রাজ্য সরকারের নির্দেশে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায়, সমীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে প্রত্যেকে জেলাশাসকের অফিসিয়াল ওয়েবসাইটে Provisional(অস্থায়ী) লিস্ট প্রকাশ করে দেন। যেখানে যোগ্য ব্যক্তিদের নাম ছিল এবং অযোগ্য ব্যক্তিদের নাম ও নিষ্ক্রিয় ব্যক্তিদের নাম দেখা গিয়েছিল। সেই লিস্টে আপনাদের মধ্যে অনেকেরই নাম রয়েছে যেমন যাদের অযোগ্য লিস্টে নাম ছিল তাদের ঠিক সময়ের মধ্যে অভিযোগ জানিয়েছিলেন সরাসরি BDO অফিসে তারপর আপনাকে যোগ্য বলে ঘোষণা করে BDO.
Bangla Awas Yojana Final List 2024:
তো যে সমস্ত যোগ্য ব্যক্তিরা রয়েছেন তাঁদের নামের পাশে এলিজিবেল(Eligible) লেখা ছিল। তাদের নাম ফাইনাল লিস্টে উঠবে যারা যোগ্য ব্যক্তি রয়েছেন। তবে ইতিমধ্যেই বিভিন্ন ব্লক স্তরে নতুন লিস্ট প্রকাশ করে দিয়েছে। তবে এর থেকেও খুশির খবর,
যে সমস্ত যোগ্য উপভোক্তারা রয়েছেন যাদের ফাইনাল লিস্টে নাম উঠে গেছে সেই সমস্ত উপভোক্তাদের রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তর থেকে ইতিমধ্যেই মেসেজ পাঠানো হচ্ছে। সেই মেসেজ পেলে আপনি কী করবেন? মেসেজ না আসলে কি করবেন? কোন লিস্টে নাম থাকলে মেসেজ দেবে? সমস্তটা আমাদের প্রতিবেদনে জানিয়ে দেবো, তাই অবশ্যই শেষ পর্যন্ত পড়বেন এবং অন্যদের শেয়ার করবেন।
Table of Contents
Bangla Awas Yojana List 2024:
প্রত্যেক জেলাভিত্তিক অস্থায়ী লিস্টে যাদের নামের পাশে এলিজিবল বা যোগ্য লেখা ছিল তারা টাকা পাওয়ার অবশ্যই যোগ্য। কিন্তু ইতিমধ্যে গ্রামে গ্রামে যে সভা করা হচ্ছে ১৪ই ডিসেম্বর অবধি তাদের রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে প্রত্যেকের যোগ্য উপভোক্তাদের এই সভায় যেতে হবে বা এই ভেরিফিকেশন করাতেই হবে। যদি এই ভেরিফিকেশন কোন ব্যক্তি না করে সে ক্ষেত্রে সে টাকা পাওয়ার যোগ্য বলে গণ্য হবে না এমনটাই আপডেট। তবে আপনারা এই সরাসরি অংশগ্রহণ না করলেও মোবাইল ফোনের মাধ্যমে আপনার ভেরিফিকেশন করাতে পারবেন।
কাদের যেতে হবে এই ক্যাম্পে?
পশ্চিমবঙ্গ রাজ্যের পঞ্চায়েত দপ্তরের নির্দেশ অনুসারে যে সমস্ত উপভোক্তাদের ভেরিফিকেশন অনলাইন কিংবা মোবাইলে এসএমএসের মাধ্যমে হয়ে গেছে, সেই সমস্ত বক্তাদের আর সেই ক্যাম্পে যাওয়ার দরকার নেই তবে গেলে কোন অসুবিধাও নেই।
তো যে সমস্ত উপভোক্তাদের ইতিমধ্যেই ভেরিফিকেশন হয়ে গেছে তাঁদের আর করাতে হবেনা। শুধু যে সমস্ত যোগ্য উপভোক্তাদের কোনোরকম মোবাইলে এসএমএস আসেনি। তাদেরকে এই ক্যাম্পে যাওয়ার নির্দেশ দিচ্ছে অনেক জায়গায় আসেনি অনেক জায়গায় চলে এসেছে তাই যদি আপনার এলাকায় ক্যাম্প বসে থাকে তাহলে আপনি সেখানে যাবেন। যদি কোন রকম ক্যাম্পের খোঁজ না পান চাই তারা সরাসরি আপনি BDO অফিসে যাবেন।
কি কি ডকুমেন্ট নিয়ে যাবেন ভেরিফিকেশন করতে?
