Krishak Bandhu Scheme 2024. কৃষক বন্ধু নতুন প্রকল্পে ২০২৪ সালে রবি মরসুমের টাকা কবে ঢুকবে?

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

কৃষক বন্ধুর প্রকল্প হলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি কৃষকদের জনপ্রিয় প্রকল্প। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষক রাজযোগ্য আবেদন করবেন তাদের আর্থিক সাহায্য করে থাকে রাজ্য সরকার। সর্বোচ্চ ১০০০০ হাজার টাকা ও সর্বনিম্ন ৪০০০ টাকা দুই মরশুমের মাধ্যমে হস্তান্তর করে কৃষকদের ব্যাংক একাউন্টে।

এছাড়াও কৃষক বন্ধু মৃত্যুঞ্জনিত সহায়তা প্রদান করে থাকেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যদি কোন কৃষক ১৮ থেকে ৬০ বছরের মধ্যে মারা যায় সেক্ষেত্রে তার পরিবারকে এককালীন লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হয় রাজ্য সরকারের তরফে। এছাড়াও কোন কৃষকের বয়স যদি ৬০ বছরের ওর দেয়া হয় সেক্ষেত্রে এই প্রকল্পের মাধ্যমে, ১০০০ টাকা প্রতি মাসে ভাতা ও প্রদান করে থাকেন পশ্চিমবঙ্গ সরকার তবে ভাতার ক্ষেত্রে বিভিন্ন নির্দেশিকা রয়েছে।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে টাকা সময় হলে আপনার ব্যাংক একাউন্টে পাঠাবেন। তবে এর কিছু সময় সুচি রয়েছে যা আপনাদের মাঝে আলোচনা করতে চলেছি রাজ্য সরকার যখন তারিখ ঘোষণা করবেন সেই দিনেই আপনার ব্যাংকে টাকা পাঠিয়ে দেবেন। কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকার যেহেতু ফাইনাল তারিখ ঘোষণা করেননি সেক্ষেত্রে তাদের নির্দেশিকা অনুযায়ী কবে টাকা পাবেন সেটা নিয়েই আলোচনা আমরা আজকের এই প্রতিবেদনে করতে চলেছি। তাই অবশ্যই আপনারা অন্য কৃষক বন্ধুদের এই প্রতিবেদনটি শেয়ার করে তাদের সাহায্য করে দেবেন।

⚫উপরে আপনারা দেখতে পাচ্ছেন রাজ্য সরকারের কৃষি দপ্তর থেকে অর্থাৎ কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে আদেশ স্মারকলিপি ও বিজ্ঞপ্তি অপশনে পেয়ে যাবেন এই Notice -টি। এখানে মূলত বলা হয়েছে রাজ্য সরকারের তরফে কোন মরসুমের টাকা কোন কোন মাসের মধ্যে দেওয়া হয়ে থাকে।

অতএব আপনারা বুঝতে পারলেন কৃষক বন্ধু নতুন প্রকল্পে ২০২৪ সালের রবি মরসুমের টাকা দেওয়ার তারিখ হচ্ছে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। যখন টাকা দেবে রাজ্য সরকার আপনাদের নোটিশ দিয়ে জানিয়ে দেবে ও কৃষি দপ্তর থেকেও জানিয়ে দেওয়া হবে আপনাদের।

…..পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কোন কৃষকদের কত টাকা করে কৃষক বন্ধু প্রকল্পে আর্থিক সহায়তা করবে সেই বিষয়ে আগে জানিয়ে দিয়েছিলেন রাজ্যের কৃষি দপ্তর। আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতেই পারে যে কোন কৃষকরা কত টাকা পাবেন তাই আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে সেটাও আপনাকে জানানো হবে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

কৃষক বন্ধু নতুন প্রকল্পে ২০২৪ সালে রবি মরশুমের টাকা পেতে হলে আপনাকে এই কথাটি অবশ্যই মাথায় রাখতে হবে। কৃষক বন্ধু প্রকল্পে এবার নতুন নির্দেশিকা কৃষি দপ্তরের তরফে জানানো হয়েছে যে যে সমস্ত উপভোক্তাদের ( joint account ) থাকবে তারা পরবর্তী কিছুতে টাকা কোন মতেই পাবেন না। তবে টাকা দেওয়ার আগে মুহূর্তে পর্যন্ত যে সমস্ত কৃষকরা এটিকে ঠিক করে নেবেন তথা নতুন একাউন্ট করে নেবেন নিজের নামে তারপরে কৃষি দপ্তরে গিয়ে আপনি সেই নতুন অ্যাকাউন্ট টিকে আপডেট করাবেন এরপর কাজটি সম্পন্ন হলে আপনার পরবর্তী কিস্তির টাকা, আপনার ব্যাংক একাউন্টে সরাসরি ঢুকে যাবে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

WB SCHEME NEWS

WB SCHEME NEWS-এর প্রতিবেদন লিখি। আমি বিগত ৫বছর থেকে সমাজ মাধ্যমে কর্মরত। আমি এখন বর্তমানে এই Website -এ Article লিখা ও অন্যান্য কাজের সাথে যুক্ত।

Leave a Comment