কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে বাড়ি তৈরি করবার জন্য টাকা না দেবার কারণে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নিজের তহবিল থেকে প্রায় সাড়ে ১১ লক্ষেরও বেশি বাড়ি তৈরি করবার নির্দেশ দিয়েছেন। ঠিক অক্টোবর মাস থেকে এই প্রকল্পের নতুন সমীক্ষা শুরু হয়ে যায়। তারপরে এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন রকম দুর্নীতির অভিযোগ স্বজনপোষণের অভিযোগ এছাড়াও বিভিন্ন রকম অভিযোগ করেছেন গ্রামবাসীরা।
বর্তমানে আবাস যোজনা উপভোক্তাদের খুবই বড় ও বিরাট পরিবর্তন পশ্চিমবঙ্গ রাজ্য পঞ্চায়েত সচিবের তরফ থেকে। টাকা দেওয়ার তারিখ নিয়ে একাধিক বিরাট আপডেট চলে আসছে। বিস্তারিত ভাবে জানতে পারবেন আমাদের প্রতিবেদনের মাধ্যমে। তাই অন্যদের শেয়ার করবেন প্রতিবেদনটি যাতে অন্যরাও এই আপডেটসটি জানতে পারে।
আবাস যোজনায় নতুন কি পরিবর্তন:-
যেহেতু কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের মাধ্যমে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যে বলেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
রাজ্য সরকারের নির্দেশ মতে ডিসেম্বর মাসের ২০ তারিখে আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে টাকা দিয়ে দেওয়ার কথা। তবে এই তারিখ পরিবর্তন করলেন রাজ্যের পঞ্চায়েত সচিব। এছাড়াও আবাস প্রকল্পের তালিকা প্রকাশের তারিখ ও পরিবর্তন করা হলো। এই সমস্ত তারিখ পরিবর্তন করার পিছনে একটাই কারণ যাতে স্বচ্ছতার সাথে ও যেন যোগ্য উপভোক্তা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে বাড়ির টাকা পান সেই জন্যই।
আবাস যোজনায় নতুন টাকা দেওয়ার তারিখ কি?
বাংলা আবাস যোজনার মাধ্যমে নতুন টাকা দেওয়ার তারিখ ঘোষণা করেছেন রাজ্যের পঞ্চায়েত সচিব।
নতুন তারিখটি হলো:- ২৩শে ডিসেম্বর ২০২৪
কোন কোন উপভোক্তারা এই তারিখে টাকা পাবেন?
2022-23 লিস্ট অনুসারে যে সমীক্ষা চালাচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আধিকারিক সেই সমীক্ষা থেকে যে সমস্ত আবেদনকারীদের নাম ফাইনাল ২০২৪-২৫ আর্থিক বছরে উঠবে। সেই যোগ্য পরিবার আবাস প্রকল্পের মাধ্যমে বাড়ির টাকা পাবেন। মূল কথা হচ্ছে আবাস যোজনা প্রকল্পের ফাইনাল লিস্ট ২৯শে নভেম্বর থেকে ৬য় ডিসেম্বর প্রকাশিত হবে এই লিস্টে নাম থাকলেই পাবেন টাকা।
বাংলা আবাস যোজনা সার্ভে রিপোর্ট ২০২৪:-
কয়েকদিন আগের প্রাথমিক আধিকারিকদের রিপোর্ট দেখুন :-
কোন ক্ষেত্রে অযোগ্য ঘোষণা? | কত জন উপভোক্তা? |
---|---|
(১) পাকা ছাদ ও ইটের দেওয়াল | উপভোক্তার সংখ্যা:-(৩৫২৯৩৯)জন |
(২) আগেই সরকারি বাড়ির সুবিধা | উপভোক্তার সংখ্যা:- (১৪৮৭৪) জন |
(৩) তিন/চার চাকার গাড়ি | উপভোক্তার সংখ্যা:- (৭৯৯৬) জন |
(৪) তিন/চার চাকার কৃষি সরঞ্জাম | উপভোক্তার সংখ্যা:- (৩২১৯) জন |
(৫)২.৫ একর বা তার বেশি সেচ জমি | উপভোক্তার সংখ্যা:- (৪৬৪০) জন |
(৬)৫ একর এর বেশি অকৃষি জমি | উপভোক্তার সংখ্যা:- (১৩১৫) জন |
(৭) পরিবারে সরকারি চাকুরিজীবী | উপভোক্তার সংখ্যা:- (৪৩৪২) জন |
(৮)১৫ হাজার টাকার বেশি আয় | উপভোক্তার সংখ্যা:- (২১৩৮৯) জন |
(৯)১৫ হাজার টাকার বেশি আয়ে আয়কর দেন এমন সদস্য | উপভোক্তার সংখ্যা:- (৩৮২৩) জন |
(১০) আয় কর দেন | উপভোক্তার সংখ্যা:- (২১৪০ )জন |
(১১) সরকারের রেজিস্টার্ড অকৃষি উদ্যোগপতি | উপভোক্তার সংখ্যা:- (১৭৬৮) জন |
𝗪𝗕 🧡 𝗦𝗖𝗛𝗘𝗠𝗘 🧡 𝗡𝗘𝗪𝗦 | 𝗪𝗕 🧡 𝗦𝗖𝗛𝗘𝗠𝗘 🧡 𝗡𝗘𝗪𝗦 |
এটা যেহেতু সারাক্ষন আপডেট হয় তাই এটা রিপোর্ট নভেম্বর মাসের প্রথমের।
WB SCHEME NEWS
WB SCHEME NEWS-এর প্রতিবেদন লিখি। আমি বিগত ৫বছর থেকে সমাজ মাধ্যমে কর্মরত। আমি এখন বর্তমানে এই Website -এ Article লিখা ও অন্যান্য কাজের সাথে যুক্ত।