Duare Sarkar Camp List 2025 Download:- পশ্চিমবঙ্গ সরকার নবম বার দুয়ারে সরকার কর্মসূচি শুরু করছে। প্রত্যন্ত এলাকায় দুয়ারে সরকার কর্মসূচি চলবে, এরকমই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। আপনার এলাকায় কবে ক্যাম্প এবং কবে থেকে শুরু এই ক্যাম্প বিস্তারিতভাবে জানুন প্রতিবেদনে।
Table of Contents
দুয়ারে সরকার ক্যাম্প ২০২৫:-
রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের সফরে, বারংবার উল্লেখ করেছেন এই ক্যাম্প নিয়ে, যদি আপনাদের মধ্যে কারো কোন প্রকল্পে আবেদন করতে চান সে ক্ষেত্রে ৩৭ টি প্রকল্পের সুবিধা আপনারা পাবেন এই ক্যাম্প থেকে। তাই যথাযথ সময়ে এই ক্যাম্পে যোগাযোগ করতে বলা হচ্ছে উপভোক্তাদের। (Duare Sarkar Camp List 2025 List)
আরও পড়ুন:–Banglar Bari 2nd Installment: বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কবে দেবে? Big News Bangla Awas Yojana!

কবে থেকে শুরু ক্যাম্প?
পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশিকায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়ানে শুনতে পেয়েছেন, ২৪ শে জানুয়ারি থেকে ১লা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ক্যাম্প। এবং ২৮ শে ফেব্রুয়ারির মধ্যে উপভোক্তাদের আবেদন প্রক্রিয়াকে সম্পন্ন পোর্টালে নথিভুক্ত করা হবে।
কড়া বার্তা জানিয়েছে জেলার প্রশাসনকে, যাতে কোন জায়গার উপভোক্তারা বঞ্চিত না হন প্রত্যেক প্রকল্প থেকে। যদি আপনিও চান আর দুয়ারে সরকারের মাধ্যমে আবেদন করবেন সেক্ষেত্রে করতে পারেন, আপনার এলাকায় ক্যাম্প কবে তা অনলাইনের মাধ্যমে আপনি চেক করতে পারবেন। (Duare Sarkar Camp List 2025)
আরও পড়ুন:–Pm Kisan 19th Installment: কৃষকদের 19নম্বর কিস্তির টাকা কবে দেবে, জানালো সরকার! Big Update
Duare Sarkar Camp Final List 2025:-
১. সবার প্রথমে আপনি ds.wb.gov.in ওয়েব সাইটে চলে আসবেন, তথা দুয়ারে সরকার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। সরাসরি গুগল এ সার্চ করুন দুয়ারে সরকার।
২. এখানে আপনি হোম (HOME) পেজে দেখেবেন ফাইন্ড ক্যাম্প, সেখানে ক্লিক করবেন।
৩. তার পরে দেখবেন আপনাকে জেলা (DISTRICT) এবং ব্লক (BLOCK) সিলেট করতে হবে সাথে গ্রাম ও গ্রাম পঞ্চায়েত (GRAM PANCHAYAT) সিলেট করে নিবেন।
৪. এগুলো সিলেট করে নেবার তারপরেই দেখতে পাবেন, যে আপনার এলাকার লিস্ট দেখা যাবে।
DUARE SARKAR | CLICK HERE |
FIND CAMP | CLICK HERE |
আরও পড়ুন:–Pm Kisan 19th Installment: কৃষকদের ১৯ নম্বর কিস্তির টাকা কবে দেবে? Farmers Big News
Duare Sarkar Camp List 2025: দুয়ারে সরকার কবে? আপনার এলাকায় কবে লিস্ট দেখুন
পশ্চিমবঙ্গ সরকার নবম বার দুয়ারে সরকার কর্মসূচি শুরু করছে। প্রত্যন্ত এলাকায় দুয়ারে সরকার কর্মসূচি চলবে, এরকমই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। আপনার এলাকায় কবে ক্যাম্প এবং কবে থেকে শুরু এই ক্যাম্প বিস্তারিতভাবে জানুন প্রতিবেদনে।