Kisan Credit Card 2025: কৃষি ঋণে ছাড় করলো সরকার! ক্ষতিপূরণের টাকা দিবে! Big News Farmers - WB SCHEME NEWS

Kisan Credit Card 2025: কৃষি ঋণে ছাড় করলো সরকার! ক্ষতিপূরণের টাকা দিবে! Big News Farmers

Kisan Credit Card 2025 New:- ঋণ মানে শুধু গৃহঋণ বা ব্যক্তিগত ঋণ নয় এর পাশাপাশি আরও একটি ঋণ (Loan) রয়েছে, যা দিয়ে রাজস্ব আদায় হয়। তা হল কৃষি ঋণ।

এই বছরেই কৃষি ঋণের মোট টাকা সংখ্যা ১ লক্ষ কোটি টাকা পেরিয়ে যাবে সরকারের পুরোপুরি নিশ্চিত এক কৃষি দিনে বরাদ্দ। (Kisan Credit Card 2025)

আরও পড়ুন:Pm Kisan 19th Installment: কৃষকদের ১৯ নম্বর কিস্তির টাকা কবে দেবে? Farmers Big News

সম্প্রতি, রাজ্যের কৃষি দপ্তরের সচিব শ্রী ওঙ্কার সিং মিনা নাবার্ডের একটি অনুষ্ঠানে এই প্রসঙ্গে বলেন যে ২০২৪-২৫ অর্থবর্ষে ঋণ হয়েছিল ৭৫ হাজার কোটি টাকা।

এই অর্থ বর্ষে তা এক লক্ষ কোটি টাকা ছুঁয়ে যাবে বলে যে সম্ভাবনা দেওয়া হচ্ছে সেই লক্ষ্য পূরণ করতে কোন সমস্যা হবে না।

পি কে ভরদ্বাজ (P K Bhardwaj) অর্থাৎ নাবার্ডের চিফ-জেনারেল ম্যানেজার পরের বছর ১.২৭ লক্ষ কোটি ঋণের লক্ষ্যমাত্রা ছুঁয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

কৃষি ক্ষেত্রে আগামী অর্থ বর্ষে ১.০৭ লক্ষ কোটি কৃষি পরিকাঠামো ও অন্যান্য ক্ষেত্র মিলিয়ে প্রায় ২০ হাজার কোটি ঋণ দেওয়া লক্ষ্য রয়েছে। এটি সম্পূর্ণ পরিকল্পনা রিপোর্ট।Kisan Credit Card 2025

Kisan Credit Card 2025
Kisan Credit Card 2025
আরও পড়ুন:Banglar Bari 2nd Installment: বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কবে দেবে? Big News Bangla Awas Yojana!

New Kisan Credit Card 2025

তিনি আরো বলেন যে সমস্ত ছোট ছোট শিল্প রয়েছে তাদের জন্য ২ লক্ষ কোটি ও বাড়ি শিক্ষা সহ অন্যান্য খাতে প্রায় ৫৩ হাজার কোটি টাকা ঋণ দেয়া হবে বলে জানানো গিয়েছে।

এই ঋণ বা এই পরিকল্পনাকে সফল করবার জন্য স্টেট লেভেলের কমিটির সব সদস্যের সাথে আরও সক্রিয় হওয়ার কথা বলেছেন তিনি।

মিনা বলেন, পশ্চিমবঙ্গ তৈলবীজ ও ডাল উৎপাদনের ক্ষেত্রে কিছুটা পিছিয়ে কিন্তু এই রাজ্যটি ধান উৎপাদনের ক্ষেত্রে ভালো। এই দুই ক্ষেত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নাবার্ডের সঙ্গে এই পরিকল্পনা ও ঋণের অঙ্ক বৃদ্ধির মত পদক্ষেপ জরুরি বলে তিনি মনে করেন।

Kisan Benefits:-

কৃষি ক্ষেত্রে বা চাষাবাদে ঋণের প্রয়োজন হয় কিছু কিছু কারণে যেমন ভালো বীজ উৎপাদন করতে দীর্ঘদিন ফসলের মজুদ এবং কৃষিকে আরো উন্নত করবার জন্য এই ঋণের প্রয়োজন হয়। তবে কৃষি সংক্রান্ত এই ঋণের ক্ষেত্রে কয়েকটি ব্যাংক ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন তিনি

এই সভাতে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থ দপ্তরের প্রধান সচিব প্রভাত মিশরের কথা অনুযায়ী, রাজ্যে মোট দুধ উৎপাদন বাড়লেও পশ্চিমবঙ্গ জেলাগুলিতে পরিকল্পনা ও অর্থের অভাবে বাজার পাওয়া যাচ্ছে না। তাই না বাট এর সঙ্গে একত্রিত ভাবে এ কাজ করার ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের।

আরও পড়ুন:Banglar Bari 2nd Installment: বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কবে দেবে? Big News Bangla Awas Yojana!

ঋণ মুকুব হবে?

অনেক সময় কৃষকদের চাষাবাদ অনেকটা বিফল হয়ে যায় সেজন্য যদি কোন কৃষক ঋণ নিয়ে ফসলের চাষাবাদ করেন এবং ফসল নষ্ট কিংবা ফসলের অনুরূপ ক্ষতি হলে সেই কৃষকদের ঋণের কিছু অংশ মুকুব করে দেওয়া হয়।

তাছাড়াও ফসলের ক্ষতি যদি হয় সেক্ষেত্রে বীমা কোম্পানি রয়েছে উপরে বীমা করিয়ে থাকেন তাহলে আপনাকে বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে ফসলের ক্ষয়ক্ষতি যেমন বন্যা বৃষ্টি খরা ঘূর্ণিঝড় ইত্যাদি কারণে বা ফসল রোপণ বা বপন জনিত কোন কারণে ফসল নষ্ট হয় সেক্ষেত্রে সরকার দ্বারা ক্ষতিপূরণ  টাকা দেওয়া হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top