Mamata Banerjee: মার্চের 2025 মধ্যে প্রকল্প শেষ করতে নির্দেশ দিলেন নবান্ন, কি নির্দেশ দিলেন রাজ্য সরকার? New Big Update

Mamata Banerjee
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Mamata Banerjee:- মার্চের মধ্যে প্রকল্প শেষ করতে নির্দেশ দিলেন নবান্ন,রাজ্যে খরচে পিছিয়ে ৮জেলা,কি নির্দেশ দিলেন রাজ্য সরকার?

পশ্চিমবঙ্গের সরকারের একাধিক প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে রাজ্যের 8টি জেলা টাকা খরচের ক্ষেত্রে পিছিয়ে রয়েছে, নবান্ন থেকে জানানো হয়েছে যে, প্রকল্পগুলি মার্চের মধ্যে শেষ করতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরও পড়ুন:Wb BDO Office Job:- রাজ্যে এইট পাশে চাকরির সুযোগ! সম্পূর্ণ বিনামূল্যে করুন আবেদন

গত ২জানুয়ারি নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠক করেছিলেন রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন,কোনো প্রকল্প ফেলে রাখা যাবে না।যে কাজগুলি চলছে, তা এই অর্থবর্ষেই শেষ করতে হবে।

Mamata Banerjee New Speech:-

পঞ্চদশ অর্থ কমিশনের ৫,১৬৬ কোটি টাকা বরাদ্দ হয়েছিল রাজ্যের জন্য।চলতি অর্থবর্ষ (২০২৪-২০২৫) শেষ হতে যখন আর তিন মাস ও বাকি নেই ।এখন দেখা যাচ্ছে রাজ্যের ৮টি জেলা সেই টাকা খরচে অনেকটাই পিছিয়ে রয়েছে।

আরও পড়ুন:Wb Land department Recruitment: পশ্চিমবঙ্গে মাধ্যমিক পাশে গ্রুপ-সি পদে নিয়োগ, আবেদন করুন চাকরির জন্য।

নির্দেশ মুখ্যমন্ত্রীর:- Mamata Banerjee

৩১মার্চের মধ্যে যাতে সেই টাকা খরচ করা যায়।সে ব্যাপারে বিশেষ গুরুত্ব দিয়েছেন রাজ্য সরকার।নবান্ন সূত্রের খবর,পঞ্চায়েত দফতরের মাধ্যমেই জেলা গুলিকেই নির্মীয়মাণ প্রকল্প দ্রুত শেষ করার বিষয়ে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।নবান্ন থেকে হিসাব করে দেখেছে, এখনো পর্যন্ত ২০০০ কোটি টাকা খরচ হয়নি। এই অর্থবর্ষ শেষ হওয়ার আগে এই টাকা খরচ করে ফেলতে চাই নবান্ন।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

পশ্চিমবঙ্গের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বরাদ্দ অর্থ রাজ্যের জেলাগুলির জন্য আলাদা ভাবে নির্ধারিত রয়েছে। তবে নবান্নের নির্দেশ অনুযায়ী, পিছিয়ে থাকা 8টি জেলাকে তাদের বরাদ্দ অর্থ পুরোপুরি খরচ করতে হবে এবং প্রকল্পগুলি মার্চের মধ্যে সম্পূর্ণ করতে হবে।

Mamata Banerjee
NABANNA

Mamata Banerjee:- পশ্চিমবঙ্গের ৮টি জেলা সম্পর্কে:-

যে আটটি জেলা পিছিয়ে রয়েছে, সেগুলির মধ্যে রয়েছে -দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, হাওড়া, এবং দুই ২৪ পরগনা রাজ্যের সমস্ত জেলার মধ্যে পঞ্চদশ অর্থ কমিশনের সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছিল দক্ষিণ ২৪ পরগনা।

আরও পড়ুন:West Bengal Group: D Recruitment 2024: চাকরির সুযোগ, এইট পাশে গ্রুপ-ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করুন

West Bengal:-

কিন্তু বরাদ্দ হওয়ার ৫৩২ কোটি টাকা-র মধ্যে ২৫২ কোটি টাকা এখনো খরচ করতে পারেনি জেলা প্রশাসন। মুর্শিদাবাদ জেলা পেয়েছিল ৪৯৬ কোটি টাকা। সেখানেও ২৩৭ কোটি খরচ বাকি আছে। তবে কিছু জেলার কাজের’ সন্তোষজনক’ রিপোর্ট পেয়েছে নবান্ন। তার মধ্যে অন্যতম কোচবিহার ও নদীয়া। এই দুই জেলাকে বরাদ্দকৃত প্রায় হয়েছে বলে নবান্ন সূত্রের খবর।

MAMATA BANERJEECLICK HERE
WEST BENGALCLICK HERE
আরও পড়ুন:West Bengal Group: D Recruitment 2024: চাকরির সুযোগ, এইট পাশে গ্রুপ-ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করুন

West Bengal:- মার্চের মধ্যে প্রকল্প শেষ করতে নির্দেশ দিলেন নবান্ন, কি নির্দেশ দিলেন রাজ্য সরকার?

পশ্চিমবঙ্গের সরকারের একাধিক প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে রাজ্যের 8টি জেলা টাকা খরচের ক্ষেত্রে পিছিয়ে রয়েছে, নবান্ন থেকে জানানো হয়েছে যে, প্রকল্পগুলি মার্চের মধ্যে শেষ করতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

SHABIB AHMAD

আমি শাবিব আহমাদ, বিগত ২বছর থেকে প্রতিবেদন লেখার কাজে যুক্ত। পাশাপাশি সংবাদ মাধ্যমের কাজের সঙ্গে যুক্ত বিগত ৩বছর থেকে। বর্তমানে আমি WB SCHEME NEWS-এ প্রতিবেদন লেখার কাজ করি।

Leave a Comment