RG Kar Verdict: RG কর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, রায় দিলো শিয়ালদাহ আদালত. Big Breaking News 2025 - WB SCHEME NEWS

RG Kar Verdict: RG কর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, রায় দিলো শিয়ালদাহ আদালত. Big Breaking News 2025

RG Kar Verdict 2025:- RG Kar Incident: আর জি কর (R G KAR) কাণ্ডের প্রায় ১৬২ দিন পরে রায় দিলো শিয়ালদাহ আদালত।

আর জি কর (R G KAR) মেডিক্যালে চিকিৎসক ধর্ষণ-খুন মামলায় অবশেষে দোষী সাব্যস্ত হলো সঞ্জয় রায়। চিকিৎসককে ধর্ষণ-খুন কাণ্ডের পর প্রায় কেটে গিয়েছিলো ১৬২ দিন তারপর শিয়ালদাহ আদালত অবশেষে দোষী সাব্যস্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়।

এ মামলার সাজা ঘোষণা হবে আগামী সোমবার। ধৃত সঞ্জয় রায়ের ফাঁসি হওয়া উচিত বলে আগেই আদালতে সাওয়াল করেছিল সিবিআই। বিচারক অনির্বাণ দাস সঞ্জয় রায় কে শিয়ালদা আদালতে সরাসরি দোষী সাব্যস্ত করলেন। (RG Kar Verdict)

আরও পড়ুন:Banglar Bari 2nd Installment: বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কবে দেবে? Big News Bangla Awas Yojana!

RG Kar Incident Verdict:-

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তথা সিবিআই (CBI) চার্জ শিট জমা দিয়েছিল সঞ্জয় রায়ের বিরুদ্ধে। হৃদয় সঞ্জয় রায়ের ফাঁসি, নয়তো যাবজ্জীবন সাজা হবে বলে জানিয়েছে আদালত।

RG Kar Verdict
RG Kar Verdict

কোন আইনের ভিত্তিতে দোষীর শাস্তি হবে?

সম্প্রতি:- ভারতীয় ন্যায় সংহিতার তিনটি ধারায় ধৃত সঞ্জয় রায় কে দোষী সাব্যস্ত করা হয়েছে। 64নং ধারায়, মৃত্যুর জন্য দায়ী, 66নং ধারায় ধর্ষণের শাস্তি এবং 103নং ধারায় খুনের জন্য চার্জ গঠন করা হয়েছিল। দুইটা সঞ্জয় রায় আজও আদালতে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন।

আরও পড়ুন:Pm Kisan 19th Installment: কৃষকদের 19নম্বর কিস্তির টাকা কবে দেবে, জানালো সরকার! Big Update

ধৃত সঞ্জয় রায়ের আদালতে বক্তব্য:-

সঞ্জয় রায় বলেন, ” আমাকে ফাঁসানো হচ্ছে। আমি কিছুই করিনি। ” এর পালটা বিচারক অনির্বাণ দাস ও জবাব দিয়েছেন, CBI যা প্রমাণ দিয়েছে। তাতে আপনিই দোষী। শাস্তি পেতেই হবে।” ফের সঞ্জয় রায় বলেন ” আমার কথা শুনুন প্লিজ। আমি কিছুই করিনি। আমাকে আইপিএস-ড়া বলেছেন তাই বলেছি। আমাকে ফাঁসানো হয়েছে। আমার গলায় রুদ্রাক্ষের মালা রয়েছে। আমি ধর্ষণ করলে সেটা ছিঁড়লো না কেন? “এতে বিচারক উত্তরে বলেন, ” সোমবার আপনার কথা শুনবো।” আগেও আদালতে নিজেকে নির্দোষ বলে দাবি করেন সঞ্জয়।

আর জি কর (R G KAR) হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সর্বপ্রথমে কলকাতা পুলিশ সঞ্জয় রায় কে গ্রেপ্তার করেন। হাইকোর্টের নির্দেশে মামলা সরাসরি CBI এর হাতে তুলে দেওয়া হয়। সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জশিট দেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI. সেখানে উল্লেখ করা হয়, সঞ্জয় রায় একাই তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন করে। CBI এর দেওয়া চার্জশিট ও তথ্য-প্রমানে সন্তুষ্ট হয়েছেন বিচারক।

RG Kar Verdict
RG Kar Verdict
আরও পড়ুন:Pm Kisan 19th Installment: কৃষকদের ১৯ নম্বর কিস্তির টাকা কবে দেবে? Farmers Big News

Central Bureau of Investigation (CBI)

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তথা সিবিআই (CB) জানাই, সেইদিন ঘটনার রাতে ফুটেজের সঞ্জয় রায়কে সেমিনার রুমে ঢুকতে দেখা যায়। ঘটনার দিনে সঞ্জয় রায় এর মোবাইলের লোকেশন দেখা যায় আর জি কর হাসপাতালে। ফরেন্সিক রিপোর্ট এ সিবিআই উল্লেখ করেন সঞ্জয়ের হাতের আঙুলের নখ এবং নিহত চিকিৎসককের দেহাংশ থেকে প্রাপ্ত নমুনার সঙ্গে সঞ্জয়ের নমুনা মিলে যায়।

আদালতের সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে বিচারক। সুপ্রিম কোর্টে মামলার নিষ্পত্তি হওয়ার পরেই যেন রায় দেওয়া হয় বলে আবেদন জানাই নির্যাতিতার পরিবার কিন্তু শিয়ালদা আদালত স্পষ্ট জানিয়ে দেয়, সুপ্রিমকোর্ট কোন স্থগিতাদেশ দেইনি বলেই হাইকোর্টে আবার সময় নির্ধারণ করে দিয়েছে তাই মামলার রায় দেওয়া হচ্ছে।

R G Kar Medical College and Hospital KolkataCLICK HERE
Central Bureau of InvestigationCLICK HERE

RG Kar Verdict: RG কর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, রায় দিলো শিয়ালদাহ আদালত

আর জি কর মেডিক্যালে চিকিৎসক ধর্ষণ-খুন মামলায় অবশেষে দোষী সাব্যস্ত হলো সঞ্জয় রায়। চিকিৎসককে ধর্ষণ-খুন কাণ্ডের পর প্রায় কেটে গিয়েছিলো ১৬২ দিন তারপর শিয়ালদাহ আদালত অবশেষে দোষী সাব্যস্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top