Bangla Shashya Bima Status Cheak online বাংলা শস্য বীমা 2024

Bangla Shashya Bima Status Cheak online. বাংলা শস্য বীমা ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন কিনা চেক করুন।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে কৃষকদের ফসলের ক্ষতিপূরণ দিয়ে থাকেন। এবং প্রত্যেক বছরে এই প্রকল্পের মাধ্যমে দুটো মরশুমে আবেদন পত্র জমা নেওয়া হয় রাজ্যের কৃষি দপ্তর অফিসে।( খরিফ ও রবি ) চলতি বছর অর্থাৎ ২০২৪ সালে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বন্যার জলের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের এবার আবেদনপত্র জমা নিচ্ছে রাজ্যের কৃষি দপ্তর। কোন মৌসুমে আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে এবং আবেদনের শেষ সময় কবে কোথায় আবেদন করবেন কি কি নথিপত্র লাগবে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি এই প্রতিবেদনের মাধ্যমে। তাই নিত্যনতুন এইরকম খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের পেজটিকে অবশ্যই ফলো রাখবেন।

কৃষকদের ফসলের ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার।Bangla Shashya Bima
কৃষকদের ফসলের ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার।Bangla Shashya Bima

কোন মরশুমে আবেদনপত্র জমা নেয়া হচ্ছে?

বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে খরিফ মরশুমে আবেদনপত্র জমা নিচ্ছে রাজ্যের কৃষি দপ্তর ,কারন এই সময়ই চলছে খরিফ মরসুম , সেই কারণে রাজ্যের কৃষি দপ্তর থেকে এই প্রকল্পে আবেদন জমা নেয়া হচ্ছে।

কিভাবে আবেদন করবেন ও কি কি নথি পত্র লাগবে?

বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদন করতে আপনাদের বেশ কিছু নথিপত্রের প্রয়োজন সেইগুলো নিম্নে আলোচনা করা হলো।

প্রথমত এই প্রকল্পে আবেদন করতে ব্লকের সহ-কৃষি অধিকর্তার কার্যালয়ে বা বাজাজ অ্যালিয়ান্স জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের কার্যালয়ে অথবা তাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করুন।

  • কৃষকের সুবিধার্থে গ্রামপঞ্চায়েত স্তরে সচেতনতা শিবিরের ব্যবস্থা করা হয়েছে
  • ব্লক/গ্রামপঞ্চায়েত ইউনিট ছাড়াও সীমিত এলাকায় শিলাবৃষ্টি, ভূমিধ্বস, বন্যা, জলজমা ইত্যাদি স্থানীয় বিপর্যয়ে ফসলের ক্ষতি হলে এবং ফসল কাটার পর খামারজাত করার আগে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ফসল ক্ষতিগ্রস্ত হলেও ক্ষতিপূরণের যোগ্য হবে

Bangla Shashya Bima Status Cheak online

•যেই সমস্ত নথিপত্রের প্রয়োজন:-

কৃষকের ভোটার পরিচয়পত্র, আধার কার্ড , ব্যাঙ্ক পাসবুক এবং জমির মালিকানা সংক্রান্ত নথি, এই সমস্ত নথিপত্র জেরক্স করে সাথে আবেদন পত্রটির জমা দিতে হবে আপনার নিকটবর্তী কৃষি কার্যালয়ে। আবেদনপত্র জমা দিতে কোন টাকা পয়সার দরকার নেই। তাই টাকা পয়সা কাউকে দিয়ে প্রতারণার ফাঁদে পা দেবেন না।

•আবেদনপত্র ফর্মটি কোথায় পাবেন?

আবেদনপত্র ফর্মটি পাওয়া যাবে আপনার ব্লকের সহ-কৃষি অধিকর্তার কার্যালয়ে,বাজাজ অ্যালিয়ান্স জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের কার্যালয়ে অথবা তাদের প্রতিনিধির কাছে এবং আপনার গ্রাম পঞ্চায়েত অফিসেও যোগাযোগ করতে পারেন।

আপনাদের সুবিধার্থে আবেদনপত্রটির লিংক দিয়ে রাখলাম চাইলে আপনারা এখান থেকে ডাউনলোড করে আবেদন পত্র জমা দিতে পারেন। লিংক :- FORM LINK CLICK HERE

কৃষকদের ফসলের ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার।Bangla Shashya Bima
কৃষকদের ফসলের ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার।Bangla Shashya Bima

আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় কবে নির্ধারিত করেছে রাজ্য সরকার?

এই প্রকল্পের আবেদনের শেষ সময় ছিল (৩১-০৯-২০২৪) কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার পর উত্তরবঙ্গ সফরে গিয়ে সাংবাদিক মুখোমুখি হয়ে জানিয়ে দিয়েছিলেন যেহেতু বন্যা সেপ্টেম্বরের শেষ মুহূর্তে এসেছে তাই চাষিরা আবেদন করতে পারেননি এই প্রকল্পে। সেই কথা মাথায় রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনই জানিয়ে দেন এই প্রকল্পের আবেদনের সময়সীমা বাড়িয়ে দিলাম আবেদন করার শেষ সময় হচ্ছে (৩১-১০-২০২৪) ৩১ শে অক্টোবর ২০২৪ পর্যন্ত আবেদন করা যাবে। তাই এখনো যারা এই প্রকল্পে আবেদন করেননি অবশ্যই আপনি আমাদের এই প্রতিবেদনটি দেখে করতে পারেন আবেদন।

কৃষকদের ফসলের ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার।Bangla Shashya Bima

CROP INSURANCE: কৃষকদের ফসলের ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। Bangla Shashya Bima.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top