Duare Sarkar :- রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালির সভামঞ্চ থেকে দুয়ারে সরকার নিয়ে বার্তা দেন। তিনি জানান দুয়ারে সরকার কর্মসূচি প্রত্যন্ত এলাকায় আবারও শুরু হচ্ছে। এবং এই ক্যাম্প কতদিন চলবে? আপনার এলাকায় কবে হবে? বিস্তারিতভাবে জানাবো আমাদের প্রতিবেদনে।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা চালু করা ২০২০ সালের এমন একটি কর্মসূচি, যার মাধ্যমে পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিক যেকোনো প্রকল্পের মাধ্যমে আবেদন করতে চাইলে এই কর্মসূচিতে যোগদান দিতে পারেন।
Table of Contents
আরও পড়ুন:–Wb BDO Office Job:- রাজ্যে এইট পাশে চাকরির সুযোগ! সম্পূর্ণ বিনামূল্যে করুন আবেদন
অর্থাৎ এই কর্মসূচির নাম রাখা হয়েছে দুয়ারে সরকার যেখানে আপনি বিভিন্ন প্রকল্পের সুবিধে নিতে পারবেন। কোন টাকা ছাড়াই এই প্রকল্পগুলির সুবিধা সরাসরি এক জায়গায় পাবার নামই হচ্ছে দুয়ারে সরকার।
দুয়ারে সরকার কবে হবে ২০২৫ সালে?
রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত দুয়ারে সরকার কর্মসূচি চালানো যাবে।
এই সময় কালকে বেছে নেওয়ার দুই উদ্দেশ্য রয়েছে, প্রথমত রাজ্য সরকারের বিভিন্ন কাজে ব্যস্ত যেমন ১৪ থেকে ১৬ জনুয়ারি গঙ্গাসাগর মেলা ও নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম দিবস ২৩শে জানুয়ারি বলেই এই কর্মসূচিকে পরে করার সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়াও সাধারণতন্ত্র দিবস ২৬ শে জানুয়ারি বলেই, দুয়ারে সরকার শেষ সপ্তাহে করার নির্দেশ জারি করেন রাজ্য সরকার।
আপনার এলাকায় কবে ? এইভাবে লিস্ট চেক করুন
আপনি সরাসরি আপনার মোবাইল ফোন থেকে চেক করতে পারবেন কত তারিখ এবং কোন জায়গায় দুয়ারে সরকার ক্যাম্প হবে। এজন্য নিম্নলিখিত স্টেপ গুলি ফলো করে দেখতে থাকুন।
১) সর্বপ্রথম আপনি আপনার ব্রাউজার ওপেন করে Search করুন ds.wb.gov.in
২) এরপরে আপনার সামনে অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে দুয়ারের সরকারের(Duare Sarkar)।
৩) এখন এই সাইটের হোমপেজের দিকে নিচে আসলে দেখতে পাবেন ফাইন্ড ইউর ক্যাম্প (Find Your Camp) অপশন রয়েছে। এখানে ক্লিক করবেন
৪) এখানে ক্লিক করবার পর আপনার জেলা ব্লক এবং গ্রামের নাম লিখে সার্চ করবেন।
৫) আপনি দেখতে পাবেন আপনার এলাকায় আদৌ দোয়ারা সরকার হচ্ছে কিনা বা কবে হবে এ বিষয়টা আপনি স্পষ্ট দেখতে পাবেন।
বিশেষ বার্তা:- দুয়ারে সরকারের (Duare Sarkar) অফিসিয়াল ওয়েবসাইট কিছু কাজের জন্য আপাতত লিস্ট চেক করা যাচ্ছে না, কবে দুয়ারে সরকার। তাই আপনারা সময়মতো চেষ্টা করবেন নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন আপনাদের এলাকার লিস্ট।
Duare Sarkar Camp 2025:-
প্রত্যেক প্রকল্পে আবেদন করা যায় বিভিন্ন অফিস বা তার দপ্তরে, তবুও কেন দুয়ারে সরকার (Duare Sarkar) কর্মসূচি শুরু করছেন? হয়তো এই প্রশ্নটা আপনাদের মাথায় আসবে!
আরও পড়ুন:–West Bengal Group: D Recruitment 2024: চাকরির সুযোগ, এইট পাশে গ্রুপ-ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করুন
উত্তর:- এর উত্তরটি হল যাতে জনগণের সুবিধা হয় দুয়ারে দুয়ারে সরকার এসে আপনার নাম নথিভুক্ত করতে পারে। হয়তো আপনি একটা কাজের জন্য যাবেন অফিসে
কিংবা সেই দপ্তরে, সেখানে যেতে আপনার কিছু টাকার প্রয়োজন দ্বিতীয়ত যাতায়াতের সমস্যা তৃতীয়ত একটা কাজের জন্য পুরো দিন আপনার নষ্ট হতে পারে। সবদিক মিলিয়ে প্রত্যন্ত এলাকায় দুয়ারে সরকার (Duare Sarkar) কর্মসূচি শুরু করার কথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
DUARE SARKAR WEBSITE | CLICK HERE |
CMO WEBSITE | CLICK HERE |
WB SCHEME NEWS
WB SCHEME NEWS-এর প্রতিবেদন লিখি। আমি বিগত ৫বছর থেকে সমাজ মাধ্যমে কর্মরত। আমি এখন বর্তমানে এই Website -এ Article লিখা ও অন্যান্য কাজের সাথে যুক্ত।