Banglar Bari : বাংলা আবাস যোজনায় বাড়ি টাকা খরচে নতুন কর্মসূচি। New & Big Update 2024 - WB SCHEME NEWS

Banglar Bari : বাংলা আবাস যোজনায় বাড়ি টাকা খরচে নতুন কর্মসূচি। New & Big Update 2024

Banglar Bari: বাড়ি তৈরির টাকা খরচে ব্লকে শিবির।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বলে না, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের মাধ্যমে বাড়ি তৈরির কিছু গাইডলাইন ছিল। সেভাবেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাড়ির টাকা-র পাশাপাশি আবাসের প্রথম কিস্তির টাকা কীভাবে খরচ করতে হবে তা সুনির্দিষ্ট কিছু গাইডলাইন বা নিয়মকানুন রয়েছে। রয়েছে ঘরের মাপ থেকে শুরু করে নানান বিষয়, কি সেই বিষয়গুলো কীভাবে টাকা খরচ করতে পারবেন কি রাজ্য সরকার দ্বারা নতুন নিয়ম মানা হলো, সমস্ত থাকছে প্রতিবেদনে তাই শেষ পর্যন্ত পড়ুন এবং অন্যদের শেয়ার করুন।

আরও পড়ুন:বাংলার বাড়ি প্রকল্পের লিস্ট ডাউনলোড করুন। বাংলা আবাস যোজনা টাকা কবে দেবে? Awas Yojana Gramin List download 2024-25

Banglar Bari: পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলার বাড়ি গ্রামীণের মাধ্যমে আবাসের তালিকায় যে সমস্ত উপভোক্তাদের প্রথম পর্যায়ের তালিকায় নাম রয়েছে সে সমস্ত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু করে দিয়েছেন। ইতি-মধ্যেই সেই টাকা পৌঁছেছে উপভোক্তাদের ব্যাংকে, অনেকের অ্যাকাউন্টে ঢোকার মুখে রয়েছেন।

Banglar Bari 1st Installment: বাংলা আবাস যোজনা

বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে প্রথম কিস্তি বাবদ প্রাপ্ত ৬০,০০০/- টাকা কীভাবে খরচ করতে হবে তা নিয়ে ব্লকে ব্লকে “ওরিয়েন্টেশন” ক্যাম্প শুরু করলো মালদা জেলা প্রশাসন কর্তৃপক্ষ। এই দিন গাজোল ব্লক দিয়ে শুরু হলো সেই শিবির এবং একইভাবে জেলার যে সমস্ত বাকি ব্লকগুলি রয়েছে সেই “ওরিয়েন্টেশন” ক্যাম্প শুরু করার কথা রয়েছে জেলাশাসকের দপ্তর থেকে। আগামী দিনে প্রত্যেকটা ব্লকে এই “ওরিয়েন্টেশন” ক্যাম্প শুরু হয়ে যাবে।

প্রশ্ন উঠছে, কেন এই “ওরিয়েন্টেশন” ক্যাম্পের প্রয়োজন পড়লো জেলায়? মালদা জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে রাজ্য সরকার আবাস যোজনা ঘর তৈরির করবার জন্য প্রথম কিস্তি যে ষাট হাজার টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দিলেন, সেই টাকা অনেকেই কিন্তু সৎ ব্যবহার করবেন না।

এর আগে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এর মাধ্যমে যখন টাকা বরাদ্দ করা হয় তখন দেখা যায় যে খরচ করা নিয়ে নানা সমস্যা দেখা দিয়েছে।

Banglar Bari
Banglar Bari

Banglar Bari:- “ওরিয়েন্টেশন” ক্যাম্প করার উদ্দেশ্য কী?

যেমন:- অনেক উপভোক্তা তো বুঝতে পারেন না যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কীসের টাকা ঢুকলো ৬০ হাজার তাই এই টাকা তুলে অন্য কোন খাতে আপনি বরাদ্দ করে দিলেন। আর রাজ্য সরকারের উদ্দেশ্য হচ্ছে এই প্রকল্পে আপনার মাথার উপরে পাকা ছাদ তৈরি করে একটা বাড়ি তৈরি করে দেওয়া।

আরও পড়ুন:-বিশ্বকর্মা যোজনায় কেন্দ্র সরকার ₹15,000 টাকা দিচ্ছে। ৩লক্ষ টাকা ঋণ দেবে কেন্দ্র সরকার। Pm Vishwakarma Yojana Apply Online.

অনেক উপভোক্তা জেনে শুনেও এই টাকা সদ্ব্যবহার করছেন না বলেই রাজ্য সরকারের অভিযোগ। তাই এবার মালদা জেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে “ওরিয়েন্টেশন” ক্যাম্প। এতে যে সমস্ত উপভোক্তাদের নাম থাকবে সে সমস্ত উপভোক্তাদের যে বাড়ি তৈরির পুরো পরিকল্পনা তা এই ক্যাম্প দ্বারা সঠিকভাবে বুঝিয়ে দেবে।

বাড়ি তৈরি না করে কোন সময় সেই টাকা একটা বড় অংশ তুলে তারা অন্য জায়গায় ব্যবহার করে দিয়েছেন বলেই কিন্তু বিভিন্ন জায়গায় প্রমাণ রয়েছে রাজ্যের কাছে। ফলে প্রকল্পের উদ্দেশ্য ব্যাহত হয়েছে বলেই কিন্তু অভিযোগ করছেন রাজ্য সরকার। মালদা জেলা প্রশাসনের উদ্যোগে এই নতুন কর্মসূচি গ্রহণ করা হয়েছে যাতে উপভোক্তা সঠিকভাবে এবং সঠিক জায়গায় টাকা খরচ করতে পারে এবং মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশ অনুসারে এই প্রকল্পের বাড়ি তৈরি হয়।

Banglar Bari
Banglar Bari

Banglar Bari প্রকল্পে কিভাবে খরচ করবেন এই টাকা?

শুধু এই নয় এর পাশাপাশি আবাসের প্রথম কিস্তির টাকা কীভাবে খরচ করতে হবে তার সুনির্দিষ্ট কিছু নিয়মাবলি রয়েছে। এতে রয়েছে ঘরের মাপ থেকে শুরু করে টাকা কীভাবে আপনি খরচ করবেন সব এই নিয়মাবলি তে আছে। এই প্রকল্পের টাকা পেয়ে নিজের নিয়মে কোন কিছুই করা যাবে না। সমস্ত বিষয়ে উপভোক্তাদের জানানোর জন্য, এই “ওরিয়েন্টেশন” ক্যাম্প বা শিবিরের আয়োজন করা হয়েছে।

মালদহ জেলার “ওরিয়েন্টেশন” ক্যাম্পের পরিকল্পনা।

মালদাহের জেলাশাসক:- নিতিন সিংহানিয়া (DM) জানান, ” আবাস যোজনার উপভোক্তা প্রথম কিস্তির টাকা পেয়ে তারা যাতে সুনির্দিষ্ট নিয়ম মেনেই বাড়ি তৈরি করতে পারেন সেই বিষয়কে সামনে রেখে এই “ওরিয়েন্টেশন” শিবিরের আয়োজন করেছেন প্রত্যেক ব্লকে ব্লকে।

আরও পড়ুন: Bangla Shashya Bima Status Cheak online. বাংলা শস্য বীমা ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন কিনা চেক করুন।

Banglar Bari:- আবাস যোজনার রিপোর্ট মালদা জেলায়।

মালদহ জেলার রিপোর্ট অনুযায়ী:- আবাস যোজনা চূড়ান্ত তালিকায় নাম রয়েছে মালদার প্রায় ৯৯,৬৮০ জন উপভোক্তার যারা যোগ্য বলে বিবেচিত হয়েছেন। এদের মধ্যে প্রথম পর্যায়ে জেলার ২৯ হাজার ৭৮১ জন উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দেওয়া হচ্ছে। জেলার ১৫টি ব্লকের উপভোক্তাদেরই “ওরিয়েন্টেশন” ক্যাম্প করা হবে। রবিবার এই কর্মসূচির শুভ উদ্বোধন হয় গাজোল ব্লক দিয়ে, এরপরে বাকি যে সমস্ত ব্লক রয়েছে সেই সমস্ত ব্লকে এই কর্মসূচি শুরু হয়ে যাবে বলে জানা যাচ্ছে। আবার দুজনের যোগ্যদের চূড়ান্ত তালিকা থেকে প্রথম ধাপে গাজোল ব্লকে মোট:- ১,৭৪৫ জন উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দেওয়া হচ্ছে।

এই ক্যাম্পের প্রতিক্রিয়া:-

তার মধ্যে ৩০০ জন উপভো বক্তাকে এই দিন ব্লকের “অন্নদাশঙ্কর” ভবনে শিবির আয়োজিত হয়। শুধু এই নয় সেখান থেকেই উপভোক্তাদের হাতে অনুমোদন পত্র তুলে দেয়া হয়। সেখানকার ভিডিও সুদীপ্ত বিশ্বাস বলেন ” প্রথম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে যাওয়ার পর কীভাবে বাড়ি তৈরির জন্য টাকা খরচ করবে সেই বিষয়গুলো উপভোক্তাদের অবগত করছিলেন সেই কর্মসূচির মাধ্যমে।

CMO PORTALCLICK HERE
WHATSAPP GROUPCLICK HERE

আরও পড়ুন:Lakshmir Bhandar December Month Payment Final date. লক্ষীর ভান্ডার প্রকল্পে টাকা কবে দেবে ডিসেম্বর মাসে?লক্ষীর ভান্ডার দ্বিগুন করলো?

Banglar Bari
Banglar Bari

Banglar Bari : বাংলা আবাস যোজনায় বাড়ি টাকা খরচে নতুন কর্মসূচি।

Banglar Bari: বাড়ি তৈরির টাকা খরচে ব্লকে শিবির।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বলে না, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের মাধ্যমে বাড়ি তৈরির কিছু গাইডলাইন ছিল। সেভাবেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাড়ির টাকা-র পাশাপাশি আবাসের প্রথম কিস্তির টাকা কীভাবে খরচ করতে হবে তা সুনির্দিষ্ট কিছু গাইডলাইন বা নিয়মকানুন রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top