Primary CBSS: শিক্ষা পর্ষদকে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী, প্রাথমিক বিদ্যালয়ে সেমিস্টার করা যাবেনা। Stop CBSS In 2025 - WB SCHEME NEWS

Primary CBSS: শিক্ষা পর্ষদকে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী, প্রাথমিক বিদ্যালয়ে সেমিস্টার করা যাবেনা। Stop CBSS In 2025

Primary CBSS:- মুখ্যমন্ত্রীর কড়া বার্তা! শিক্ষা পর্ষদকে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে সেমিস্টার করা যাবেনা।ধমক শিক্ষামন্ত্রীকেও!

পর্ষদ সভাপতি গৌতম পাল সাংবাদিক বৈঠকে নতুন পদ্ধতির কথা ঘোষণা করেছিলেন।২০২৫ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক পড়ুয়াদের সেমিস্টার পদ্ধতি চালুর সিদ্ধান্ত ঘোষণা করেছিল। যা নিয়ে নানা মহলে বিতর্ক শুরু হয়।

আরও পড়ুন:PSC Clerkship Job:- পিএসসি ক্লার্কশিপ আবেদন শুরু, নতুন বিজ্ঞপ্তি প্রকাশ. 2025 Big Job OPPortunities

Primary CBSS Announcement:-

গত সপ্তাহেই প্রাথমিক স্তরে পরীক্ষা পদ্ধতি বদলের ঘোষণা করেছিল পর্ষদ।
বছরের শুরুতে সেই ঘোষণা কে বাতিল করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘ নীতিগত সিদ্ধান্ত ‘ নেওয়ার কারণে শিক্ষামন্ত্রী ব্রার্ত বসুকে ধমক শুনতে হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর।

Primary CBSS
Primary CBSS
আরও পড়ুন:Railway Recruitment 2025: ৩২,৪৩৮টি শুন্যপদে গ্রুপ-ডি নিয়োগ, Big Job Opportunities!

Nabanna Sobha Ghor:- Mamata Banerjee

নবান্ন সভাঘরে বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক পদক্ষেপ পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে আবারও তাঁর দৃঢ় নেতৃত্বের পরিচয় বহন করেছে। প্রাথমিক বিদ্যালয়গুলিতে সেমিস্টার পদ্ধতি চালুর সিদ্ধান্ত রাজ্যজুড়ে বিতর্কের জন্ম দিয়েছিল। শিক্ষকদের বড় একটি অংশ এবং অভিভাবকরাও এই সিদ্ধান্তের বিরোধিতা করে বলেছিলেন যে, সেমিস্টার পদ্ধতি চালু করলে শিশুদের উপর বাড়তি চাপ সৃষ্টি হতে পারে।

Primary CBSS Announcement Cancel :-

এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী নিজেই হস্তক্ষেপ করে সিদ্ধান্তটি বাতিল করার নির্দেশ দেন। তিনি বলেন, “ছোট ছোট শিশুদের উপর এমন পরীক্ষা নির্ভর পদ্ধতি চাপিয়ে দেওয়া কখনই যুক্তিযুক্ত নয়। শিক্ষার্থীদের শৈশব যাতে আনন্দময় এবং চাপমুক্ত হয়, সেদিকে নজর দিতে হবে।”

আরও পড়ুন:Milan Mela: পশ্চিমবঙ্গ রাজ্যে শুরু হচ্ছে চাকরির মেলা, সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ। Job Fair In West Bengal

শিক্ষামন্ত্রী, ব্রাত্য বসুকে কড়া নির্দেশ:-

শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী এই বিষয়ে শিক্ষা দপ্তরের ভূমিকাতেও অসন্তোষ প্রকাশ করেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে কড়া নির্দেশ দিয়ে বলেন, “ভবিষ্যতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে মন্ত্রিসভাকে অবহিত করতে হবে।” তিনি শিক্ষা প্রশাসনকে আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন এবং ছাত্রছাত্রীদের স্বার্থকে সবার উপরে রাখার কথা পুনর্ব্যক্ত করেন।

এই ঘটনার পর শিক্ষাবিদরা মমতার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ প্রমাণ করেছে যে তিনি শিক্ষাব্যবস্থা সম্পর্কে গভীরভাবে সচেতন এবং ছাত্রদের মঙ্গল নিশ্চিত করতে বদ্ধপরিকর। একইসঙ্গে, এই ঘটনা শিক্ষা দপ্তরের কর্মকর্তাদের মধ্যে আরও সতর্কতার বার্তা দিয়েছে।

Graduation Festival 2025
Graduation Festival 2025

কেন তিনি সেমিস্টার পদ্ধতি চান না?

কেন তিনি সেমিস্টার পদ্ধতি চান না? এর ব্যাখ্যা সরাসরি স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি চাই ছাত্রছাত্রীদের চাপ কমাতে। ওইটুকু ছেলেমেয়েরা টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার বলতে জানেনা। ভালো করে কথা বলতে পারেনা আর সেমিস্টার দেবে। ১ক্লাসের বাচ্চাদের সেমিস্টার দেবে না ২ক্লাসের বাচ্চাদের সেমিস্টার দেবে।

আর তাদের সেমিস্টার করানোর ভাবনা হচ্ছে। কোনো সেমিস্টার হবে না। বৃহস্পতিবার বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দিষ্ট ভাবে শিক্ষা পর্ষদের উদ্দেশ্যে এ কথা বললেও আসলে সব পর্ষদে এই কথাটি প্রযোজ্য।অর্থাৎ কোনো দফতরেই মুখ্যমন্ত্রীর অনুমতি ছাড়া কোনো সিদ্ধান্ত নিতে পারবে না।

Primary CBSS:-

এখন প্রশ্ন হচ্ছে, এই সিদ্ধান্তের পর রাজ্য সরকার কীভাবে শিক্ষার গুণমান বৃদ্ধি করার নতুন পদক্ষেপ গ্রহণ করবে। অনেকেই আশা করছেন, ভবিষ্যতে ছাত্রদের মানসিক চাপ কমিয়ে আনতে এবং আনন্দময় শিক্ষার পরিবেশ গড়ে তুলতে আরও কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

West Bengal Board of Primary EducationCLICK HERE
WHATSAPP GROUPCLICK HERE

Primary CBSS: শিক্ষা পর্ষদকে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী, প্রাথমিক বিদ্যালয়ে সেমিস্টার করা যাবেনা

Primary CBSS:- মুখ্যমন্ত্রীর কড়া বার্তা! শিক্ষা পর্ষদকে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে সেমিস্টার করা যাবেনা।ধমক শিক্ষামন্ত্রীকেও! পর্ষদ সভাপতি গৌতম পাল সাংবাদিক বৈঠকে নতুন পদ্ধতির কথা ঘোষণা করেছিলেন।২০২৫ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক পড়ুয়াদের সেমিস্টার পদ্ধতি চালুর সিদ্ধান্ত ঘোষণা করেছিল। যা নিয়ে নানা মহলে বিতর্ক শুরু হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top