কৃষক বন্ধু প্রকল্প কি?
কৃষক বন্ধুর প্রকল্প হলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি কৃষকদের জনপ্রিয় প্রকল্প। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষক রাজযোগ্য আবেদন করবেন তাদের আর্থিক সাহায্য করে থাকে রাজ্য সরকার। সর্বোচ্চ ১০০০০ হাজার টাকা ও সর্বনিম্ন ৪০০০ টাকা দুই মরশুমের মাধ্যমে হস্তান্তর করে কৃষকদের ব্যাংক একাউন্টে। এছাড়াও কৃষক বন্ধু মৃত্যুঞ্জনিত সহায়তা প্রদান করে থাকেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যদি কোন কৃষক ১৮ থেকে ৬০ বছরের মধ্যে মারা যায় সেক্ষেত্রে তার পরিবারকে এককালীন ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হয় রাজ্য সরকারের তরফে। এছাড়াও কোন কৃষকের বয়স যদি ৬০ বছরের ওর দেয়া হয় সেক্ষেত্রে এই প্রকল্পের মাধ্যমে ১০০০ টাকা প্রতি মাসে ভাতা ও প্রদান করে থাকেন পশ্চিমবঙ্গ সরকার তবে ভাতার ক্ষেত্রে বিভিন্ন নির্দেশিকা রয়েছে।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের কথা মাথায় রেখে কৃষক বন্ধু প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের কল্যাণের উদ্দেশ্যে ২০১৯ সালে চালু করেছিল। তারপরে আস্তে আস্তে এই প্রকল্প এতটাই জনপ্রিয় হয়ে ওঠে তারপর রাজ্য সরকার এই প্রকল্পের নামকরণ করেন কৃষক বন্ধু নতুন প্রকল্প। এই প্রকল্প এর মূল উদ্দেশ্য হচ্ছে কৃষকদের আর্থিক সাহায্য করা,
আপনারা জানেন একটি চাষি কতটা কষ্ট করে চাষাবাদে কাজ করেন সেই কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশেই এই প্রকল্প শুরু করে। এতে এখনো পর্যন্ত ১ কোটিরও বেশি কৃষকরা যুক্ত হয়েছেন। যা দেখে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটা খুশি হয়েছেন। তবে পরবর্তী সময়ে প্রকল্পের টাকা দ্বিগুণ নিয়ে কোনোরকম নির্দেশিকা আসেনি,আসতে পারে।
কোন কৃষকরা আবেদনের যোগ্য?
- আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
- আবেদনকারী অবশ্যই একজন কৃষক হবেন।
- নিজস্ব চাষযোগ্য জমির কৃষকেরা বা যাদের Record of Rights (ROR), পাট্টা বা ফরেস্ট পাট্টা রয়েছে এবং নথিভুক্ত ভাগচাষিরা হলেন এই প্রকল্পের যোগ্য।
- জমির পরচা, পাট্টা, বর্গা নথি, বনবিভাগের পাট্টা
- আধার কার্ড
- ভোটার কার্ড
- ব্যাংক পাস বইয়ের প্রথম পাতার প্রিতি লিপি অথবা বাতিল চেক
- আধার ও ব্যাংকের সাথে সংযুক্ত মোবাইল নম্বর
- পাসপোর্ট সাইজ ছবি
রবি মরসুমের টাকা কবে ঢুকবে?
তবে কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা দেওয়া নিয়ে আপডেট যতটুকু আমাদের কাছে রয়েছে, টাকা দেওয়া হতে নভেম্বর এর শেষ সময়ে। এছাড়াও ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেও এ প্রকল্পের মাধ্যমে টাকা ঢুকতে পারে ব্যাংক একাউন্টে। তবে রাজ্য সরকারের তরফ থেকে এখনো অফিশিয়াল ডেট ঘোষণা করেনি। শুধুমাত্র নিউজ পোর্টাল মারফত সম্ভাব্য তারিখে ঘোষণা করছেন।
কৃষক বন্ধু টাকা দেওয়ার সময় সূচি :-
প্রকল্পের নাম:- | কৃষক বন্ধু নতুন প্রকল্প |
মরসুম | রবি মরসুম |
টাকা দেয়ার তারিখ:- | অক্টোবর থেকে মার্চ মাস |
OFFICIAL WEBSITE LINK:- | https://krishakbandhu.net/ |
কোন কৃষকরা কত টাকা করে পাবেন?
পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কোন কৃষকদের কত টাকা করে কৃষক বন্ধু প্রকল্পে আর্থিক সহায়তা করবে সেই বিষয়ে আগে জানিয়ে দিয়েছিলেন রাজ্যের কৃষি দপ্তর। আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতেই পারে যে কোন কৃষকরা কত টাকা পাবেন তাই আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে সেটাও আপনাকে জানানো হবে।
জমির পরিমাণ ১একর বা এর উপরে হলে:- ১০,০০০/- টাকা বছরে। |
জমির পরিমাণ অল্প কিংবা ১ একরের নিচে হলে:- ৪,০০০/- টাকা বছরে। |
WB SCHEME NEWS
WB SCHEME NEWS-এর প্রতিবেদন লিখি। আমি বিগত ৫বছর থেকে সমাজ মাধ্যমে কর্মরত। আমি এখন বর্তমানে এই Website -এ Article লিখা ও অন্যান্য কাজের সাথে যুক্ত।