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা যেহেতু ১৫ থেকে ৩০ শে ডিসেম্বর এর মধ্যে দেবে তাই যে সমস্ত যোগ্য উপভোক্তা রয়েছে তাদের নিম্নলিখিত ডকুমেন্টগুলি নিয়ে যেতে হবে বা নথিপত্রগুলি সেখানে নিয়ে যেতে হবে :-
আধার কার্ড, আধার কার্ডের সাথে লিংক করা মোবাইল নাম্বার সহ মোবাইল ফোন, ব্যাংকের অ্যাকাউন্টের Pass Book প্রথম পাতা জেরক্স এবং ব্যাংকের পাস বই অরিজিনাল সহ, এছাড়াও আপনার যাবতীয় তথ্য ও যেমন ভোটার কার্ড, লিস্টে নাম আছে সেই লিস্টের যদি আপনার কাছে কোন নথি থাকে তাও নিয়ে যাবেন তাদের সুবিধার্থে। যদি না থাকে তবে কোন ব্যাপার নাই তেনারা আপনার সরাসরি ভেরিফিকেশন করিয়ে দেবেন। যদি কোন ব্যক্তির আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে তাহলেও আপনার ভেরিফিকেশন হয়ে যাবে, রাজ্য সরকার দ্বারা জানানো গিয়েছে বায়োমেট্রিক পদ্ধতিতে তথা আঁধারের মাধ্যমে আঙুলের ছাপ নিয়ে এই ভেরিফিকেশন করে দেবেন সেই আধিকারিকগণ।
কিভাবে ফর্ম পূরণ করবেন?
এই ভেরিফিকেশন করছি এজন্যই যাদের স্বচ্ছতা নিয়ে আসতে পারে কোন রকম টাকা অন্য অ্যাকাউন্ট না চলে যেতে পারে:- তাই প্রত্যেকে ব্যাংক অ্যাকাউন্ট কি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন রাজ্য সরকার বলেই এই এই ভেরিফিকেশন বা তথ্য যাচাই। ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখে উপভোক্তার মোবাইলে একটি ওটিপি পাঠানো হবে, সেই ওটিপি সঠিক জায়গায় বসিয়ে সাবমিট করতে হবে। এরপর ইউনিক নাম্বার বেরিয়ে আসবে।
এই সম্পূর্ণ কাজটা সরকারি আধিকারিকরাই করে দেবেন উপভোক্তাকে এই নিয়ে কোন চিন্তা করতে হবে না কারণ রাজ্য সরকার দ্বারা এই ক্যাম্প করা হচ্ছে। তবে মাথায় রাখবেন যদি আপনার মোবাইল ফোনে ইতিমধ্যেই মেসেজ এসে থাকে তবে সেই মেসেজের মাধ্যমে বাড়িতে বসেই আপনি করতে পারবেন ভেরিফিকেশন। যদি কোনো মেসেজ না এসে থাকে অবশ্যই কিন্তু আপনি আপনার সেই ক্যাম্পে গিয়ে যোগাযোগ করুন।
কি হবে UDIN Number নিয়ে?
রাজ্য সরকার দ্বারা যে UDIN NUMBER দেওয়া হচ্ছে, এটি এমন একটি নাম্বার যা দিয়ে রাজ্য সরকার প্রত্যেক উপভোক্তাকে আলাদা আলাদা ভাবে চিহ্নিতকরণ করতে পারবেন তাতে রাজ্য সরকারের অনেকটাই সুবিধে হবে টাকা দিতে। তাই যেই Id Number Generate হবে অবশ্য আপনি সেটিকে নিজের কাছে লিখে রেখে দেবেন। রাজ্য সরকার আরো জানান এই কাজটি করা হচ্ছে শুধু আপনার অ্যাকাউন্টের টাকা যাতে অন্য অ্যাকাউন্টে চলে না যাই ট্যাব কেলেঙ্কারির মত।
Bangla Awas Yojana: টাকা কবে দেবে বাংলা আবাস যোজনায়?
পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলা আবাস যোজনা প্রকল্পে টাকার সময়সীমা প্রায় দুই থেকে তিনবার চেঞ্জ করেছেন :- বর্তমানে এই প্রকল্পের টাকা দেওয়ার সময় সীমা রাজ্য সরকার দ্বারা ধার্য করা হয়েছে : ডিসেম্বর মাসে ১৫ থেকে ৩০ তারিখের মধ্যে। এই তারিখের মধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্যের যে সমস্ত যোগ্য পরিবার রয়েছেন যারা বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে বাড়ি পাবেন সেই সমস্ত প্রবক্তাকে ১৫ই ডিসেম্বর থেকে ৩০শে ডিসেম্বরের মধ্যে টাকা দেয়া হবে। তবে মাথায় রাখবেন চৌদ্দ ডিসেম্বর পর্যন্ত এই সবে অনুষ্ঠিত হবে গ্রামে গ্রামে বা গ্রাম পঞ্চায়েত অফিসে তাছাড়া BDO অফিসে।
Bangla Awas Yojana: আবাস যোজনায় মেসেজ না আসলে কি করবেন?
পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রত্যেকে উপভোক্তাকে তথা যোগ্য উপভোক্তাকে মেসেজ পাঠাচ্ছে এবং সেটাও কিন্তু অনলাইন সার্ভারের মাধ্যমে। অনেক সময় দেখা যায় যোগ্য হয়েও কিন্তু মেসেজ আসেনি অনেকেরই, তাই যদি আপনার মনে হয় আপনি যোগ্য উপভোক্তা এবং ,
আপনার মোবাইলে এসএমএস আসেনি তবে তৎক্ষণাৎ আপনি BDO অফিসে গিয়ে যোগাযোগ করুন এবং আপনার ফাইনাল লিস্ট টা দেখুন, অনেক সময় দেখা যাচ্ছে যোগ্যতা আগে নাম ছিল পরবর্তীতে অযোগ্য তো চলে এসেছে বলেই ফাইনাল লিস্টে নাম আসেনি তাই আপনি সরাসরি যোগাযোগ করবেন ১৫ তারিখের আগে আগেই।
বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়ার আগে এই সমস্ত কাজ যখনই কমপ্লিট হয়ে যাবে তারপরে ১৫ থেকে ৩০ শে ডিসেম্বরের মধ্যে রাজ্য সরকার সরাসরি আপনাদের ব্যাংক একাউন্টে টাকা রিলিজ করবেন।
তবে মাথায় রাখবেন আপনার যাদের ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য সঠিক থাকে তাহলেই আপনি এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন অনেক সময় কি হয়, আপনার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ থাকে, ব্যাংক একাউন্টে কোন লেনদেনই থাকেনা, ব্যাংক একাউন্ট বিভিন্ন কারণে স্থগিত করে দিয়েছে ব্যাংক, এছাড়াও বিভিন্ন সমস্যা দেখা যায় ব্যাংক একাউন্ট গুলিতে, তাই আপনি আপনার ব্যাংক একাউন্ট কে সক্রিয় রাখবেন সব সময়।
WEBSITE | CLICK HERE |
Bangla Awas Yojana Final List. বাংলা আবাস যোজনার ফাইনাল লিস্ট কিভাবে দেখবেন? মোবাইলে মেসেজ দিচ্ছে প্রত্যেককেই!
রাজ্য সরকারের নির্দেশে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায়, সমীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে প্রত্যেকে জেলাশাসকের অফিসিয়াল ওয়েবসাইটে Provisional(অস্থায়ী) লিস্ট প্রকাশ করে দেন। যেখানে যোগ্য ব্যক্তিদের নাম ছিল এবং অযোগ্য ব্যক্তিদের নাম ও নিষ্ক্রিয় ব্যক্তিদের নাম দেখা গিয়েছিল। সেই লিস্টে আপনাদের মধ্যে অনেকেরই নাম রয়েছে যেমন যাদের অযোগ্য লিস্টে নাম ছিল তাদের ঠিক সময়ের মধ্যে অভিযোগ জানিয়েছিলেন সরাসরি BDO অফিসে তারপর আপনাকে যোগ্য বলে ঘোষণা করে BDO.
SAIDUR RAHMAN
আমি মোহাম্মদ সাইদুর রহমান। আমি বিগত ২বছর থেকে প্রতিবেদন লিখি। এর সাথে আমি পড়াশোনা করি।