Union Budget 2025-26: নতুন আর্থিক বছরে দারুন সুখবর! Good News - WB SCHEME NEWS

Union Budget 2025-26: নতুন আর্থিক বছরে দারুন সুখবর! Good News

Union Budget 2025-26: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ১লা ফেব্রুয়ারি ২০২৫ তারিখে পেশ করতে চলেছেন নতুন আর্থিক বছরের বাজেট।

এই নতুন আর্থিক বছরে, নতুন কিছু আসতে চলেছে বলেই অনুমান করছেন বিশেষজ্ঞরা। এবং ইতি-মধ্যেই অর্থমন্ত্রীর সাথে বিভিন্ন দপ্তরের বৈঠক সম্পন্ন করা হয়েছে। Union Budget 2025-26:

আরও পড়ুন:Wb BDO Office Job:- রাজ্যে এইট পাশে চাকরির সুযোগ! সম্পূর্ণ বিনামূল্যে করুন আবেদন

Union Budget 2025-26:- প্রাক-বাজেট পর্যালোচনা বৈঠক:-

কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামনের সভাপতিত্বে নতুন দিল্লিতে বৈঠক শেষ হয়েছে। কেন্দ্রীয় বাজেট ২০২৫-২৬ নিয়ে পর্যালোচনার জন্য এই বৈঠক সূচনা হয়েছিল গত ৬ই ডিসেম্বর ২০২৪ সালে। একমাস ধরেই চলে এই বৈঠক।

এই বৈঠকের মাধ্যমে বিভিন্ন কৃষক সংস্থা ও কৃষি সংক্রান্ত আর্থিক বিশেষজ্ঞ, ট্রেড ইউনিয়ন, শিক্ষা ও স্বাস্থ্য, এমএসএমই, বাণিজ্য ও পরিষেবা, শিল্প, অর্থনীতিবিদ, আর্থিক ক্ষেত্রে ও মূলধনি বাজার, সেই সঙ্গে পরিকাঠামো, শক্তিসহ নয়টি সংশ্লিষ্ট গোষ্ঠীর সাথে ১০০ জনের বেশি আমন্ত্রিত প্রতিনিধির সঙ্গে পর্যালোচনা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

আরও পড়ুন:West Bengal Group: D Recruitment 2024: চাকরির সুযোগ, এইট পাশে গ্রুপ-ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করুন
Union Budget 2025-26
Union Budget 2025-26

বিভিন্ন বিষয়ে মূল্যবান পরামর্শ দানের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বৈঠকে অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Union Budget 2025: কী সুখবর আসতে পারে?

বর্তমানে বিশেষজ্ঞদের মতে এবং কেন্দ্রীয় সরকারের সংস্থা তথা PIB-র বিজ্ঞপ্তিতে বোঝা যাচ্ছে, কৃষক সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বেশি জোর দেওয়ার কথা ভাবছেন অর্থমন্ত্রী। অর্থাৎ আমরা একাধিক জায়গায় কৃষকদের জন্য কিছু একটা বড় অর্থ বরাদ্দ হতে পারে এই নতুন বাজেটে।

শুধু এই নয় এর সাথে, মহিলাদের জন্য আসতে পারে সুখবর। তবে কোনোটাও স্পষ্ট নয়, বিভিন্ন জায়গায় এবং বিশেষজ্ঞদের মতে কিছুটা হলে অনুমান পাওয়া যাচ্ছে কৃষকদের জন্য সুবিধে আসতে চলেছে।

আরও পড়ুন:West Bengal Group: D Recruitment 2024: চাকরির সুযোগ, এইট পাশে গ্রুপ-ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করুন

Budget:- কবে প্রকাশ হবে?

একটা বৈষম্য তৈরি হয়েছিল কারণ, শনিবার সাধারণত ছুটির দিন, তবুও বাজেট পেশের দিন হিসেবে কোন পরিবর্তন করা যাবে না বলে সংসদে সরকারি সূত্রে সুনিশ্চিত করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই নিয়ে পর্যালোচনা করবার পর জানানো যাচ্ছে যে শনিবারই অর্থাৎ ১লা ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন।

নতুন বাজেটে খরচ নিয়ন্ত্রণ:-

সূত্রের খবর, মেগা প্রকল্পে বরাদ্দ কমিয়ে এবং চালু প্রকল্পে ভর্তুকি ছাঁটাই করা চিন্তাভাবনায় চলছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রক। সম্ভাব্য পরিকল্পনাই একাধিক প্রকল্পের একত্রিত করে খরচ কমানোর উদ্যোগ নেয়া হতে পারে এমনটাই জানানো যাচ্ছে বিশ্বস্ত সূত্র থেকে।

প্রায় সব মন্ত্রকে নির্দেশ দেয়া হয়েছে বেশি বরাদ্দের প্রস্তাব না দিয়ে প্রয়োজনীয় এবং ফলপ্রসূ খরচ উপর জোর দিতে। প্রধানমন্ত্রীর দপ্তরেও এবার বাজেটে বরাদ্দে গুণমানের দিকে বিশেষ নজর দিতে বলা হয়েছে।

Union BudgetCLICK HERE
NATIONAL PORTAL OF INDIACLICK HERE
আরও পড়ুন:Wb Land department Recruitment: পশ্চিমবঙ্গে মাধ্যমিক পাশে গ্রুপ-সি পদে নিয়োগ, আবেদন করুন চাকরির জন্য।

নতুন আর্থিক বছরে দারুন সুখবর!

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ১লা ফেব্রুয়ারি ২০২৫ তারিখে পেশ করতে চলেছেন নতুন আর্থিক বছরের বাজেট।
এই নতুন আর্থিক বছরে, নতুন কিছু আসতে চলেছে বলেই অনুমান করছেন বিশেষজ্ঞরা। এবং ইতি-মধ্যেই অর্থমন্ত্রীর সাথে বিভিন্ন দপ্তরের বৈঠক সম্পন্ন করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top