Jio New Year Plan 2025: ২০২৫ সাল আসতে হাতে আর মাত্র কটা দিন। তারপরে আসছে ২০২৫ সাল অর্থাৎ নতুন বছর। নতুন বছরের কথা মাথায় রেখে এই গ্রাহকদের জন্য জিও (Jio) নিয়ে আসলো প্রিপেইড রিচার্জ প্ল্যান (Prepaid Plan), এর সাথে আকর্ষণীয় অফার।
প্ল্যানের নাম রাখা হয়েছে “নিউ ইয়ার ওয়েলকাম প্ল্যান”। সামনেই আসছে 2025 সাল এবং শুরু হচ্ছে নতুন বছর, তাই এই প্ল্যানের দামও রাখা হয়েছে সালের নামকরণে অর্থাৎ প্ল্যানের দাম:- ২০২৫ টাকা
আরও পড়ুন:–Wb BDO Office Job:- রাজ্যে এইট পাশে চাকরির সুযোগ! সম্পূর্ণ বিনামূল্যে করুন আবেদন
Table of Contents

Jio New Year Plan 2025: Plan Details
এই “নিউ ইয়ার ওয়েলকাম প্ল্যান” (Plan) প্ল্যানের মেয়াদ হচ্ছে:- 200 দিন। এই প্ল্যানের মাধ্যমে প্রতিদিন গ্রাহকরা 2.5GB করে 4G High Speed ইন্টারনেট পরিষেবা পাবেন। এর সাথে 5G High আনলিমিটেড ডাটা মিলবে। জিও (Jio)-র অন্যান্য রিচার্জ প্ল্যান (Plan) এর মতো এই প্ল্যানেও গ্রাহকরা পাবেন ভারত জুড়ে যে কোন নম্বরে আনলিমিটেড ফ্রি কলিং (Unlimited free calling) এবং ন্যাশনাল রোমিং এর সুবিধা।
এর সাথে প্রতিদিন ১০০ টি করে এসএমএস এর সুবিধা তো থাকছেই। বর্তমানে এই প্ল্যানে (Plan) Ajio এবং Swiggy- এর কাছ থেকে ২০২৫ টাকা-র বাড়তি সুবিধা পাচ্ছেন গ্রাহকরা।
আরও পড়ুন:–Wb Land department Recruitment: পশ্চিমবঙ্গে মাধ্যমিক পাশে গ্রুপ-সি পদে নিয়োগ, আবেদন করুন চাকরির জন্য।
Jio New Year Plan 2025: জিও জানিয়েছে:-
জিও (Jio)-র তরফ থেকে জানানো হয়েছে, “নিউ ইয়ার ওয়েলকাম প্ল্যানে “ মোট 500 GB 4G ডেটা দেওয়া হবে। তবে 5G ডেটা পরিষেবা মিলবে আনলিমিটেড যা কখনো শেষ করতে পারবেন না। সম্প্রতি জিও (Jio-র তরফ থেকে এই প্ল্যান (Plan) শুরু করা হয়েছে চলতি বছরে ১১ই ডিসেম্বর থেকে। জিও গ্রাহকরা ২০২৫ সালের ১১ জানুয়ারি পর্যন্ত রিচার্জ করতে পারবেন এই প্ল্যানে।
বর্তমান গ্রাহকদের কি হবে?
বর্তমানে যে সমস্ত গ্রাহকরা, যারা অন্য কোন প্ল্যান রিচার্জ করিয়ে রেখেছেন, সেই প্ল্যান শেষ হলে “নিউ ইয়ার ওয়েলকাম প্ল্যান” সক্রিয় হয়ে যাবে অর্থাৎ এটা হচ্ছে আপকামিং প্যান। ইতি-মধ্যেই মাইজিও অ্যাপে (MyJio) এই প্ল্যান (Plan) চলে এসেছে বলেই জানিয়েছে জিও (Jio)। অন্যান্য যে সমস্ত 3rd Party রিচার্জ প্ল্যাটফর্মের মত এখানে কোনো কনভেনিয়েন্স (Convenience) চার্জ বা ফি দিতে হয়না।
আরও পড়ুন:–West Bengal Group: D Recruitment 2024: চাকরির সুযোগ, এইট পাশে গ্রুপ-ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করুন
অনলাইন কেনাকাটায় বিশেষ ছাড়ের সুযোগ:-
এ সময় দাঁড়িয়ে অনলাইনে শপিং করে না, এমন হয়ত বা মানুষজন খুবই কম রয়েছেন স্মার্টফোন ব্যবহার করে, তাই যে সমস্ত গ্রাহকরা অনলাইনে শপিং করেন তাদের জন্য কিছু পরামর্শ রয়েছে এই প্ল্যানের (Plan) মাধ্যমে। এতে 500 টাকা-র Ajio কুপন পাচ্ছেন গ্রাহকরা। সর্বনিম্ন ২,৯৯৯ টাকা-র অর্ডারে কুপন ব্যবহার করা যাবে বলেই জানিয়েছে জিও-(Jio)। এছাড়াও ১৫০০ টাকা Easy My Trip কুপন-ও মিলছে গ্রাহকদের। ফ্লাইট টিকিট কাটার সময় এই কুপন ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। এর সঙ্গে সঙ্গে মিলছে সুইগির ১৫০ টাকা-র কুপন, এই কুপন 499 টাকার বেশি অর্ডারে ব্যবহার করা যাবে Swiggy অর্ডারের মাধ্যমে।
Jio New Year Plan 2025 Terms and Conditions:-

আরও পড়ুন:–Milan Mela: পশ্চিমবঙ্গ রাজ্যে শুরু হচ্ছে চাকরির মেলা, সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ। Job Fair In West Bengal
MY JIO WEBSITE | CLICK HERE |
WHATSAPP GROUP | CLICK HERE |
Offer Steps to Redeem
- Click the provided link.
- Login/Create Account.
- Verify your mobile number using the OTP sent to you.
- Your offer will be displayed in the “Apply Coupon” section until it expires.
- Coupon will expire within 30 days from day of credit.
Easemytrip: Upto ₹1500 off on Flights
- Upto ₹1500 off on Flights (₹500 on 1 pax, ₹1000 on 2 paxs, ₹1500 on 3paxs)
- No min booking value on flights.
- Offer valid once per user during the offer period.
- Valid on bookings made during offer duration only.
- This offer is valid only on online confirmed bookings.
- Easemytrip reserves the right to withdraw, modify or replace this offer without prior notice and the same is at the sole discretion of the company.
- This offer cannot be combined with any other offer/ scheme.
Jio 2025 New Plan. নতুন বছরের আগেই Jio-র বড়ো চমক!
প্ল্যানের নাম রাখা হয়েছে “নিউ ইয়ার ওয়েলকাম প্ল্যান”। সামনেই আসছে 2025 সাল এবং শুরু হচ্ছে নতুন বছর, তাই এই প্ল্যানের দামও রাখা হয়েছে সালের নামকরণে অর্থাৎ প্ল্যানের (Plan) দাম:- ২০২৫ টাকা