আবেদন করুন চাকরির জন্য।
সোমবার সন্ধ্যায়, জারি করা বিজ্ঞপ্তিতে RBI কর্তৃপক্ষ ইউপিআই (UPI) পরিষেবার প্রসঙ্গ তুলে ধরেছেন। বর্তমানে গ্রাহকরা UPI এর মাধ্যমে কী সুবিধা পান তা উল্লেখ করা হয়েছে রিজার্ভ ব্যাংকের তরফে। RTGS এবং NEFT নিয়ে একটি ক্ষেত্রেও এই সুবিধা শুরু হলে গ্রাহকরা এক্ষেত্রে ও গ্রাহকদের নাম আগে থেকেই জানতে পারবেন বলে জানিয়েছে RBI. তথা টাকা পাঠানোর আগে UPI এর মতোই নতুন কিছু যুক্ত হতে চলেছে এবার RTGS ও NEFT তে।
টাকা পাঠানোর আগেই জানা যাবে গ্রাহকের নাম
RTGS এবং NEFT ক্ষেত্রে এই সুবিধা যুক্ত করার ভাবনা চিন্তা গত কয়েক মাস ধরেই চলছিল RBI এর মধ্যে। ২০২৪ সালের অক্টোবরে আরবিআই প্রথম এ বিষয়ে একটি প্রস্তাব দেন। তারপরে RBI ব্যাংকের মতে এই ব্যবস্থার ফলে,আর্থিক লেনদেনের সময় ত্রুটি এড়ানো যাবে বলে এই নতুন পদক্ষেপ গ্রহণ করার দিকে এগিয়ে চলেছে Reserve Bank of India
আরও পড়ুন:–Wb BDO Office Job:- রাজ্যে এইট পাশে চাকরির সুযোগ! সম্পূর্ণ বিনামূল্যে করুন আবেদন
Reserve Bank of India | Click Here |
Unified Payments Interface | Click Here |
Internet Banking:- RBI New Notification
Internet Banking: নেট ব্যাংকিং-এ সতর্কতা! 4মাসের মধ্যে তথ্য যাচাইয়ে নতুন ব্যবস্থা, নির্দেশ রিজার্ভ ব্যাংকের। RTGS এবং NEFT-র মাধ্যমে লেনদেনের সুবিধা আরো সুরক্ষিত রাখতে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তরফ থেকে নতুন পদক্ষেপ।