Pm Kisan 19th installment Final Date:- কেন্দ্রীয় সরকার কৃষকদের বছরে 6 হাজার টাকা আর্থিক সাহায্য করে থাকেন। যার ২০২৫ সালের প্রথম কিস্তি ২০০০ টাকা কবে ঢুকবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই নিয়ে আপনারা চিন্তায় রয়েছেন। প্রতিবেদনের মাধ্যমে নিশ্চিত আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করা হবে তাই শেষ পর্যন্ত পড়ুন এবং অন্যদের শেয়ার করুন।
আরো বিষয় আপনাদের মাথায় পিএম কিষান প্রকল্পের মাধ্যমে টাকা কি এবার দ্বিগুণ দেবে? কোন কৃষকরা টাকা পাবেন? কবে টাকা পাবেন?
আরও পড়ুন:–Banglar Bari 2nd Installment: বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কবে দেবে? Big News Bangla Awas Yojana!
Table of Contents

PM KISAN কবে টাকা দেবে?
কেন্দ্রীয় সরকার যখন এই প্রকল্পের টাকা দেয় তার আগে ব্যানার কিংবা বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচার চালিয়ে যাই। বর্তমানে ১৯ নম্বর কিস্তির টাকা কৃষকরা পেতে চলেছেন তবে এখনো পর্যন্ত তাদের কোনরূপভাবে ব্যানার প্রকাশ করেননি। তাহলে কি টাকা আপনারা পাবেন না! আসলে এমনটা নয় কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের টাকা টাইমলাইন অনুযায়ী দিয়ে থাকেন।
বর্তমানে যে কিস্তির জন্য আপনার অপেক্ষা করছেন এই চিশতির টাকা দেওয়ার সময়সীমা হল ডিসেম্বর থেকে মার্চ মাস। আমরা বুঝতে পারছি পিএম কে সম্পর্কের বর্তমানে টাকা পাবো সেটি ডিসেম্বর থেকে মার্চ, এর মানে এই টাকা আমরা ব্যাংক অ্যাকাউন্টে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই তিনটি মাসের মধ্যে পাব তবে কোন মাসে পাবেন এ বিষয়টা জানতে চেয়েছেন।
আরও পড়ুন:–Pm Kisan 19th Installment: কৃষকদের 19নম্বর কিস্তির টাকা কবে দেবে, জানালো সরকার! Big Update
Pm Kisan 19th installment Final Date:-
এই কিস্তির টাকা বিগত বছর গণিতে আপনাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে এসেছে ফেব্রুয়ারি মাসে কোনোদিন ডিসেম্বর থেকে মার্চ মাসের কিস্তি জানুয়ারি মাসে দেয়া হয় না। বিগত বছর তথা ২০২৪ সালে এই কিস্তি দেওয়া হয়েছিল ২৯শে ফেব্রুয়ারি আর তার আগে অর্থাৎ ২০২৩ সালে এই কিস্তির টাকা ২৮শে ফেব্রুয়ারি দিয়েছেন কেন্দ্র।

অর্থাৎ বিগত বছরগুলির সময়সীমা দেখে আমরা স্পষ্ট বুঝতে পারছি, পিএম কিষান প্রকল্পের মাধ্যমে টাকা ফেব্রুয়ারি মাসেই পাবেন। তবে বর্তমানে যেহেতু স্ট্যাটাস পরিবর্তন হয়ে গেছে আর অপেক্ষা অবসান আপনাদের টাকা দেওয়ার আগে কেন্দ্রীয় সরকার আবার স্পষ্টভাবে ব্যানার ও সংবাদ মাধ্যমে প্রচার চালিয়ে যাবেন। সেখান থেকে আপনারা জানতে পারবেন তাছাড়া আমাদের প্রতিবেদনের মাধ্যমে পরবর্তী সময়ে আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেয়া হবে।
আরও পড়ুন:–Pm Kisan 19th Installment: কৃষকদের ১৯ নম্বর কিস্তির টাকা কবে দেবে? Farmers Big News
PM KISAN SAMMAN NIDHI | CLICK HERE |
MKISAN | CLICK HERE |