Bangla Awas Yojana:-বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে বাড়ির টাকা দেওয়া নিয়ে এবার কড়া নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ সরকার। উপভোক্তাদের টাকা এত কেন দেরি হচ্ছে জেলাশাসকদের কড়া বার্তা নবান্নের। বাংলা আবাস যোজনা টাকা যেন ডিসেম্বর মাসের ২৬ তারিখের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেয় এমনই নির্দেশ দিয়েছে নবান্ন থেকে।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রায় ১২ লক্ষ্যে উপভোক্তাদের বাড়ি তৈরি করবার জন্য প্রথম কিস্তির ৬০,০০০ টাকা ইতি-মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে হস্তান্তর করেছেন। কিন্তু উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো সম্পূর্ণ টাকা এসে পৌঁছায়নি।
আরও পড়ুন:–Wb BDO Office Job:- রাজ্যে এইট পাশে চাকরির সুযোগ! সম্পূর্ণ বিনামূল্যে করুন আবেদন
বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গায় অভিযোগ জমা পড়ছে এখনো পর্যন্ত টাকা না পাওয়ার জন্য এবং তারপরে নবান্ন থেকে কড়া বার্তা জেলা শাসকদের। ব্যাংক অ্যাকাউন্টে টাকা যেতে এত কেন দেরি হচ্ছে?ব্যাংক অ্যাকাউন্টে টাকা হস্তান্তরের সময়সীমা আরো কমিয়ে নিয়ে আসা হলো। চলতি বছর ডিসেম্বর মাসের ২৬ তারিখের মধ্যেই যেন টাকা পেয়ে যায় উপভোক্তারা।
Table of Contents
Bangla Awas Yojana:- List Download
টাকা কবে পাবেন?
পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রথম পর্যায়ে উপভোক্তাদের বাড়ির টাকা দিচ্ছে ১২ লক্ষ, অর্থাৎ ১১লক্ষ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এবং যে সমস্ত বিপর্যস্ত এলাকা মানে বন্যার কারণে কিংবা অন্যান্য বিপর্যয়ের কারণে বাড়ির ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরে মুখ্যমন্ত্রীর নির্দেশে আরও ১ লক্ষ এ বাড়ির পরিমাণ প্রথম পর্যায়ে বাড়িয়ে দেয়া হয় টোটাল এখনো উপভোক্তার সংখ্যা প্রথম পর্যায়ে ১২ লক্ষ, বাড়ি পাচ্ছেন।
রাজ্য সরকার দ্বারা স্পষ্টতায় জানিয়ে দেওয়া হয়েছে ২৮ হাজার সরকারি আধিকারিকদের নিয়ে, সমীক্ষা করা হয়েছে জেলায় জেলায় তারপর যোগ্য উপভোক্তার সংখ্যা দাঁড়িয়েছে ২৮ লক্ষ। এর মধ্যে প্রথম পর্যায়ে, ১২ লক্ষ উপভোক্তা কে টাকা দেওয়া হচ্ছে এবং পরবর্তী পর্যায়ে ৮লক্ষ ও আবার ৮লক্ষ করে দুই পর্যায়ে টাকা দেওয়ার ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এই কথা ঘোষণা করেছেন।
আরও পড়ুন:–Wb Land department Recruitment: পশ্চিমবঙ্গে মাধ্যমিক পাশে গ্রুপ-সি পদে নিয়োগ, আবেদন করুন চাকরির জন্য।
Bangla Awas Yojana:- PWL লিস্টের টাকা কবে দেবে?
আপনাদের মধ্যে যে সমস্ত উপভোক্তাদের (PWL) লিস্টে নাম রয়েছে, তাদের টাকা আপাতত ২০২৪ সালে ডিসেম্বর মাসে পাওয়া যাবে না, রাজ্য সরকারের নির্দেশ অনুসারে পিডাব্লিউএল (PWL) লিস্টের টাকা আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের মে মাসে ৮ লক্ষ পরিবারকে দেওয়া হবে। বাকি ৮ লক্ষ পরিবারকে দেওয়া হবে ডিসেম্বর ২০২৫ সালে।

Bangla Awas Yojana: ছুটির দিনেও টাকা দিলো Treasury থেকে।
ইতি মধ্যেই জানেন বড়দিনের ছুটি এবং সেই ছুটির মধ্যেও বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা থেমে নেই। উপভোক্তাদের কথা মাথায় রেখে এবং নবান্নের কড়া নির্দেশেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা হস্তান্তর করার কাজ সক্রিয় রেখেছে জেলা প্রশাসন। বর্তমানে চলছে বড়দিনের ছুটি
আরও পড়ুন:–West Bengal Group: D Recruitment 2024: চাকরির সুযোগ, এইট পাশে গ্রুপ-ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করুন
এবং, নতুন বছর আসতেই ছুটিতে কাটছে সবার দিন এর মধ্যেই আধিকারিকদের চাপের মুখে কারণ আবাস যোজনা প্রকল্পের টাকা উপভোক্তাদের বাকি রয়েছে সেই টাকা যদি হস্তান্তর করা যায় তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই জন্য সক্রিয় হয়ে উঠেছে জেলা প্রশাসন। রাজ্য সরকার ও কড়া নির্দেশ দিয়ে দিয়েছে প্রত্যেক জেলা শাসকদের আবাস যোজনা প্রকল্পের টাকা ২৬ শে ডিসেম্বরের মধ্যে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নির্দেশিকা জারি করেছে।
Bangla Awas Yojana:- টাকা ব্যাংকে ঢুকলো SMS দিলো।
প্রত্যেক উপভোক্তাদের পশ্চিমবঙ্গের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন দপ্তরের তরফ থেকে, একটি করে এসএমএস (SMS) নই, দুইটি করে এসএমএস (SMS) দিচ্ছে। স্পষ্ট সেখানে লিখা আছে:-

আরও পড়ুন:–Milan Mela: পশ্চিমবঙ্গ রাজ্যে শুরু হচ্ছে চাকরির মেলা, সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ। Job Fair In West Bengal
Bangla Awas Yojana:-বাংলার বাড়ি টাকার দ্বিতীয় SMS.
পশ্চিমবঙ্গ রাজ্যের যে সমস্ত উপভোক্তারা ইতি মধ্যেই বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা পেয়েছেন তাদের প্রত্যেককে এই মেসেজটি পশ্চিমবঙ্গের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে দেওয়া হয়েছে:-

CMO WEBSITE | CLICK HERE |
WHATSAPP GROUP | CLICK HERE |
Bangla Awas Yojana
Bangla Awas Yojana:-বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে বাড়ির টাকা দেওয়া নিয়ে এবার কড়া নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ সরকার। উপভোক্তাদের টাকা এত কেন দেরি হচ্ছে জেলাশাসকদের কড়া বার্তা নবান্নের। বাংলা আবাস যোজনা টাকা যেন ডিসেম্বর মাসের ২৬ তারিখের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেয় এমনই নির্দেশ দিয়েছে নবান্ন থেকে।