Bangla Shashya Bima Status cheak 2024-25. বাংলা শস্য বীমা প্রকল্পে ফসলের ক্ষতিপূরণ দেবে কৃষকদের!

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদন করতে আপনাদের বেশ কিছু নথিপত্রের প্রয়োজন সেইগুলো নিম্নে আলোচনা করা হলো।

প্রথমত এই প্রকল্পে আবেদন করতে ব্লকের সহ-কৃষি অধিকর্তার কার্যালয়ে বা বাজাজ অ্যালিয়ান্স জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের কার্যালয়ে অথবা তাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করুন।

  • কৃষকের সুবিধার্থে গ্রামপঞ্চায়েত স্তরে সচেতনতা শিবিরের ব্যবস্থা করা হয়েছে
  • ব্লক/গ্রামপঞ্চায়েত ইউনিট ছাড়াও সীমিত এলাকায় শিলাবৃষ্টি, ভূমিধ্বস, বন্যা, জলজমা ইত্যাদি স্থানীয় বিপর্যয়ে ফসলের ক্ষতি হলে এবং ফসল কাটার পর খামারজাত করার আগে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ফসল ক্ষতিগ্রস্ত হলেও ক্ষতিপূরণের যোগ্য হবে

•যেই সমস্ত নথিপত্রের প্রয়োজন:-

কৃষকের ভোটার পরিচয়পত্র, আধার কার্ড , ব্যাঙ্ক পাসবুক এবং জমির মালিকানা সংক্রান্ত নথি, এই সমস্ত নথিপত্র জেরক্স করে সাথে আবেদন পত্রটির জমা দিতে হবে আপনার নিকটবর্তী কৃষি কার্যালয়ে। আবেদনপত্র জমা দিতে কোন টাকা পয়সার দরকার নেই। তাই টাকা পয়সা কাউকে দিয়ে প্রতারণার ফাঁদে পা দেবেন না।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

•আবেদনপত্র ফর্মটি কোথায় পাবেন?

আবেদনপত্র ফর্মটি পাওয়া যাবে আপনার ব্লকের সহ-কৃষি অধিকর্তার কার্যালয়ে,বাজাজ অ্যালিয়ান্স জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের কার্যালয়ে অথবা তাদের প্রতিনিধির কাছে এবং আপনার গ্রাম পঞ্চায়েত অফিসেও যোগাযোগ করতে পারেন।

আপনাদের সুবিধার্থে আবেদনপত্রটির লিংক দিয়ে রাখলাম চাইলে আপনারা এখান থেকে ডাউনলোড করে আবেদন পত্র জমা দিতে পারেন। লিংক :-https://banglashasyabima.net/download_kharif_24_paddy

বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে খরিফ মরশুমে আবেদনপত্র জমা নিচ্ছে রাজ্যের কৃষি দপ্তর ,কারন এই সময়ই চলছে খরিফ মরসুম ,সেই কারণে রাজ্যের কৃষি দপ্তর থেকে এই প্রকল্পে আবেদন জমা নেয়া হচ্ছে।

এই প্রকল্পের আবেদনের শেষ সময় ছিল (৩১-০৯-২০২৪) কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার পর উত্তরবঙ্গ সফরে গিয়ে সাংবাদিক মুখোমুখি হয়ে জানিয়ে দিয়েছিলেন যেহেতু বন্যা সেপ্টেম্বরের শেষ মুহূর্তে এসেছে তাই চাষিরা আবেদন করতে পারেননি এই প্রকল্পে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

সেই কথা মাথায় রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনই জানিয়ে দেন এই প্রকল্পের আবেদনের সময়সীমা বাড়িয়ে দিলাম আবেদন করার শেষ সময় হচ্ছে (৩১-১০-২০২৪) ৩১ শে অক্টোবর ২০২৪ পর্যন্ত আবেদন করা যাবে। তাই এখনো যারা এই প্রকল্পে আবেদন করেননি অবশ্যই আপনি আমাদের এই প্রতিবেদনটি দেখে করতে পারেন আবেদন।কৃষকদের ফসলের ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার।Bangla Shashya Bima

বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদনের স্থিতি চেক করবার জন্য Bangla shashya bima অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। কিন্তু বর্তমানে মোবাইল ফোনের মাধ্যমে বাংলা শস্য ওই মাত্র প্রকল্পের স্ট্যাটাস চেক করা পুরোপুরিভাবে বন্ধ রয়েছে। তাই জেনারেল স্ট্যাটাস চেক করতে চান অবশ্যই এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন এবং কোথা থেকে স্ট্যাটাস চেক করবেন সেটাও কিন্তু আপনাদের জানানো হবে।

অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর Cheak Insurance Coverage অপশন এ ক্লিক করবেন। তারপরেই চলে আসবে আপনার সামনে আরো একটি নতুন পেজ। সেখানেই এবার আপনার মেইন কাজ কারণ সেখানে আপনার EPIC নাম্বার দিয়ে দেখতে হবে আবেদন এর স্থিতি।

Final Step:-

এরপরে ভোটার নাম্বার দিয়ে এবং Season অপশনে ক্লিক করে কোন মরসুমের দেখতে চান টা উল্লেখ করে সাল চয়েস করুন তারপর Get Data অপশনে ক্লিক করুন। এরপরে দেখতে পাবেন আপনি আপনার বাংলা শস্য বীমা প্রকল্পে যেই মৌসুমীর স্ট্যাটাস চেক করলেন সেই ডাক আপনার সামনে চলে আসবে ভোটার কার্ড নম্বর নাম জেলা ব্লক এবং কোন ফসল, কত একর জমির প্রস্তাবিত এলাকায় আবেদন করেছেন সেটাও দেখতে পাবেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

WB SCHEME NEWS

WB SCHEME NEWS-এর প্রতিবেদন লিখি। আমি বিগত ৫বছর থেকে সমাজ মাধ্যমে কর্মরত। আমি এখন বর্তমানে এই Website -এ Article লিখা ও অন্যান্য কাজের সাথে যুক্ত।

Leave a Comment