IRCTC Website Crashes: ভারতীয় রেলের টিকিট বুকিং অ্যাপ ও ওয়েবসাইট নিয়ে আবারো বিপত্তি। এবার নিয়ে 1মাসে প্রায় 3বার গোলযোগ দেখা দিলো। পুরো ভারতবর্ষের রেলযাত্রীরা ভোগান্তিতে পড়ছেন। টিকিট বুকিং করতে পারছেন না ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমে।
IRCTC: ভারতীয় রেলের টিকিট বুকিং অ্যাপ এবং ওয়েবসাইট নিয়ে গোলযোগ দেখা গেলো। এইবার নিয়ে প্রায় ৩বার এমন গোলযোগ দেখা দিলো। IRCTC অ্যাপ এবং ওয়েবসাইটে। এইজন্য ভোগান্তির শিকার হতে হচ্ছে ভারতবর্ষের রেল যাত্রীদের। তৎকাল টিকিট বুকিং করবার সময় যাত্রীদের সমস্যা দেখা দিচ্ছে, এর ফলে বহু মানুষ ভোগান্তিতে পড়ছেন কি করবেন বুঝতে পারছেন না।
আরও পড়ুন:–Milan Mela: পশ্চিমবঙ্গ রাজ্যে শুরু হচ্ছে চাকরির মেলা, সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ। Job Fair In West Bengal
Table of Contents
IRCTC Website Crashes:- IRCTC App Crashes
ডাউনডিটেক্টর অনুযায়ী দেশজুড়ে প্রায়ই ১৫০০ মানুষের কাছ থেকে এই সমস্যার অভিযোগ জমা পড়েছে। গত ৩১শে ডিসেম্বর বছর শেষে সকাল ১০টা থেকে ১২টা নাগাদ এই ওয়েবসাইটে সমস্যা দেখা দেয়। সম্প্রতি দিল্লি, মুম্বাই, চেন্নাই এবং কলকাতা থেকে অসংখ্য অভিযোগ জমা হয় এই নিয়ে।

রেল যাত্রীদের যাত্রীদের অভিযোগ:-
IRCTC -এর ওয়েবসাইট এবং অ্যাপের সমস্যার কথা অভিযোগ জানিয়েছেন বহু যাত্রীর বিভিন্ন প্রান্ত থেকে যাত্রীরা অভিযোগ করেছেন। বিভিন্ন সমাজ মাধ্যমের অভিযোগ জানিয়েছেন, এছাড়াও জানিয়েছে IRCTC এর অফিসিয়াল হেল্পলাইনে।
আরও পড়ুন:–West Bengal Group: D Recruitment 2024: চাকরির সুযোগ, এইট পাশে গ্রুপ-ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করুন
IRCTC Website Crashes:- Complaint Against IRCTC
সম্প্রতি, একজন লিখেছেন:- মোবাইল এবং ওয়েবসাইটে তৎকাল টিকিট বুকিং এর সময় এই ভোগান্তির স্বীকার হতে হচ্ছে। অনেক সময় ক্যাপচা দেখা যাচ্ছে না। রিলোড অপশনে ক্লিক করলেই অন্য লেখা দেখাচ্ছে। সূত্রের খবর আবারো গোলযোগ দেখাচ্ছে আইআরসিটি (IRCTC) অ্যাপ এবং ওয়েবসাইটে।
এছাড়া অন্য একজন লিখেছেন, “IRCTC -এর উভয় ক্ষেত্রেই সমস্যা দেখা যায় ক্যাপচা সার্ভার ক্র্যাশ হয়েছে। ক্যাপচা ২.০ ছেড়ে দেওয়া উচিত IRCTC কর্তৃপক্ষের এবং ক্লাউডের সেট করে দাওয়া উচিত”।
ভারতীয় রেল মন্ত্রীকে চেক করে এই ব্যবহারকারী লিখেছেন যে আপনাদের যদি IRCTC চালাতেই না পারেন তাহলে বিশেষজ্ঞদের উপর ছেড়ে দেওয়া উচিত এই বিষয়টা। কারো একজনকে তো এ বিষয়ে দায়িত্ব নিতে হবে”।
আরও পড়ুন:–Wb Land department Recruitment: পশ্চিমবঙ্গে মাধ্যমিক পাশে গ্রুপ-সি পদে নিয়োগ, আবেদন করুন চাকরির জন্য।
ডিসেম্বর মাসেই তৃতীয়বার বিপত্তি:- IRCTC Website Crashes
ভারতের রেলওয়ে টিকিট বুকিং মাধ্যম তথা IRCTC এই নিয়ে তৃতীয়বারও বিপত্তি দেখা গেল ওয়েবসাইটে। রেলওয়ে যাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হল। ইন্টারনেট পরিষেবা থাকা সত্ত্বেও তৎকাল টিকিট করবার সময় পরিষেবা বন্ধ হয়ে পড়ে, রিলোড আর হয় না। কিছুক্ষণ পরে দেখা যায় অটোমেটিক খুলে গেছে কিন্তু তৎকাল টিকিট আর নেই।
এর আগে ৯ই ডিসেম্বর ই-টিকিট প্ল্যাটফর্ম IRCTC এক ঘণ্টার জন্য বন্ধ হয়ে গিয়েছিল তারপরে 26 শে ডিসেম্বর সেম দীর্ঘ সময় মেইনটেইনেন্স এর জন্য বন্ধ রাখা হয়েছিল ওয়েবসাইট এবং অ্যাপ এই টিকিট বুকিং পরিষেবা বন্ধ। এবারেও যে সমস্ত মানুষেরা তৎকাল টিকিট বুক করতেছিলেন তারাও সমস্যার মুখে পড়লেন কোনোক্রমে বুক পারছেন না টিকিট।

IRCTC All Help Line Number And Mail:-
IRCTC কর্তৃপক্ষ তাদের এক উপদেষ্টা কে জানিয়েছে যে সমস্ত মানুষদের তাদের টিকিট বুকিং বাতিল করতে চায়, তারা কাস্টমার কেয়ারে ফোন করে বাতিল করতে পারেন তাদের টিকিট। এছাড়াও টিকিট ডিপোজিট রিসিপ্টের (TDR) জন্য ইমেইলও করতে পারেন আইআরসিটিসি কর্তৃপক্ষকে। IRCTC এর জন্য যোগাযোগের নম্বর হলো:-
আরও পড়ুন:–Wb BDO Office Job:- রাজ্যে এইট পাশে চাকরির সুযোগ! সম্পূর্ণ বিনামূল্যে করুন আবেদন
১৪৬৪৬, ০৮০৪৪৬৪৭৯৯৯, ০৮০৩৫৭৩৪৯৯৯। টিকিট সংক্রান্ত সমস্যার জন্য মেল করতে পারেন, [email protected]
IRCTC | CLICK HERE |
INDIAN RAILWAY | CLICK HERE |
IRCTC Website Crashes: ১মাসে ৩বার, IRCTC পোর্টালে গোলযোগ!
IRCTC Website Crashes: ভারতীয় রেলের টিকিট বুকিং অ্যাপ ও ওয়েবসাইট নিয়ে আবারো বিপত্তি। এবার নিয়ে 1মাসে প্রায় 3বার গোলযোগ দেখা দিলো। পুরো ভারতবর্ষের রেলযাত্রীরা ভোগান্তিতে পড়ছেন। টিকিট বুকিং করতে পারছেন না ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমে।