বাংলা আবাস প্লাস যোজনা প্রকল্প কি?
বাংলা আগস্ট প্লাস প্রকল্প হলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যোগ্য বাসিন্দাদের বাড়ি তৈরি করবার এক প্রকল্প। রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী এই প্রকল্পে এককালীন ১ লক্ষ ২০ হাজার (1 lakh 20 thousand)
টাকা অনুদান দেওয়া হয়। এতদিন পশ্চিমবঙ্গ রাজ্যে (Pradhan Mantri Awas Yojana Gramin) পিএম আবাস যোজনা গ্রামীণ এর মাধ্যমে টাকা দিয়ে আসতো, যার ৬০% শতাংশ কেন্দ্রীয় সরকার ও ৪০% শতাংশ রাজ্য সরকার প্রদান করতো।
বর্তমানে আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকার প্রায় দুই থেকে তিন বছর ধরেই বাংলার মানুষদের বঞ্চিত করছে দুর্নীতির অভিযোগ বলে। সেই অভিযোগ স্বীকার করলেও রাজ্য সরকার দ্বারা প্রমাণিত এখনো পর্যন্ত করতে পারছে না কেন্দ্রীয় সরকার।
তাই কেন্দ্রীয় সরকার এতদিন বঞ্চনার কারণে রাজ্যবাসী ক্ষোভ উগরে দিয়েছেন কেন্দ্রীয় সরকারের (Pradhan Mantri Awas Yojana Gramin) ওপর। তারপর পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ২০২৪ সালে লোকসভা নির্বাচনে আশ্বাস দেন রাজ্যবাসীকে, যে আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকার ডিসেম্বর মাসের আগে আগে টাকা না দিলে রাজ্য সরকার নিজের তহবিল থেকেই দেবেন। ঠিক কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না বলে রাজ্য সরকার আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিল।
বাংলা আবাস যোজনা সার্ভে রিপোর্ট ২০২৪:-
কয়েকদিন আগের প্রাথমিক আধিকারিকদের রিপোর্ট দেখুন :-
কোন ক্ষেত্রে অযোগ্য ঘোষণা? | কত জন উপভোক্তা? |
---|---|
(১) পাকা ছাদ ও ইটের দেওয়াল | উপভোক্তার সংখ্যা:-(৩৫২৯৩৯)জন |
(২) আগেই সরকারি বাড়ির সুবিধা | উপভোক্তার সংখ্যা:- (১৪৮৭৪) জন |
(৩) তিন/চার চাকার গাড়ি | উপভোক্তার সংখ্যা:- (৭৯৯৬) জন |
(৪) তিন/চার চাকার কৃষি সরঞ্জাম | উপভোক্তার সংখ্যা:- (৩২১৯) জন |
(৫)২.৫ একর বা তার বেশি সেচ জমি | উপভোক্তার সংখ্যা:- (৪৬৪০) জন |
(৬)৫ একর এর বেশি অকৃষি জমি | উপভোক্তার সংখ্যা:- (১৩১৫) জন |
(৭) পরিবারে সরকারি চাকুরিজীবী | উপভোক্তার সংখ্যা:- (৪৩৪২) জন |
(৮)১৫ হাজার টাকার বেশি আয় | উপভোক্তার সংখ্যা:- (২১৩৮৯) জন |
(৯)১৫ হাজার টাকার বেশি আয়ে আয়কর দেন এমন সদস্য | উপভোক্তার সংখ্যা:- (৩৮২৩) জন |
(১০) আয় কর দেন | উপভোক্তার সংখ্যা:- (২১৪০ )জন |
(১১) সরকারের রেজিস্টার্ড অকৃষি উদ্যোগপতি | উপভোক্তার সংখ্যা:- (১৭৬৮) জন |
𝗪𝗕 🧡 𝗦𝗖𝗛𝗘𝗠𝗘 🧡 𝗡𝗘𝗪𝗦 | 𝗪𝗕 🧡 𝗦𝗖𝗛𝗘𝗠𝗘 🧡 𝗡𝗘𝗪𝗦 |
এটা যেহেতু সারাক্ষন আপডেট হয় তাই এটা রিপোর্ট নভেম্বর মাসের প্রথমের।
বিশেষ খবর,সূত্র:- নবান্ন
রাজ্য সরকারের নির্দেশ মতে বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে, ২১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত পুরো পশ্চিমবঙ্গে সমীক্ষা চলতো। ঠিক প্রথম কয়েকদিন সমীক্ষা হওয়ার পর নির্বাচন কমিশনে তরফ থেকে চিঠি চলে আসে পশ্চিমবঙ্গ রাজ্যে, ৫ জেলায় উপ-নির্বাচন রয়েছে ছয় বিধানসভা কেন্দ্রের সে কারণেই আবাসের প্রকল্পের সমীক্ষা করা যাবে না ৫ জেলায়।
ঠিক সেই নির্দেশ মেনে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আবাসস্থল সমীক্ষা শুরু করে দেয় এর মধ্যে চলে আসে বিভিন্ন বিভ্রাট সেই বিভ্রাট গুলি এড়াতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এবার নতুন নির্দেশ।
