কৃষক বন্ধু নতুন প্রকল্পে টাকা কবে দেবে? Krishak Bandhu payment Released. - WB SCHEME NEWS

কৃষক বন্ধু নতুন প্রকল্পে টাকা কবে দেবে? Krishak Bandhu payment Released.

কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদনকারী যোগ্য কৃষকদের রবি ২০২৪-২৫ আর্থিক বছরের টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে?

ইতিমধ্যেই মধ্যেই আপনারা জানলে অবাক হবেন যে কৃষক বন্ধু নতুন প্রকল্পের চলতি রবি মরসুমের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দিয়েছেন। কোন জেলা টাকা পেলো?, কবে টাকা দিলো?, আপনারা কবে পাবেন? ইত্যাদি জানাবো আমাদের এই প্রতিবেদনে তাই সম্পূর্ণ পড়ুন আর অন্যদের শেয়ার করুন। 🙏

কৃষক বন্ধু (Krishak Bandhu) প্রকল্প হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের, কৃষকদের জন্য এক জনপ্রিয় প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে নথিভুক্ত কৃষকদের (Farmers) আর্থিক সাহায্য করে থাকেন পশ্চিমবঙ্গ সরকার।

এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত যোগ্য কৃষকরা (Farmers) আবেদন করবেন ১ একরের(Acre) এর উপরের জমি দিয়ে সেই কৃষকদের (Farmers) সর্বোচ্চ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে এবং যে সমস্ত কৃষকরা (Farmers) ১ একরের (Acre) নিচে বা অল্প জমি দিয়ে আবেদন করবেন তাদের সর্বনিম্ন (৪০০০) হাজার টাকা আর্থিক সাহায্য দেয়া হবে ২ মরসুমের (Rabi & kharif season) মাধ্যমে তাদের ব্যাংক অ্যাকাউন্টে হস্তান্তর করা হবে।

উপরের ব্যানারটি দিয়ে প্রমাণ দেখুন রাজ্য সরকার তথা:- মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় চৌরাস্তা দার্জিলিং থেকে ১৩ই নভেম্বর ২০২৪-এ দার্জিলিংকালিম্পং জেলার জন্য একগুচ্ছ প্রকল্পের শুভ উদ্বোধন,শিলান্যাস ও পরিষেবা প্রদান করলেন।

এই ব্যানারের মধ্যে সব নিচে দেখুন কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে পরিষেবা প্রদান করলেন শুধুমাত্র ২ জেলার জন্য।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের জন্য যে ২০০০ ও ৫০০০ টাকা আর্থিক সাহায্যের কথা ছিল কৃষক বন্ধু নতুন প্রকল্পে চলতি বছর রবি মরশুমে। এই টাকায় ইতিমধ্যে ২ জেলার জন্য দিয়ে দিলেন পশ্চিমবঙ্গ সরকার। তার যথাযথ প্রমাণ আপনারা আমাদের প্রতিবেদনের মাধ্যমে দেখতে পেলেন, উপরে ব্যানারটি দেখতে পেলেন যেটা রাজ্য সরকার দ্বারা প্রকাশিত করা।

রাজ্য সরকারের প্রকাশিত অফিসিয়াল ব্যানার হিসেবে পশ্চিমবঙ্গ সরকার কৃষক বন্ধু প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের পরিষেবা প্রদান করেছেন। তবে কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা ২জেলায় ঢুকলো।
১)দার্জিলিং জেলা।
২)কালিম্পং জেলা।

কৃষক বন্ধু (Krishak Bandhu)নতুন প্রকল্পে আপনার স্ট্যাটাস (Status) চেক করবার জন্য কয়েক মিনিট সময় লাগবে এবং আপনি সেটা মোবাইল (Mobile) ফোনের মাধ্যমে চেক করতে পারবেন বিস্তারিতভাবে প্রতিবেদনে স্ট্যাটাস (Status) থেকে পদ্ধতি সম্পূর্ণ আলোচনা করা হলো।

স্ট্যাটাস চেক পদ্ধতি:-

১)প্রথমে আপনাকে আপনার মোবাইল ফোনের Google আসতে হবে।

২)এরপর সার্চ করুন Krishak Bandhu বা সরাসরি লিংকে ক্লিক করতে পারেন।

৩) তারপর প্রথমে চলে আসবে অফিসিয়াল ওয়েবসাইট কৃষক বন্ধু (Krishak Bandhu)সেখানে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করুন।Link:-krishakbandhu.net

৪) দুই নম্বর অপশনে (Option)দেখতে পাবেন নথিভুক্ত কৃষকের তথ্য। এখানে ক্লিক করবেন।

৫) তারপর চলে আসবে কৃষক বন্ধু (Krishak Bandhu)সার্চ ভোটার কার্ড (Voter Card)একটি Page-এ, সেখানে সিলেক্ট অপশনে ক্লিক করে আপনার যেটা ইচ্ছা Valid Id কার্ড নং দিন।

৬) সম্পূর্ণ ডিটেইলস (Details) দেওয়ার পর আপনি চেকবক্সে (Cheak box) ক্লিক করবেন তারপর টিক(✅)যখন চলে আসবে সার্চ অপশনে ক্লিক করবেন।

৭) তারপরে দেখতে পাবেন আপনার স্ট্যাটাস (Status) সম্পূর্ণ দেখাবে ডিটেলস (Details)। এই স্ট্যাটাসে (Status) আপনি দেরিস্থিতিতে রয়েছে সেটাও দেখতে পাবেন।

কৃষক বন্ধু নতুন প্রকল্পে টাকা কবে দেবে? Krishak Bandhu payment Released.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top