বাংলা আবাস যোজনায় ৫ জেলায় সমীক্ষা বন্ধ। বাড়ির টাকা আর মিলবেনা। Bangla Awas Yojna Big Update Today - WB SCHEME NEWS

বাংলা আবাস যোজনায় ৫ জেলায় সমীক্ষা বন্ধ। বাড়ির টাকা আর মিলবেনা। Bangla Awas Yojna Big Update Today

কেন্দ্রীয় সরকার পরপর তিন বছর আবাস (Bangla Awas Yojana) প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারকে টাকা না দেওয়ার কারণে, রাজ্য সরকার আবাস (Bangla Awas Yojana) প্রকল্পের ব্যাপারে ক্ষোভ উগ্র দিয়েছেন কেন্দ্রীয় সরকারের উপর। তারপরেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সিদ্ধান্ত নেন আবাস (Bangla Awas Yojana) প্রকল্পের ১১ লক্ষেরও বেশি পরিবারদের বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে টাকা দেবে রাজ্য সরকার, ঠিক রাজ্য সরকার অক্টোবর মাসেই টাইমলাইন দিয়ে দেয় এই প্রকল্পের মাধ্যমে আবার নতুন করে সার্ভে করার।

১১ লক্ষ বাড়ি যে সমস্ত তৈরি হবার কথা ছিল সেই বাড়িগুলিকে এবার সার্ভে করতে রাজ্য সরকার নির্দেশ দেন জেলা শাসকদের, তারপরেই ঠিক ২১ শে অক্টোবর থেকে শুরু হয়ে যায় আবাস (Bangla Awas Yojana) প্রকল্পের বাড়িসার্ভের কাজ। গত সংবাদ থেকে আবাস (Bangla Awas Yojana) প্রকল্পের মাধ্যমে যে সমস্ত বাড়ি যোগ্য এবং অযোগ্য সমস্ত বাড়িকে চিহ্নিত করণ করতে রাজ্যের টিম বেরিয়ে পড়েছেন। এখনো পর্যন্ত জানামতে ২১ শে অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত আবাস চলার নির্দেশ দেয়া হয়েছে। তবে এরই মধ্যে নির্বাচন কমিশন থেকে খুবই বিরাট আপডেট চলে আসছে। সেটাই আপনাদের আজকের এই প্রতিবেদনের মাধ্যমে জানাবো। অবশ্যই অন্যদের শেয়ার করতে ভুলবেন না।

আবাস যোজনা প্রকল্পে ৫ জেলায় সারবে বন্ধের কিছু কারণ রয়েছে সেগুলি নিম্নে আলোচনা করা হলো।

পশ্চিমবঙ্গ রাজ্যে বিভিন্ন বিধানসভায় উপনির্বাচন রয়েছেন এবং সেই উপনির্বাচন কে লক্ষ্য করে নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে রাজ্য কে জানানো হয় যে নির্বাচন যতদিন না শেষ হয় ততদিন আভাস প্রকল্পের মাধ্যমে সমীক্ষা বন্ধ থাকবে। বিভিন্ন মহলের দাবি বিজেপির তরফ থেকে রিপোর্ট করা হয় নির্বাচন কমিশনের দপ্তরে নির্বাচন কমিশনের সিইও (CEO) Shri Rajiv Kumar,

জানান যে পশ্চিমবঙ্গের কয়েক বিধানসভায় উপনির্বাচন রয়েছে। আর এরই মধ্যে আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে সমীক্ষা হচ্ছে এটা আচরণ বিধির মধ্যে পড়ছে না, তাই নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে পশ্চিমবঙ্গ রাজ্যকে জানানো হয় আবাস প্রকল্পের মাধ্যমে সেই সমস্ত জায়গায় সমীক্ষা বন্ধ থাকবে যতদিন না উপনির্বাচন শেষ হচ্ছে।

ইতিমধ্যেই নির্বাচন কমিশনের সূত্রের খবর রাজ্যে ছয় কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন ঘোষণা হয়েছে। মুখ্যমন্ত্রী নির্দেশ অনুসারে শুরু হয়ে যায় আবাস যোজনা প্রকল্পের সমীক্ষা। এরই মাঝে কত একুশে অক্টোবর রাজ্যের বিজেপি দল নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানান যে রাজ্যে ৫জেলায় ৬বিধানসভায় উপনির্বাচন রয়েছে।

ঐ সমস্ত জায়গায় আবাস যোজনা প্রকল্পের সারবে বন্ধ রাখার নির্দেশ দেন নির্বাচন কমিশনকে বিজেপির তরফ থেকে। তারপরে দেখা গেল ২৪ ঘণ্টার মধ্যে বিজেপির আবেদন মনজুর করলো নির্বাচন কমিশন। এরপরেই আবাস যোজনা প্রকল্পের সারবে বন্ধ রাখার নির্দেশ দেন। নির্বাচন কমিশন সূত্রের খবর ১৩ নভেম্বর পর্যন্ত আবাস যোজনা সমীক্ষার কাজ বন্ধ থাকবে। যে সমস্ত জেলাগুলিতে বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন সেগুলি হল :-

  • ১) উত্তর ২৪ পরগনা জেলা।
  • ২)পশ্চিম মেদিনীপুর জেলা।
  • ৩)বাঁকুড়া জেলা।
  • ৪) কোচবিহার জেলা।
  • ৫) আলিপুরদুয়ার জেলা।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আবাসের দুর্নীতি বন্ধ করতে নতুন অ্যাপ শুরু করেছে যার নামকরণ করা হয়েছে:- “Survey for Rural Housing” এই অ্যাপটি শুধুমাত্র যে সমস্ত যোগ্য আবেদনকারী রয়েছেন যারা সত্যিই বাড়ি পাওয়ার যোগ্য তাঁদের যাচাই করার জন্যে।

App টি ব্যবহার করবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আধিকারিকগণ যাতে যে সমস্ত পরিবারযোগ্য তাদের ডকুমেন্ট অনলাইন আপলোড সিস্টেম এর মাধ্যমে সম্পূর্ণ হয়, এর সাথে জানানো হয়েছে যে ডিজিটালই কাজ সম্পন্ন করার জন্যই ব্যবহার হবে এই App. অ্যাপ শুধুমাত্র এখন কার্যক্রমের জন্য বন্ধ রাখা হয়েছে পরবর্তীতে কাজ শুরু হলেই Appটি Live করে দেওয়া হবে সমস্ত জায়গায়। তবে শুধুমাত্র এডমিন প্যানেল Login করতে পারবেন যাদের Id & Password থাকবে তারাই পারবেন সব কাজ করতে।

App টিতে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ features রয়েছে। যেমন:- কোন,কোন বাড়ি এখনো সার্ভে করা হয়নি, ব্লক বা গ্রাম পঞ্চায়েত ভিত্তিক তালিকা দেখা যাবে। উপভোক্তাদের নিজেদের নাম তালিকায় রয়েছে কিনা, তা এই App এর মাধ্যমে সব জানা যাবে।তবে সার্ভে শুরু করার পরেই সব কার্যকরী হবে।

2 thoughts on “বাংলা আবাস যোজনায় ৫ জেলায় সমীক্ষা বন্ধ। বাড়ির টাকা আর মিলবেনা। Bangla Awas Yojna Big Update Today”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top