বাংলা আবাস যোজনার সার্ভেতে কি কি প্রশ্ন করবে? কি ডকুমেন্ট লাগবে? Bangla Awas Yojana List 2024-25 - WB SCHEME NEWS

বাংলা আবাস যোজনার সার্ভেতে কি কি প্রশ্ন করবে? কি ডকুমেন্ট লাগবে? Bangla Awas Yojana List 2024-25

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন নির্দেশিকা :-

পশ্চিমবঙ্গ রাজ্যে এর আগে অর্থাৎ পুরনো আর্থিক বছরগুলোতে বিভিন্ন সময় দেখা গিয়েছে আবাস প্রকল্পের মাধ্যমে দুর্নীতির কথা সেই দুর্নীতির কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছেনা রাজ্য সরকারকে, কিন্তু রাজ্য সরকার এই অভিযোগ অস্বীকার করে এবার রাজ্য সরকার নিজেই রাজ্যের কোষাগার থেকে আবাস প্রকল্পের মাধ্যমে বাড়ি তৈরি করবার টাকা দেবে।

কিন্তু এর আগে রাজ্য সরকারের তরফ থেকে নতুন নির্দেশিকা দেয়া হয়েছে রাজ্য সরকার জানিয়েছে যে পশ্চিমবঙ্গ রাজ্যে আবাস প্রকল্পে যাতে কোনো রকম দুর্নীতি না হয়, ঠিকঠাক যেন যেই খাতে টাকা বরাদ্দ হচ্ছে সেই খাতেই যেন বরাদ্দ হয় এই প্রকল্পের টাকা, টাকা নিয়ে অযথা কেউ যেন অন্য কাজ না করে, ইত্যাদি কথা মাথায় রেখে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে এবার আবাস প্রকল্পে থাকছে নতুন ও বাড়তি সর্তকতা, টাকা পেতে হলে মানতে হবে ১১ টি নিয়ম ও মুচলেখা, ভিডিওগ্রাফি, ফোটোগ্রাফি, লাইভ ক্যামেরা, নতুন App এর মাধ্যমে ডকুমেন্ট আপলোড ইত্যাদি বাড়তি সুবিধা।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আবাসের দুর্নীতি বন্ধ করতে নতুন অ্যাপ শুরু করেছে যার নামকরণ করা হয়েছে:- Survey for Rural Housing এই অ্যাপটি শুধুমাত্র যে সমস্ত যোগ্য আবেদনকারী রয়েছেন যারা সত্যিই বাড়ি পাওয়ার যোগ্য তাঁদের যাচাই করার জন্যে।

App টি ব্যবহার করবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আধিকারিকগণ যাতে যে সমস্ত পরিবারযোগ্য তাদের ডকুমেন্ট অনলাইন আপলোড সিস্টেম এর মাধ্যমে সম্পূর্ণ হয়, এর সাথে জানানো হয়েছে যে ডিজিটালই কাজ সম্পন্ন করার জন্যই ব্যবহার হবে এই App. অ্যাপ শুধুমাত্র এখন কার্যক্রমের জন্য বন্ধ রাখা হয়েছে পরবর্তীতে কাজ শুরু হলেই Appটি Live করে দেওয়া হবে সমস্ত জায়গায়। তবে শুধুমাত্র এডমিন প্যানেল Login করতে পারবেন যাদের Id & Password থাকবে তারাই পারবেন সব কাজ করতে।

App টিতে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ features রয়েছে। যেমন:- কোন,কোন বাড়ি এখনো সার্ভে করা হয়নি, ব্লক বা গ্রাম পঞ্চায়েত ভিত্তিক তালিকা দেখা যাবে। উপভোক্তাদের নিজেদের নাম তালিকায় রয়েছে কিনা, তা এই App এর মাধ্যমে সব জানা যাবে।তবে সার্ভে শুরু করার পরেই সব কার্যকরী হবে।

21 to 30 October 2024:- বাড়ি বাড়ি সার্ভে করবে টিম।

14 November 2024:- Re-checking list.

20 November 2024:- তালিকা তৈরি কাজ শুরু করবে বিভিন্ন আধিকারিক।

21 To 27 November:- আপত্তি নিষ্পত্তি শুরু।

4th December 2024:- গ্রামসভায় অনুমোদন।

9th December 2024:- block level কমিটিতে অনুমোদন।

10th December 2024:- জেলা স্তরে অনুমোদন।

20 December 2024:- উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ৬০,০০০ টাকা জমা করবে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের কোষাগার থেকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top