Pm kisan final date 2025: পিএম কিষান প্রকল্পের ১৯ নম্বর কিস্তির ফাইনাল তারিখ ঘোষণা। Big Update - WB SCHEME NEWS

Pm kisan final date 2025: পিএম কিষান প্রকল্পের ১৯ নম্বর কিস্তির ফাইনাল তারিখ ঘোষণা। Big Update

Pm kisan final date 2025:- কেন্দ্রীয় সরকার কৃষকদের জন্য ১৯ নম্বর কিস্তি টাকা কবে রিলিজ করবেন এ নিয়ে আপনারা অপেক্ষা করছিলেন বর্তমানে অফিসিয়াল ও ফাইনাল তারিখ ঘোষণা করলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী।

পিএম কিষান প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকার প্রতি বছরে 6 হাজার টাকা আর্থিক সাহায্য করেন তিনটি কিস্তির মাধ্যমে, 2025 সালের প্রথম কিস্তি বা 19 নম্বর কিস্তির টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা হলো।

আরও পড়ুন:Banglar Bari 2nd Installment: বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কবে দেবে? Big News Bangla Awas Yojana!
Pm Kisan 19th Installment Date
Pm kisan final date 2025

Pm Kisan final date 2025:- ১৯নং কিস্তির ফাইনাল তারিখ

পিএম কিষান প্রকল্পের টাকা দেওয়ার আগে পুরো ভারতবর্ষের কৃষকদের অগ্রিম জানিয়ে দেওয়া হয় এই প্রকল্পের টাকা কবে দেবে, তবে এবার টাকা দেওয়ার তারিখ নিয়ে একাধিক জায়গায় একাধিক বার্তা পেয়েছিলেন, তবে এবার অফিসিয়াল ও ফাইনাল তারিখ ঘোষণা করলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

আরও পড়ুন:Pm Kisan 19th Installment: কৃষকদের 19নম্বর কিস্তির টাকা কবে দেবে, জানালো সরকার! Big Update

পিএম কিষান প্রকল্পের 19 নম্বর কিস্তি টাকা দেওয়ার তারিখ হচ্ছে 24 শে ফেব্রুয়ারি ২০২৫, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরাসরি একটি সভা মঞ্চ থেকে বিভিন্ন প্রকল্পের সাথে এই পিএম কিষান প্রকল্পের 19 নম্বর কিস্তির টাকা সরাসরি কৃষকদের ব্যাংক একাউন্টে দিবেন।

১৯নং কিস্তির কত টাকা দেবে?

পিএম কিষান প্রকল্পের টাকা যেহেতু দ্বিগুণ হয়নি সেক্ষেত্রে যেমনটা কেন্দ্রীয় সরকার প্রকল্পের শুভসূচনা করবার সময় টাকা দিয়ে আসতেন, ঠিক তেমনি এই কিস্তির টাকাও দেবে ব্যাংক একাউন্টে। অর্থাৎ ১৯নং কিস্তির টাকা কৃষকদের ব্যাংক একাউন্টের সরাসরি ২ হাজার টাকা জমা করা হবে কেন্দ্রীয় সরকারের তরফে।

আরও পড়ুন:Pm Kisan 19th Installment: কৃষকদের ১৯ নম্বর কিস্তির টাকা কবে দেবে? Farmers Big News
PM KISAN SAMMN NIDHICLICK HERE
MKISANCLICK HERE

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top