Graduation Festival 2025:- প্রাথমিক স্কুলগুলোর শিক্ষকরা জানিয়েছেন, একাধিক প্রাথমিক স্কুলে গ্রাজুয়েশন উৎসব করতে গেলে শিক্ষকদের টাকা দিয়ে করাতে হবে। উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক ভাস্কর ঘোষ বলেন,” শিক্ষা দফতর নির্দেশ দিচ্ছেন, অথচ স্কুলগুলির কাছে সেই নির্দেশ পালনের টাকা আছে কিনা, তা দেখছে না। মাধ্যমিক স্তরের স্কুল যদি ২৫ শতাংশ কম্পোজিট গ্রান্ট পেতে পারে।
আরও পড়ুন:– PSC Clerkship Job:- পিএসসি ক্লার্কশিপ আবেদন শুরু, নতুন বিজ্ঞপ্তি প্রকাশ. 2025 Big Job OPPortunities
প্রাথমিক স্কুলগুলির প্রধান শিক্ষকেরা জানিয়েছেন। স্কুলের তহবিল শূন্য। কম্পোজিট গ্রান্টের এক টাকাও প্রাথমিক স্কুল গুলি পাইনি।
Table of Contents
গ্র্যাজুয়েশন উৎসব করার টাকা কোথায়? -:Graduation Festival 2025:-
শিক্ষা দফতরের এক বিশিষ্ট বলেন,কম্পোজিট গ্রান্ট ভাগাভাগি করে দেয়। কেন্দ্র ৫০ শতাংশ ও রাজ্য ৫০ শতাংশ। কেন্দ্র তাদের ভাগের এক টাকাও দেয়নি।
হাওড়ার আমতার উদং উচ্চ সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক তথা বিজেপির শিক্ষা সেনের রাজ্য কনভেনর পিন্টু পড়ুয়াদের প্রশ্ন,”কেন্দ্র না দিলেও রাজ্য ৫০ শতাংশ কেন্দ্রের জন্য দিতে পারে। প্রাথমিক স্কুলগুলির বিশেষভাবে টাকা-র প্রয়োজন।

Festival 2025
পিন্টু পড়ুয়াদের দাবি যে স্কুলের আর্থিক অবস্থা এতটাই বেহাল যে তৃতীয় পর্যায়ক্রমিকের ফল বিরল। সেই শংসাপত্র ছাপানোর জন্য তহবিলে কোনো টাকাও ছিল না। শিক্ষকরা নিজের টাকা দিয়ে শংসাপত্র ছাপিয়ে শিক্ষার্থীদের প্রদান করেছেন।
-:Graduation Festival 2025:-
প্রাথমিক থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলগুলিকে ১ জানুয়ারি থেকে গ্রাজুয়েশন উৎসব করতে হবে। এর আগে শিক্ষা দপ্তর থেকে নির্দেশিকা দিয়েছিলেন,প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এই উৎসব করতে হবে।তবে এই উৎসব ৮জানুয়ারি পর্যন্ত চলবে।
আরও পড়ুন:–Railway Recruitment 2025: ৩২,৪৩৮টি শুন্যপদে গ্রুপ-ডি নিয়োগ, Big Job Opportunities!
স্কুলে পড়ুয়াদের নতুন বই দেওয়া থেকে তাদের নতুন ক্লাসে স্বাগত জানানো নাচ গান, কবিতা আবৃত্তি, কুইজ প্রতিযোগিতা, ছবি আঁকা,নাটক এরকম ভাবে নানা বিষয় থাকবে এই উৎসবে। প্রাথমিক স্কুলগুলির প্রধান শিক্ষকরা জানিয়েছেন, স্কুলের তহবিল প্রায় শূন্য, তবে গ্রাজুয়েশন উৎসব করার টাকা কোথায় পাওয়া যাবে? দেখুন বিস্তারিত এই প্রতিবেদনে!
Graduation Festival 2025:-
বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হান্ডা বলেন,”কোনটা আগে প্রয়োজন?গ্রাজুয়েশন আগে না স্কুলের পড়ুয়াদের হাজিরার জন্য রেজিস্টার খাতা কেনা? রেজিস্টার খাতা কেনার ও তো টাকা তহবিলে নেই তবে কীভাবে গ্রাজুয়েশন উৎসব চালাবে?পড়ুয়াদের জন্য নতুন বইয়ের সঙ্গে রাজ্য সরকারের শুভেচ্ছাবার্তা ছেপে আসছে শিক্ষার্থীদের কাছে।
PRIMARY EDUCATION | CLICK HERE |
West Bengal Board of Secondary Education | CLICK HERE |
আরও পড়ুন:–Milan Mela: পশ্চিমবঙ্গ রাজ্যে শুরু হচ্ছে চাকরির মেলা, সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ। Job Fair In West Bengal
Graduation Festival 2025: এক বিশেষ উৎসব! প্রাথমিক স্কুলের তহবিলে টাকা কোথায়?
প্রাথমিক স্কুলগুলোর শিক্ষকরা জানিয়েছেন, একাধিক প্রাথমিক স্কুলে গ্রাজুয়েশন উৎসব করতে গেলে শিক্ষকদের টাকা দিয়ে করাতে হবে। উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক ভাস্কর ঘোষ বলেন,” শিক্ষা দফতর নির্দেশ দিচ্ছেন, অথচ স্কুলগুলির কাছে সেই নির্দেশ পালনের টাকা আছে কিনা, তা দেখছে না। মাধ্যমিক স্তরের স্কুল যদি ২৫ শতাংশ কম্পোজিট গ্রান্ট পেতে পারে।
Praymaryschool Teacher