Farmer Good News: কেন্দ্রীয় মন্ত্রিসভায় জোড়া ঘোষণা করলো কৃষকদের জন্য। Big News Farmers In 2025 - WB SCHEME NEWS

Farmer Good News: কেন্দ্রীয় মন্ত্রিসভায় জোড়া ঘোষণা করলো কৃষকদের জন্য। Big News Farmers In 2025

Farmer Good News:- নতুন বছরের শুরুতে কৃষকদের জন্য দারুণ সুখবর কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে উঠে আসলো দুর্দান্ত খবর। পাঞ্জাব ও হরিয়ানার কৃষকদের টানা আন্দোলন ও অনশনের জন্য নতুন বছরের শুরুতেই মোদি সরকার কৃষকদের স্বার্থে জোড়া সিদ্ধান্ত গ্রহণ করলেন।

আরও পড়ুন:PSC Clerkship Job:- পিএসসি ক্লার্কশিপ আবেদন শুরু, নতুন বিজ্ঞপ্তি প্রকাশ. 2025 Big Job OPPortunities

Farmer Good News: Cabinet Meeting

আজ কেন্দ্রীয় মন্ত্রিসভায় ২০২৫-২৬ পর্যন্ত প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সম্প্রতি, অন্যদিকে ডিএপি (ডাই- অ্যামোনিয়াম ফসফেট) সারের দাম বাড়ানোর আশঙ্কায় জল ঢেলে ৩৮৫০ কোটি টাকা মঞ্জুর করেছে, যাতে ডিএপি স্যারের প্রতি ৫০ কেজির ব্যাগের দাম আগের মতোই ১৩৫০ টাকা করে মেলে।

Farmer Good News
Farmer Good News

প্রধানমন্ত্রী কি মনে করেছেন?

কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই জোড়া সিদ্ধান্তের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের দাবি করেছেন, তার সরকার কল্যাণের দায়বদ্ধ। এর ফলে প্রশ্ন উঠেছে পাঞ্জাব ও হরিয়ানার কৃষকরা ফসলের ন্যূনতম দামের মতো একগুচ্ছ দাবিতে লাগাতার কেন আন্দোলন করছিলেন?

আরও পড়ুন:Railway Recruitment 2025: ৩২,৪৩৮টি শুন্যপদে গ্রুপ-ডি নিয়োগ, Big Job Opportunities!

নতুন কিসান মহাপঞ্চায়েতের ডাক:- Farmer Good News

কৃষক নেতা জগজিৎ সিংহ ডাল্লেওয়াল আমরণ অনশনে নেমেছেন। আগামী ৪ জানুয়ারি পঞ্জাব-হরিয়ানা সীমানায় কিসান মহাপঞ্চায়েতের ডাক দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় কৃষি মন্ত্রীর বক্তব্য:-

কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের মতে এ বিষয়ে, সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেই মতোই কাজ করা হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের মন্তব্য, হরিয়ানার ভোটে বিজেপির জয়ে প্রমাণ দিয়েছে কৃষকরা কতটুকু খুশি।

Farmer Good News
Farmer Good News
আরও পড়ুন:Milan Mela: পশ্চিমবঙ্গ রাজ্যে শুরু হচ্ছে চাকরির মেলা, সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ। Job Fair In West Bengal

প্রধানমন্ত্রী ফসল বিমা বরাদ্দ:-

কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ ২০২৫- ২৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ফসল বিমা চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য অর্থ কমিশনের সুপারিশ মেনে মোট ৬৯,৫১৫ কোটি টাকা বরাদ্দ করেছে। কৃষিমন্ত্রী অবশ্য জানিয়েছেন, ২০২৬-এর পরেও প্রধানমন্ত্রী ফসল বিমা প্রকল্প চলবে।

চাষিরা যাতে দ্রুত ফসল বিমায় ক্ষতিপূরণের টাকা পান এবং অর্থ বিলিতে স্বচ্ছতা বজায় থাকে, তার জন্য প্রযুক্তি কাজে লাগাতে ৮২৪ কোটি টাকা-র তহবিল তৈরির সিদ্ধান্ত হয়েছে।

কৃষিমন্ত্রী:-

কৃষিমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার ডিএপি সারের জন্য আজ প্যাকেজ ঘোষণা না করলে চাষিদের প্রতি ব্যাগে ২৪৩৫ টাকা গুনতে হত। অতিরিক্ত ভর্তুকির ফলে আগের মতো ১৩৫০ টাকা দরে সার মিলবে।

AGRICULTURE INDIACLICK HERE
MY WHATSAPP GROUPCLICK HERE
আরও পড়ুন:Wb BDO Office Job:- রাজ্যে এইট পাশে চাকরির সুযোগ! সম্পূর্ণ বিনামূল্যে করুন আবেদন

Farmer Good News: কেন্দ্রীয় মন্ত্রিসভায় জোড়া ঘোষণা করলো কৃষকদের জন্য।

নতুন বছরের শুরুতে কৃষকদের জন্য দারুণ সুখবর কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে উঠে আসলো দুর্দান্ত খবর। পাঞ্জাব ও হরিয়ানার কৃষকদের টানা আন্দোলন ও অনশনের জন্য নতুন বছরের শুরুতেই মোদি সরকার কৃষকদের স্বার্থে জোড়া সিদ্ধান্ত গ্রহণ করলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top