Duare Sarkar Camp instruction 2025:- জনগণ যাতে সুবিধা পায় সেই উদ্দেশ্যেই দুয়ারে সরকার কর্মসূচি রাজ্য সরকারের এবং জনগণের সুবিধার কথা মাথায় রেখেই ক্যাম্পের জায়গা নির্ধারণ করতে হবে। বলা হচ্ছে স্কুল কলেজ ও কমিউনিটি হলে শিবির আয়োজিত করতে হবে যাতে বহু মানুষ একত্রিত হতে পারে।
আরও পড়ুন:–Banglar Bari 2nd Installment: বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কবে দেবে? Big News Bangla Awas Yojana!
Duare Sarkar Camp 2025:-
Table of Contents
দুয়ারে সরকার ক্যাম্প ২০২৫:-
২০২৫ সালে নতুন করে দুয়ারে সরকার কর্মসূচি শুরু হতে যাচ্ছে জানুয়ারি মাসের ২৪ তারিখ থেকে। রাজ্য সরকারের প্রায় 37 টি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে এখান থেকে। এই ক্যাম্প পরিচালনা করবার জন্য শনিবার রাজ্য সরকারের তরফ থেকে নির্দেশিকা (SOP) দিয়েছে নবান্ন।
নির্দেশিকা জানিয়ে দেওয়া হয়েছে আগের মতই একগুচ্ছ প্রকল্পের সুবিধা পাওয়া যাবে এই ক্যাম্পের মাধ্যমে। শুধু এই নয় সেই সঙ্গে সুষ্ঠুভাবে ক্যাম্প পরিচালনা করবার জন্য ১১ দফা নির্দেশিকা জারি করা হয়েছে নবান্নের তরফে। বলা হয়েছে উৎসবের আবহেই শুরু করতে হবে দুয়ারে সরকার কর্মসূচি।

আরও পড়ুন:–Pm Kisan 19th Installment: কৃষকদের 19নম্বর কিস্তির টাকা কবে দেবে, জানালো সরকার! Big Update
দুয়ারে সরকার কর্মসূচি ২০২৫:-
রাজ্যে নিয়ে ৯নং দুয়ারে সরকার ক্যাম্প শুরু হচ্ছে। এই ক্যাম্পে ১৮টি দপ্তরের ৩৭ টি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। ২০২৫ সালে নতুন দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ।
সূত্রের খবর:- সেই বৈঠকের মাধ্যমে একাধিক সুবিধা অসুবিধা শুনেছেন রাজ্যের মুখ্য সচিব তার পরেই নবান্নের তরফে শনিবার নির্দেশিকা জারি করেছে এই দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে। কলকাতার পুর কমিশনার এবং প্রত্যেক জেলাশাসককে এই নির্দেশিকা পাঠানো হয়েছে।
নির্দেশিকায় কী কী বলা হয়েছে?
জনগণের জন্যই এই কর্মসূচি বলেই জনগণ যাতে সুবিধা পান তাদের কথা মাথায় রেখে দুয়ারে সরকার ক্যাম্পের জায়গা নির্বাচন করতে হবে। যেহেতু দুয়ারে সরকার কর্মসূচিতে অনেক মানুষ একত্রিত হবেন বলেই নবান্নে নির্দেশিকা বলা হয়েছে যেন স্কুল কলেজ বা কমিউনিটি হলগুলোতে দুয়ারে সরকার আয়োজিত করা হয়।
এতে অনেক মানুষ জমা হতে পারবেন এবং প্রকল্পের সুবিধা নিতে পারবেন। এর আগে যে সমস্ত এলাকায় দুয়ারের সরকার ক্যাম্প হয়নি, সেগুলোতে এইবার দুয়ারে সরকার ক্যাম্প করবার নির্দেশ দেয়া হয়েছে। প্রত্যেক পঞ্চায়েতে দুই থেকে তিনটি শিবির গড়তে হবে। তার থেকে বেশি শিবির করানো যাবে কিনা সেই সিদ্ধান্ত নেবেন স্থানীয় প্রশাসন। তবে ওই পঞ্চায়েতের জনসংখ্যার উপর
আরও পড়ুন:–Pm Kisan 19th Installment: কৃষকদের ১৯ নম্বর কিস্তির টাকা কবে দেবে? Farmers Big News
বিবেচনা করতে হবে। ওয়ার্ড ছোট হলে একাধিক ওয়ার্ডের বাসিন্দাদের একত্রিত করেই আবেদন পত্র একই ক্যাম্পে জমা নেওয়া যেতে পারে।

দুয়ারে সরকারে এবার নতুন পদক্ষেপ:-
প্রত্যন্ত এলাকার জন্য মোবাইলে শিবিরের ব্যবস্থা করতে হবে বলেই উল্লেখ রয়েছে নির্দেশিকাই। মোট শিবিরের ৩০ শতাংশ মোবাইল শিবির হতে হবে। যেহেতু দুয়ারের সরকার কর্মসূচিতে অধিকাংশ মানুষ আবেদনপত্র জমা দিতে চান সেক্ষেত্রে অনেক সময় হয় না তাই বেশি মানুষ যাতে
এই প্রকল্পের সুবিধা পান তার জন্য স্থান, তারিখ, সময় সঠিকভাবে নির্ধারণ করতে হবে।
নির্ভুল ও সঠিকভাবে আবেদনপত্র গ্রহণ করে উপভোক্তাদের সুবিধে প্রদান করতে হবে। নির্দেশিকা ও বলা রয়েছে শিবিরের জন্য সমাজ মাধ্যমে প্রচার চালিয়ে যাবার জোর দিতে হবে।
আরও পড়ুন:–Pm Kisan Benefit Double: পিএম কিষান প্রকল্পের টাকা বাড়াবে কেন্দ্র! Big News Farmers In 2025 Budget
২০২৫ সালে নতুন শিবির এর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার:-
নির্দেশিকা রয়েছে শিবির শুরু আগে, পরে এবং তা চলাকালীন সমাজ মাধ্যমের উপরে প্রচার চালিয়ে যেতে হবে। স্বনির্ভর গোষ্ঠীর জন্য নির্দেশিকা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সাধারণ মানুষকে সাহায্যের পাশাপাশি সেই শিবিরে পণ্য বিক্রয়ের কথা বলা হয়েছে। কন্যাশ্রী ক্লাবের সদস্যদের এই কর্মসূচিতে যোগদানের কথা বলা হয়েছে। নোডাল বিভাগে নির্দেশিকা পাঠানো হয়েছে। সবশেষে নবান্নের তরফে জানানো হয়েছে, সাবের আবহাওয়া এই কর্মসূচি শুরু করতে হবে। এই শিবিরে মানুষজনের অভিজ্ঞতা ভাই সেদিকে নজর রাখতে হবে।
DUARE SARKAR | CLICK HERE |
WEST BENGAL GOVT. | CLICK HERE |
Duare Sarkar Camp instruction: দুয়ারে সরকার নিয়ে ১১ দফা নির্দেশিকা রাজ্যের
জনগণ যাতে সুবিধা পায় সেই উদ্দেশ্যেই দুয়ারে সরকার কর্মসূচি রাজ্য সরকারের এবং জনগণের সুবিধার কথা মাথায় রেখেই ক্যাম্পের জায়গা নির্ধারণ করতে হবে। বলা হচ্ছে স্কুল কলেজ ও কমিউনিটি হলে শিবির আয়োজিত করতে হবে যাতে বহু মানুষ একত্রিত হতে পারে।