Bangla Shasya Bima Insurance Coverage:- পশ্চিমবঙ্গ রাজ্যের বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদনকারী প্রত্যেক কৃষকরা অপেক্ষারত এই প্রকল্পের টাকা-র জন্য। কিন্তু কৃষকদের অপেক্ষার অবসান, বর্তমানে বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা দেওয়া শুরু করল বীমা কোম্পানি।
পশ্চিমবঙ্গ সরকার নবান্ন সভাঘর থেকে ঘোষণা করেন, যে ফসলের ক্ষতিপূরণ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ডিসেম্বর মাস থেকে ঢুকতে শুরু করবে। তবে ডিসেম্বর মাস পেরিয়ে গেলেও টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসেনি। অবশেষে ২০২৫ সালের জানুয়ারি মাসে টাকা দেওয়া শুরু হলো কৃষকদের।
আরও পড়ুন:–Wb BDO Office Job:- রাজ্যে এইট পাশে চাকরির সুযোগ! সম্পূর্ণ বিনামূল্যে করুন আবেদন
Table of Contents
কোন কোন জেলায় দিচ্ছে ফসলের ক্ষতিপূরণ?
নবান্ন থেকে এখনো পর্যন্ত কোন রিপোর্ট পেশ করা হয়নি, যে কোন কোন জেলাকে বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে ফসলের ক্ষতিপূরণ দিচ্ছেন রাজ্য সরকার। কিন্তু এটুকু স্পষ্ট, যে সমস্ত এলাকায় ফসলের ক্ষতি হয়েছে সে সমস্ত এলাকাকে এই টাকা দেওয়া হবে। বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন জেলার কৃষকরা টাকা পাচ্ছেন। আপনিও পেতে পারেন এই টাকা।

ফসলের ক্ষতিপূরণ কত টাকা পাওয়া যাবে?
এটা সম্পূর্ণ নির্ভর করে ফসল ক্ষতির উপর। এর কারণটা হচ্ছে বাংলা শস্য বীমা প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকার যত পরিমাণ আপনার উপরে রিপোর্ট করবে সেই অনুপাতেই আপনাকে টাকা দেয়া হবে অর্থাৎ,
আরও পড়ুন:–Wb Land department Recruitment: পশ্চিমবঙ্গে মাধ্যমিক পাশে গ্রুপ-সি পদে নিয়োগ, আবেদন করুন চাকরির জন্য।
Bangla Shasya Bima Insurance Coverage 2025
আপনার পলিসিতে পাঁচ শতাংশ ক্ষতি ঘোষণা করলে আপনাকে তার হিসেব করে টাকা দেয়া হবে। তাই আপনি কত টাকা পাবেন তা কোনোভাবে বলা যাবেনা। এই প্রকল্পের টাকা কোনো ধার্য টাকা নয়। যেভাবে ক্ষতি হবে বা সেই অনুপাতে আপনার উপর রিপোর্ট করা হবে সেই অনুপাতেই টাকা পাবেন।

আরও পড়ুন:–West Bengal Group: D Recruitment 2024: চাকরির সুযোগ, এইট পাশে গ্রুপ-ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করুন
Bangla Shasya Bima Insurance Coverage: ৪০,৯৪০ টাকা ক্ষতিপূরণ দিলো:-
বাংলা শস্য বীমা প্রকল্পে বর্তমানে ফসলের ক্ষতিপূরণ ৪০,৯৪০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে দিল। আপনি আপনার স্ট্যাটাস বীমা কোম্পানির ওয়েবসাইটে দেখুন, তারপরেই দেখতে পাবেন কত টাকা পাবেন এ প্রকল্পের মাধ্যমে।
BAJAJ ALLIANZ GEN. INS. | CLICK HERE |
WHATSAPP JOIN | CLICK HERE |
ভিডিওর মাধ্যমে দেখতে চাইলে এখানে ক্লিক করুন👈
বাংলা শস্য বীমা প্রকল্পে টাকা দেওয়া শুরু হলো
পশ্চিমবঙ্গ রাজ্যের বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদনকারী প্রত্যেক কৃষকরা অপেক্ষারত এই প্রকল্পের টাকা-র জন্য। কিন্তু কৃষকদের অপেক্ষার অবসান, বর্তমানে বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা দেওয়া শুরু করল বীমা কোম্পানি।