রাজ্য বাসীর ক্ষোভ অনেকেই পাকা বাড়ি রয়েছে তবুও টাকা পাচ্ছেন। অনেকে অযোগ্য তবু এই প্রকল্পে টাকা পাচ্ছেন।
বাংলা আবাস যোজনা প্রকল্পে সমীক্ষা কতদিন চলবে :-
রাজ্য সরকারের পরবর্তী নির্দেশ মতে আবাস যোজনা প্রকল্পের সমীক্ষা যেটা চলছে সেটা অনির্দিষ্টকালের জন্য সমীক্ষা চলছে। রাজ্য সরকারের নিয়মানুযায়ী একুশে অক্টোবর থেকে ৩০ অক্টোবর সমীক্ষার কথা ছিল সে ক্ষেত্রে পরবর্তীতে যখন সমীক্ষা সম্পন্ন না হওয়ার কারণে আবাস যোজনা প্রকল্পে আবারো নভেম্বর মাসে সমীক্ষা শুরু করে দেয়। তাই প্রকল্পের মাধ্যমে যে সমীক্ষা শেষ হবে আপডেট পাওয়া যাচ্ছে ১৪ ই নভেম্বরের পরে। তবে এটা সম্ভাব্য এরপরেও সমীক্ষা চলতে পারে, সে কারণে প্রতিবেদনে বলা হলো আবাস যোজনা প্রকল্পের সমীক্ষা অনির্দিষ্টকালের জন্য তবে এটা বেশি দিন চলবে না।
নতুন নির্দেশিকা কি, নবান্নের :-
একাধিক জায়গায় দেখা গেছে একাধিক বাড়ির নাম বাদ পড়েছে। তার কারণেই রাজ্য বাসির একাধিক ক্ষোভ রাজ্য সরকারের ওপর যে যোগ্য ব্যক্তিদের নাম কেন কাটা হলো সে কারণেই রাজ্য সরকারের স্তরে অনেক অভিযোগ জমা পড়েছে বলেই সূত্রের খবর।
এই কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে যেতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নিজে বৈঠক শুরু করলেন মুখ্য সচিব ও মুখ্য উপদেষ্টা এবং সরাসরি মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়াও বিভিন্ন জেলার জেলাশাসকদের সাথে।
নতুন নির্দেশ:-
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কেন্দ্রীয় সরকারের আমরা কোন নিয়ম মানবো না এই সমীক্ষায় এই সমীক্ষা শুধুমাত্র রাজ্যের মানবিকভাবেই করা হবে। যাদের দেখা যাচ্ছে একটি দেয়াল আছে পাকা, কিন্তু পুরো বাড়িই কাঁচা। আধিকারিকগণ এই দেখে রিজেক্ট করে দিয়েছে অনেকের নাম এবার রাজ্য সরকারের নির্দেশ অনুসারে ২৮-১০-২০২৪ তারিখে নোটিফিকেশন(“notification”)দিয়ে দেয় জেলাশাসকদের আবারো পুনঃসমীক্ষা করবার জন্য।
এবার রাজ্য সরকারের নতুন নির্দেশ এটাই হচ্ছে যদি কোন পরিবারের বাড়ি একটা দেয়াল পাকা থাকে, ও পুরো বাড়িটা যদি কাঁচা সেক্ষেত্রে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে তার নাম বাদ দেয়া যাবে না তাকে এই প্রকল্পের মাধ্যমে টাকা দিতে হবে।
রাজ্য সরকারের প্রকাশিত বিভিন্ন সময়সূচি :-
21 to 30 October 2024:- বাড়ি বাড়ি সার্ভে করবে টিম।
14 November 2024:- Re-checking list.
20 November 2024:- তালিকা তৈরি কাজ শুরু করবে বিভিন্ন আধিকারিক।
21 To 27 November:- আপত্তি নিষ্পত্তি শুরু।
4th December 2024:- গ্রামসভায় অনুমোদন।
9th December 2024:- block level কমিটিতে অনুমোদন।
10th December 2024:- জেলা স্তরে অনুমোদন।
20 December 2024:- উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ৬০,০০০ টাকা জমা করবে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের কোষাগার থেকে।
জয় বাংলা মা মাটি মানুষ আবাস যোজনার নাম মতি ভক্ত করতে চাই আমাকে একটা ঘর দেয়া হোক আমি ঘরে যোগ্যতা মূলক বটি আবেদন করিলাম দেওয়া হলে কি দেবে তোর অপেক্ষায় রইলাম।
Bangla Abas Jojona
Bangla Abas Jojona