Pm internship scheme. Apply PM Internship Scheme 2024 online. বেকার ছেলে-মেয়েদের প্রশিক্ষন দিয়ে প্রতিমাসে ৫০০০ টাকা।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

কেন্দ্রীয় সরকার ভারতবাসীদের জন্য একাধিক সুবিধাজনক প্রকল্প নিয়ে আসছে। ঠিক অক্টোবর মাসে ২০২৪ সালে Pm Internship Scheme নিয়ে এসেছে এক দারুন সুযোগ বেকার ছেলে-মেয়েদের জন্যে।

যেখানে ছেলে ও মেয়ে উভয়কেই বিভিন্ন কোম্পানির প্রশিক্ষণ দেয়া হবে ১২ মাস। এবং এর সাথে থাকছে বিশেষ সুবিধা কি কি সুবিধা পাওয়া যাবে,কিভাবে আবেদন করবেন,কোথায় জমা দিতে হবে আবেদন পত্র, আবেদন ফী কত, কার আবেদন করতে পারবেন কোথায় প্রশিক্ষণ পাওয়া যাবে বিস্তারিতভাবে আলোচনা হবে আমাদের এই প্রতিবেদনে। তাই প্রতিবেদনটি অন্যদের শেয়ার করে অবশ্যই তাদেরও সাহায্য করে দেবেন।

১) Pm Internship Program এর জন্য যে যুবক যুবতীদের নির্বাচন করা হবে তাদের প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা (PMJJBY)এবং প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার(PMSBY) অধীনে বিমার সুযোগ দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের তরফে।

২)Pm internship scheme এর বিভিন্ন কোম্পানির ট্রেনিং শেষ হওয়ার পর প্রার্থীদের ৬০০০ টাকা আর্থিক সহায়তা করা হবে কেন্দ্রীয় সরকারের তরফে যেটা Pm Internship scheme এঅফিসিয়াল ওয়েবসাইটেই উপলব্ধ রয়েছে। চাইলে আপনারা আপনার স্মার্ট ফোন থেকে Pm Internship scheme এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে চেক করতে পারেন।

৩) কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নির্মলা সীতারামন ২০২৪-২৫ অর্থ বাজেটে জানিয়েছিলেন এর ব্যাপারে তারপরে অক্টোবর মাসের ১২ তারিখ এটি Website Announce করা হয়। যেখানে লিখা আছে :- মোট ১ বছরের জন্য স্টাইপেন্ট পাওয়া যাবে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

৪) যে প্রার্থীরা এই Pm internship program এ প্রশিক্ষন নেবেন তাঁদের প্রতিমাসে ৫০০০/- টাকা করে ১২ মাসে প্রায় ৫০০০×১২=৬০’০০০ টাকা দেবে কেন্দ্রীয় সরকার।

৫) Pm Internship scheme –এ প্রশিক্ষণ নেওয়ার পর যে কোন কোম্পানিতে নিয়োগের ব্যবস্থা করে দেবেন কেন্দ্রীয় সরকার।

১) Pm internship Scheme -এ আবেদন করতে চাইলে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়াতে কোনরকম টাকা লাগবে না।

২) আবেদন করতে হলে আপনাদের স্মার্টফোন কিংবা কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে করতে পারবেন। সর্বপ্রথম Pm internship scheme এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। যার link:-https://pminternship.mca.gov.in/ আপনারা নিচে দেখতে পাচ্ছেন।

৩) এরপর যোগ্যপ্রার্থীরা নিজস্ব ডিটেলস দিয়ে ফিল করবেন ফর্মটি।নিজের তথ্য ইমেল আইডি মোবাইল নাম্বার সেগুলো ভালো করে মিলিয়ে বসিয়ে দেবেন। এরপর ফরম সাবমিট করলেই আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

WB SCHEME NEWS

WB SCHEME NEWS-এর প্রতিবেদন লিখি। আমি বিগত ৫বছর থেকে সমাজ মাধ্যমে কর্মরত। আমি এখন বর্তমানে এই Website -এ Article লিখা ও অন্যান্য কাজের সাথে যুক্ত।

Leave a Comment