Duare Sarkar: রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি সন্দেশখালীর ময়দান থেকে পরিষেবা প্রদান অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা করেন এই বার্তাটি। প্রত্যন্ত এলাকায় দুয়ারে সরকার কর্মসূচি শুরু হতে যাচ্ছে।
Table of Contents
Duare Sarkar: আবারো দুয়ারে সরকার কর্মসূচি
সোমবার অর্থাৎ ৩০ শে ডিসেম্বর ২০২৪ সালের সন্দেশখালি মিশন মাঠের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান ছিল। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। পরিষেবা প্রদান অনুষ্ঠান মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন ২০২৫ সালের ২৬ শে জানুয়ারির পর আবারো প্রত্যন্ত এলাকায় দুয়ারে সরকার কর্মসূচি শুরু হতে যাচ্ছে।
আরও পড়ুন:–Milan Mela: পশ্চিমবঙ্গ রাজ্যে শুরু হচ্ছে চাকরির মেলা, সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ। Job Fair In West Bengal
ইতি মধ্যেই রাজ্যের মুখ্য সচিব কে এই নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। প্রত্যন্ত এলাকায় এজন্য দুয়ারে সরকার কর্মসূচি খোলা হচ্ছে যে সমস্ত এলাকায় কোন সরকারি পরিষেবা প্রদান করা সমস্যা হয়। বলে রাজ্যের মুখ্যমন্ত্রী সেই দিন মঞ্চ থেকে দুয়ারের সরকার নিয়েও ঘোষণা করেছেন।

Duare Sarkar: কবে থেকে দুয়ারে সরকার ?
প্রত্যন্ত এলাকার উপভোক্তারা যাতে যে কোনো সমস্যার জন্য সে দুয়ারে সরকারে যোগাযোগ করতে পারেন। প্রত্যন্ত এলাকার উপভোক্তাদের আরো একটা দুয়ারে সরকার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, এর সাথে সাথে বলা হচ্ছে বিশেষ করে কাস্ট সার্টিফিকেটের জন্য।
সরকার করে মূল উদ্দেশ্য যাতে সাধারণ মানুষরা সময়মতো সুযোগ পায়। দুয়ারে সরকার কর্মসূচির প্রসঙ্গ টেনে বলা হয়েছে জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারি প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে এই শিবির।
আরও পড়ুন:–West Bengal Group: D Recruitment 2024: চাকরির সুযোগ, এইট পাশে গ্রুপ-ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করুন
কারণ ফেব্রুয়ারি মাসেই মাধ্যমিক পরীক্ষা শুরু হবে।
Sandeshkhali:-
সন্দেশখালি কাণ্ডের প্রায় এক বছর পর গতকাল শেখ শাহজাহানের এলাকায় পা রাখেন মুখ্যমন্ত্রী। সোমবার সেই সন্দেশখালি থেকে তিনি বলেন, “সবাই ভাল থাকবেন। আর মিলেমিশে থাকবেন। কোনও দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না।
Duare Sarkar:- সরাসরি মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে ঘোষণা করলেন
আর মনে রাখবেন কোনও মেয়েরা, কেউ ডাকল আর চলে গেল, সেটাও যাবেন না। আপনাদের অধিকার আপনাদের নিজস্ব অধিকার। সরকার ‘দুয়ারে সরকার’ করবে। আপনার দরজায় আসবে। আপনি তাকে বলবেন। সে আপনার কাজটা দেখবে। আর কেউ যদি আপনাকে ভুল বোঝায়, মিথ্যে কথা বলে, আমি জানি এখানে অনেক টাকা র অঙ্কের খেলা হয়েছে।
পরে দেখলেন তো সবটাই ভাঁওতা। মিথ্যে বেশিদিন চলে না। মিথ্যেটাও একদিন প্রকাশ পায়। আমি চাই যা হয়েছে হয়েছে। আমার মনে নেই। আমি ভুলে গেছি। আমি মনে রাখতে চাই সন্দেশখালির মেয়েরা-ছেলেরা তারা এক নম্বর স্থানে আসুক। তারা ভারতবর্ষে এক নম্বর হোক। তারা সারা বিশ্ব জয় করুক। সারা বিশ্বে এক নম্বর হোক।”
আরও পড়ুন:–Wb Land department Recruitment: পশ্চিমবঙ্গে মাধ্যমিক পাশে গ্রুপ-সি পদে নিয়োগ, আবেদন করুন চাকরির জন্য।
দুয়ারে সরকার কি আপনার এলাকায় হবে?
রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টই মঞ্চ থেকে জানিয়ে দিয়েছেন, যে যে সমস্ত এলাকায় প্রত্যন্ত। এখানে দুয়ারের সরকার বলে না পশ্চিমবঙ্গের কোন প্রকল্পের সুবিধা পেতে অনেকটা অসুবিধা হয় বলেই সেই এলাকাগুলিতে দুয়ারে সরকার ক্যাম্প করার সুবিধা ঘোষণা করেছেন। এই দিন সন্দেশখালি থেকে এই বার্তা পৌঁছে দিয়েছেন প্রত্যেকে তবে, এটা স্পষ্ট বলেননি যে, পুরো পশ্চিমবঙ্গে নতুনভাবে ক্যাম্প হচ্ছে।
শুধু মাত্র বলেছেন প্রত্যন্ত এলাকায় ক্যাম্প করা হবে। এর মানে সন্দেশখালি এলাকার বিভিন্ন জায়গা জুড়ে এই ক্যাম্প চলবে। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ব্যানার প্রকাশ করেনি যে পুরো পশ্চিমবঙ্গের কত তারিখে হবে। সম্প্রতি সংবাদমাধ্যম সূত্রে জানানো যাচ্ছে, শুধু মাত্র সন্দেশখালি-র জন্যই এই নতুন দুয়ারে সরকার।
DUARE SARKAR | CLICK HERE |
WHATSAPP GROUP | CLICK HERE |
আরও পড়ুন:–Wb BDO Office Job:- রাজ্যে এইট পাশে চাকরির সুযোগ! সম্পূর্ণ বিনামূল্যে করুন আবেদন
Duare Sarkar: প্রান্তিক এলাকায় ফের দুয়ারে সরকার।
সন্দেশখালি থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর।Duare Sarkar: রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি সন্দেশখালীর ময়দান থেকে পরিষেবা প্রদান অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা করেন এই বার্তাটি। প্রত্যন্ত এলাকায় দুয়ারে সরকার কর্মসূচি শুরু হতে যাচ্ছে।